logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১১ কার্তিক ১৪২৭

  বিনোদন ডেস্ক   ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০  

বিতর্কের মুখে মীর

ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার আলোচিত অনুষ্ঠান 'মীরাক্কেল'-এর উপস্থাপক মীর আফসার আলী। অভিনয়ের জন্যও সুখ্যাতি রয়েছে তার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব মীর আফসার আলী। গত বুধবার মীর তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। পাঞ্জাবির সঙ্গে কোট পরা ছবিটি নিমিষেই ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেন তার প্রশংসা করেন। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ছবিটির ক্যাপশন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তিনি ক্যাপশনে লিখেছেন 'ধীরে ধীরে পূজার মুডে ঢুকছে দেখো কে'। আর এ বিষয় নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন 'মুসলিম হয়ে পূজা নিয়ে আপনার এত মাতামাতির কি আছে?' এমন মন্তব্য অনেকে করছেন। তবে কেউ কেউ মীরকে সমর্থন জানিয়েও মন্তব্য করছেন। বিষয়টি নিয়ে যখন জোর জল্পনা নেটদুনিয়ায়, তখন সাম্যের কবিতা পোস্ট করেছেন মীর আফসার আলী। সঙ্গে পাঞ্জাবি ও টুপি পরা ছবি পোস্ট করেন এই শিল্পী।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে