জামানত হারালেন মাহিয়া মাহী
প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিনোদন রিপোর্ট
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহী বড় ব্যবধানে হারলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর কাছে। ভোটের প্রচারে মাহী তাকে 'চৌধুরী সাহেব' বলে সম্বোধন করতেন।
রোববার রাত ১০টার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলে জানা যায়, এই আসনের দুই উপজেলায় মাহিয়া মাহী ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। আর টানা তিনবারের এমপি আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী পেয়েছেন এক লাখ তিন হাজার ৫৯২ ভোট। রাজশাহী-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৮টি। এই আসনে মোট ভোটার চার লাখ ৪০ হাজার ২১৮ জন। এর মধ্যে দুই লাখ ১৯ হাজার ৭৯৩ জন ভোটার ভোট দেন।
এদিকে প্রাপ্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু সোনালী আঁশ প্রতীকে ২৭৩ ভোট, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা নোঙর প্রতীকে এক হাজার ৯১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুদ্দিন লাঙ্গল প্রতীকে ৯৩৮ ভোট।