শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

অনেকদিন পর উপস্থাপনায় অপি করিম

বিনোদন রিপোর্ট
  ০৬ ডিসেম্বর ২০২০, ০০:০০
অনেকদিন পর উপস্থাপনায় অপি করিম
অপি করিম

নাট্যাঙ্গনের অতি পরিচিত এক নাম অপি করিম। মঞ্চ, টিভি নাটক, নৃত্য এমনকি উপস্থাপনা-যেখানেই তিনি পা ফেলেছেন, সেখান থেকেই সাফল্য ছিনিয়ে এনেছেন। শুধু তাই নয়, চলচ্চিত্র এবং মডেলিংয়েও খ্যাতি অর্জন করেছেন এ তারকা। কিন্তু মাঝখানে পড়াশোনা এবং সংসার জটিলতায় পড়ে ক্যারিয়ারে ভাটা পড়ে তার। মঞ্চে চিরদিনই অপি করিমের নাম উচ্চারিত হবে 'রক্তকরবী'র নন্দিনী হিসেবে।

বর্তমানে স্থপতি হিসেবে ব্যস্ত হয়ে উঠেছেন অপি করিম। সে সুবাদে শোবিজে অনেকটাই অনিয়মিত তিনি। বিশেষ দিবসগুলোতে তার দেখা মিলে নাটক-টেলিছবিতে। নতুন খবর হচ্ছে, অনেকদিন পর ফের উপস্থাপনায় ফিরছেন অপি করিম। চ্যানেল আইতে দেশের প্রথম হোম রেনোভেশন রিয়েলিটি শো 'বার্জার হ্যাপি হোম' প্রচার হতে যাচ্ছে। এখানেই উপস্থাপক অপির দেখা মিলবে। তার সঙ্গে আরও থাকবেন স্থপতি আসিফ এম আহসানুল হক। 'বার্জার হ্যাপি হোম' টিভি শোয়ের মধ্য দিয়ে বার্জার নির্বাচিত বাড়ির ইন্টেরিয়র নতুনভাবে সাজানোর পদক্ষেপ নিয়েছে। এই শোতে বিশেষজ্ঞরা সাধারণ হোম ম্যানেজমেন্ট বিষয়গুলো, যেমন স্থানের সঠিক ব্যবহার, আসবাব ব্যবস্থাপনা, মানানসই ঘর সাজানোর জিনসপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দেওয়ালের রং, বায়ু চলাচল ব্যবস্থা, আলো এবং আরও অনেক প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবেন যা কি না শেষ অবধি বাড়ির মালিকদের বাড়ির উন্নত সংস্কারের পরিকল্পনায় সহায়তা করবে। এটি প্রতি শুক্রবার চ্যানেল আইয়ে রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে