মাছরাঙাতে কার্টুন সিরিজ 'শিবা'

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

বিনোদন রিপোর্ট
'আমাকে বাচ্চা বলো না আঙ্কেল'- এই সংলাপ কার্টুনপ্রিয় শিশুদের মুখস্থ। সংলাপটি যার মুখ থেকে শুনতে শুনতে মনে গেঁথে গেছে সে হলো শিবা। তার নামেই নির্মিত হয়েছে কার্টুনসিরিজ 'শিবা'। সে একজন দুঃসাহসী, বুদ্ধিমান বালক; যে সমাজবিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করে। দাদা-দাদির সঙ্গে ভেদাস নামক শহরে বাস করে সে। অনেক শত্রম্নর সম্মুখীন হয়- যারা শহরের মানুষের ক্ষতি করতে চায়। শিবা প্রাকৃতিক শক্তিতে বলিয়ান একজন বালক। সে তার আশ্চর্য সাইকেল নিয়ে শত্রম্নদের সঙ্গে মোকাবিলা করে। শিবার সাইকেল রিমোর্ট দিয়ে কন্ট্রোল করা হয়। তার সাইকেলটি পানিতে গেলে তা দ্রম্নতযান নৌকার মতো হয়ে যায়। আকাশে গেলে উড়ে। সে তার হাত ঘড়ি দিয়েও সাইকেল নিয়ন্ত্রণ করে। বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় কার্টুন সিরিজ 'শিবা' মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গল ও বুধবার বিকাল ৫.৩০ মিনিটে।