বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ফের একসঙ্গে তৌসিফ-সাফা

বিনোদন রিপোর্ট
  ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
ফের একসঙ্গে তৌসিফ-সাফা
তৌসিফ ও সাফা কবির

এই প্রজন্মের আলোচিত দুই টিভি তারকা তৌসিফ মাহবুব ও সাফা কবির। একই প্রজন্মের নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ক্যামেরার পেছনে থেকেও যিনি পেয়েছেন তারকা খ্যাতি। তৌসিফ-সাফাকে নিয়ে আরিয়ান নির্মাণ করলেন টেলিছবি 'চিরকাল'। সিএমভি প্রযোজিত ৬০ মিনিটের এই বিশেষ ছবির শুটিং শেষ হলো গত সপ্তাহে ঢাকার বিভিন্ন লোকেশনে। এ বিষয়ে আরিয়ান জানান, তৌসিফ-সাফা কবির ছাড়াও এতে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শহীদুল আলম সাচ্চু, স্বর্ণলতা প্রমুখ।

আরিয়ান বলেন, 'এটা একটা ভালোবাসার গল্প। মানে, ভালোবাসা এক একটা স্তরে কেমন রূপ নেয়, সেটা তুলে ধরার চেষ্টা। সম্প্রচারের আগে আমরা গল্প নিয়ে গল্প না করাই ভালো। তৌসিফ-সাফাকে নিয়ে প্রথম শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে এই নির্মাতা বলেন, 'দুজনের ভেতর অভিনয় করার চেষ্টা ছিল। তবে সেটা কতটুকু কাজে লাগবে, নির্ভর করছে অডিয়েন্সের ওপর। এমনিতে তারা দুজনই শিল্পী হিসেবে আমার বেশ পছন্দের।'

'চিরকাল' প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই টেলিছবিটি উন্মুক্ত হবে সিএমভি'র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে