শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ভোট দিয়ে আঙুলে প্রমাণ দিলেন তারকারা

বিনোদন রিপোর্ট
  ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
জয়া আহসান

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার সকাল থেকেই শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলে। সাধারণ মানুষের মতো এই নির্বাচনে ভোট দিয়েছেন তারকা, শিল্পীরাও। শুধু ব্যালট ভাঁজ করে বাক্সে পুরে রেখেই চুপ থাকেননি, বরং প্রমাণস্বরূপ ভোটের কালিযুক্ত আঙুলের ছবি ঢেলেছেন সোশ্যাল হ্যান্ডেলে। যার ফলে শোবিজ-সংশ্লিষ্টদের ফেসবুক দেয়াল সয়লাব হয়ে গেছে বৃদ্ধাঙ্গুলগুলো।

নির্মাতা এসএ হক অলিক ভোট দিয়েছেন নিজের গ্রামে। সেই খবর জানালেন এভাবে, 'আমার ভোট আমি দিলাম। সকাল ৯-৩০ মিনিটে ইকবালপুর কেন্দ্র, জামালপুর।'

অভিনেতা শতাব্দী ওয়াদুদ ভোট দিয়েছেন স্ত্রী স্নাতা শাহরিনকে সঙ্গে নিয়ে। এরপর দুইজনের বৃদ্ধাঙুলের ছবি পোস্ট করে জানান দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে।

সম্প্রতি ওমরা করতে মক্কা নগরীতে গিয়েছিলেন ঢালিউড তারকা শাকিব খান। ফিরেছেন তড়িঘড়ি, ভোটের জন্য। রোববার বেলা পৌনে ৩টার দিকে গুলশানে নিজ এলাকার ভোটকেন্দ্রে মাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন তিনি। বের হয়ে শাকিব বলেছেন, 'আমরা যারা সাধারণ মানুষ, তাদের জন্য আজকের দিনটি অনেক বিশেষ। কারণ, আমাদের যে ভোটের অধিকার, সেটা প্রয়োগ করতে পারি। আমরা আজ নেতা নির্বাচন করব, যিনি আমাদের জন্য কাজ করবেন। ভোট হচ্ছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। গতবারও মাকে নিয়ে এসে ভোট দিয়েছি, এবারও এসেছি। খুব ভালো লাগছে।'

চিত্রনায়ক নিরব একটু স্মৃতিকাতর হয়ে ভোট দিয়েছেন। গেল নির্বাচনে যেই শাল গায়ে জড়িয়ে ভোট দিয়েছেন, এবারও সেটা পরেই গেছেন কেন্দ্রে। এরপর কেন্দ্রের দায়িত্বরত কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন। ক্যাপশনে লিখেছেন, 'ভোট পরবর্তী ছবি। শালটা পরে ভোট দিয়েছিলাম আগেও; তাই এবারও।'

নির্মাতা দীপংকর দীপন ভোট দিয়েছেন ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখান থেকে কালিমাখা বৃদ্ধাঙুলের ছবি শেয়ার করে লিখেছেন, 'ভোট দেওয়া হয়ে গেছে। খুব স্মুথ ছিল সব কিছু।'

ধানমন্ডিতে ভোট প্রদান করেছেন অভিনেত্রী তারিন জাহান। উৎসবমুখর ছবি শেয়ার করে তিনি বলেছেন, 'নিজের ভোট দেওয়া শেষে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধানমন্ডিতে ভোটারদের উপস্থিতি বেড়েছে। সবাই সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। এর মধ্যে কেউ হুইলচেয়ারে করে, কেউ লাঠি নিয়ে, কেউ ছেলেমেয়ের সাহায্য নিয়ে হলেও নিজের ভোট নিজে দিতে এসেছেন। তরুণ ভোটারদের আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে যেতে দেখে ভালো লেগেছে।'

অভিনেতা-নির্মাতা দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম সপরিবারে ভোট দিয়েছেন মোহাম্মদপুরে। ভোট দেওয়া শেষে দুইজনের ছবি পোস্ট করে জিনাত হাকিম বলেছেন, 'মা, মেয়ে, মেয়ের জামাই, আমার জামাই এবং আমি সব্বাই মিলে ভোটের গুরুত্বপূর্ণ দায়িত্ব/অধিকার পালন করে এলাম। আপনি করেছেন তো?'

সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও গানবাংলা টিভির চেয়ারপারসন ফারজানা মুন্নি ভোট দিয়েছেন একসঙ্গে। এরপর ক্যামেরাবন্দি হয়েছেন, কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গেও। ছবি শেয়ার করে তাপস ফেসবুক পাতায় লিখেছেন, 'স্মার্ট বাংলাদেশের পথে। জয় বাংলা।'

সঙ্গীতশিল্পী মীর মাসুম প্রথমবার ভোট দিলেন। বৃদ্ধাঙুলের ছবি পোস্ট করে বলেছেন, 'জীবনে প্রথম ভোট দিলাম। প্রথমবার ঘুমিয়ে ছিলাম, দ্বিতীয়বার কেউ একজন আমারটা মেরে দিয়েছে। তৃতীয়বার সফল হলাম। আহ্‌।'

মধ্যাহ্নে সরব হয়ে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিশ্চিত করলেন, তিনি ভোট দিয়েছেন। কালিমাখা বৃদ্ধাঙুলের ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে।

গুলশানে ভোট দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ভোট দেওয়ার মুহূর্ত, কালিমাখা বৃদ্ধাঙুলের ছবিসহ বেশ কয়েকটি স্থিরচিত্র সোশ্যাল পাতায় ছেড়ে বুঝিয়ে দিয়েছেন, তিনি ভোটের আমেজে আছেন।

সঙ্গীতশিল্পী প্রতীক হাসানও ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরপর আঙুলের ছবি শেয়ার করে অনুসারীদের সেই খবর জানিয়েছেন।

ব্যান্ড 'শিরোনামহীন'র কর্তা জিয়াউর রহমান আঙুলের ছবি পোস্ট করে দিয়েছেন চিরচেনা বার্তা, 'আমার ভোট আমি দেব। যাকে খুশি তাকে দেব।'

ধানমন্ডিতে ভোট দিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এরপর ফটোসেশন সেরে লিখেছেন, 'একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার অধিকার, আমার দায়িত্ব। ভোট দিয়ে এসেছি বেলা ১১টায়। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে গাড়ি করে গিয়েই ধানমন্ডিতে ভোট দিয়ে এলাম। তরুণ-তরুণীদের পাশাপাশি অনেক বয়স্কদের দেখলাম। চারদিকে বেশ উৎসবের আমেজ। নিয়ম করে কাগজের নম্বর মিলিয়েই ভোট দিয়ে এলাম।'

চিত্রনায়ক সাইমন সাদিক অবশ্য কিছু বলেননি। কেবল কালিমাখা বৃদ্ধাঙুলের ছবি শেয়ার করেই ভোটের জানান দিয়েছেন।

অভিনেত্রী জাকিয়া বারী মম ভোট দিয়েছেন ধানমন্ডি এলাকায়। দুপুর সোয়া ২টার দিকে তিনি ছবি শেয়ার করে জানান দেন। আর ক্যাপশনে তারিখটি উলেস্নখ করে বুঝিয়ে দেন, দিনটি কতটা বিশেষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে