logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১১ কার্তিক ১৪২৭

  বিনোদন রিপোর্ট   ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০  

এক যুগ পর একসঙ্গে

এক যুগ পর একসঙ্গে
ইমন ও নিরব
দীর্ঘ এক যুগ পর একসঙ্গে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন চিত্রনায়ক ইমন ও নিরব। গত ২৪ সেপ্টেম্বর বিএফডিসিতে দিনব্যাপী এই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন তারা। একই বিজ্ঞাপনে মডেল হিসেবে আরও আছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। বলা যায়, প্রথমবারের মতো ইমন, নিরব ও পিয়া একসঙ্গে কোনো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দন। তিনি জানান, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের চেয়ারের বিজ্ঞাপনে তারা তিনজন প্রথমবারের মতো মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি নির্মাণ প্রসঙ্গে সাইফ চন্দন বলেন, 'ইমন ও নিরব আমাদের সিনেমার দুই প্রিয় মুখ। তাদের দুইজনের একটা আলাদা বিশেষ পরিচিতি আছে, দুইজনের বন্ধুত্বের কারণে। ইমনের নাম বললে যেমন নিরবের নামটি চলে আসে, ঠিক তেমনি নিরবের নাম বললেও ইমনের নাম চলে আসে। তাই দুইজনের জনিপ্রয়তা এবং দর্শকের কাছে তাদের ভালোলাগাকে বিবেচনা করেই দুইজনকে নিয়েই বিজ্ঞাপনটি আমি নির্মাণ করেছি। সঙ্গে আছেন আমাদের শোবিজের আরেক প্রিয় মুখ পিয়া। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে বিজ্ঞাপনটি দর্শকের কাছে একটি উপভোগ্য বিজ্ঞাপন হবে।'

ইমন ও নিরব বলেন, 'আমাদের দুইজনেরই শুরুটা বাংলালিংকের বিজ্ঞাপন দিয়ে। কিন্তু দীর্ঘদিনের পথচলায় তাদের একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করাই হয়ে উঠছিল না। কিন্তু দীর্ঘদিনের সেই বিরতি টেনে দিয়ে আমাদের দুইজনকে এক বিজ্ঞাপনে এক করলেন সাইফ চন্দন। তাই ইমন ও নিরব দুইজনেই কৃতজ্ঞ সাইফ চন্দনের কাছে।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে