ছোটপর্দার অনুষ্ঠানমালা

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'জলে ভেজা রঙ'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ওয়ালিদ হাসান। অভিনয় করেছেন নিলয়, হিমি, শশী, শাহেদ, এ্যানি খান, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, রুনা খান, দিলারা জামান প্রমুখ। চ্যানেল আইতে আজ রাত সাড়ে ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'ভালোবাসার যৌথ খামার'। ধারাবাহিকটির রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। এতে অভিনয় করেছেন তানিক আনাম খান, তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, শাহেদ শরীফ খান, চিত্রলেখা গুহ, সোহেল খান, ওয়াহিদা মলিস্নক জলি প্রমুখ। এনটিভিতে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮.২০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক 'পরের মেয়ে'। সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, দিলারা জামান, ইন্তেখাব দিনার, গোলাম কিবরিয়া তানভীর, জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গওহর, টয়া, হিন্দোল রায়সহ অনেকে। সোম থেকে শনিবার জি-বাংলায় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'যমুনা ঢাকি'। এতে অভিনয় করেছেন শ্বেতা ভট্টাচার্য, রুবেল দাস, কৌশিক বন্দ্যোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়সহ অনেকে। প্রযোজনায় বস্নু। ক্রিয়েটিভ ডিরেক্টর স্নেহাশিস চক্রবর্তী। আজ স্টার জলসায় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'তিতলি'। সুশান্ত দাসের প্রযোজনা ও ভাবনায় এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগতা মধুপ্রিয়া চৌধুরী। আরও অভিনয় করেছেন আরিয়ন ভৌমিক প্রমুখ