logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ ১০ আশ্বিন ১৪২৭

  বিনোদন রিপোর্ট   ১১ আগস্ট ২০২০, ০০:০০  

বাবা হারালেন কণ্ঠশিল্পী ন্যানসি

বাবা হারালেন কণ্ঠশিল্পী ন্যানসি
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাবা নাঈমুল হক মারা গেছেন। নগরীর খিলক্ষেতে নিজ বাসায় আজ (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান ন্যানসি।

ন্যানসি স্বামী-সন্তানসহ ময়মনসিংহ ছিলেন। খবর পেয়ে তারা ঢাকায় রওনা হয়েছেন।

ন্যানসি বলেন, 'রাত থেকেই নাকি আব্বার শরীর খারাপ ছিল। বুকে ব্যথা ও কাশি ছিল। তবে আমরা গতকালকেও কিছু জানতাম না। সকালে বাবার মৃতু্যর খবরটা শুনলাম। শোনামাত্র ঢাকায় রওনা হয়েছি। ছোটভাই আমার সঙ্গে আছে। আর বড়জন ঢাকাতেই আছেন।' নাঈমুল হক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-অর্থনিয়ন্ত্রক ছিলেন। চার বছর আগে অবসরে গিয়েছিলেন। এরপর থেকে ঢাকার বাসাতেই থাকতেন। ন্যানসি জানান, নেত্রকোনায় ন্যানসির মায়ের কবরের পাশে বাবাকে সমাহিত করার ইচ্ছা তাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে