রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
হিসাববিজ্ঞান প্রথমপত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

শাদমান শাহিদ, প্রভাষক, আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া য়
  ০৯ এপ্রিল ২০২০, ০০:০০
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

১০১। ডেবিট নোট ব্যবহৃত হয়-

ক. ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে

খ. ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য

গ. নগদে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে

ঘ. নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য

সঠিক উত্তর : ক. ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে

১০২। ডেবিট নোটে কী লেখা হয়?

ক. ক্রয় ফেরতের বিবরণ

খ. বিক্রয় ফেরতের বিবরণ

গ. বিক্রয়ের বিবরণ

ঘ. ক্রয়ের বিবরণ

সঠিক উত্তর : ক. ক্রয় ফেরতের বিবরণ

১০৩। ক্রেডিট নোট বা পাওনা চিঠি তৈরি করেন কে?

ক. বিক্রেতা

খ. ক্রেতা

গ. পরিবেশক

ঘ. এজেন্ট

সঠিক উত্তর : ক. বিক্রেতা

১০৪। ক্রেডিট নোটে কী লেখা হয়?

ক. ক্রয় ফেরতের বিবরণ

খ. বিক্রয় ফেরতের বিবরণ

গ. বিক্রয়ের বিবরণ

ঘ. ক্রয়ের বিবরণ

সঠিক উত্তর : খ. বিক্রয় ফেরতের বিবরণ

১০৫। কে চালান প্রস্তুত করেন?

ক. বিক্রেতা

খ. মালিক

গ. পাওনাদার

ঘ. ক্রেতা

সঠিক উত্তর : ক. বিক্রেতা

১০৬। ডেবিট ভাউচার কিসের জন্য প্রস্তুত করা হয়?

ক. ক্রয় ও ব্যয়ের জন্য

খ. বিক্রয় ও আয়ের জন্য

গ. উত্তোলনের জন্য

ঘ. দায়ের জন্য

সঠিক উত্তর : ক. ক্রয় ও ব্যয়ের জন্য

১০৭। ক্রেডিট ভাউচার কিসের জন্য প্রস্তুত করা হয়?

ক. ক্রয় ও ব্যয়ের জন্য

খ. বিক্রয় ও আয়ের জন্য

গ. উত্তোলনের জন্য

ঘ. দায়ের জন্য

সঠিক উত্তর : খ. বিক্রয় ও আয়ের জন্য

১০৮। লেনদেনের পক্ষ দুটি কারা?

ক. পাওনাদার ও দেনাদার

খ. দাতা ও গ্রহীতা

গ. ক্রেতা ও বিক্রেতা

ঘ. মূল্য গ্রহণকারী ও প্রদানকারী

সঠিক উত্তর : ঘ. মূল্য গ্রহণকারী ও প্রদানকারী

১০৯। হিসাব সমীকরণের ঙঊ উপাদানটি কখন হ্রাস পায়?

ক. সম্পত্তি বৃদ্ধি পেলে

খ. ব্যয় বা ক্ষতি হলে

গ. দায় হ্রাস পেলে

ঘ. আয় বৃদ্ধি পেলে

সঠিক উত্তর : খ. ব্যয় বা ক্ষতি হলে

১১০। সম্পত্তির ওপর মালিকের দাবিকে কী বলে?

ক. মূলধন

খ. মালিকানাস্বত্ব

গ. পাওনাদার

ঘ. মুনাফা

সঠিক উত্তর : খ. মালিকানাস্বত্ব

১১১। কখন মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়?

ক. ব্যয় বৃদ্ধি পেলে

খ. ক্ষতি হলে

গ. আয় বৃদ্ধি পেলে

ঘ. দায় বৃদ্ধি পেলে

সঠিক উত্তর : গ. আয় বৃদ্ধি পেলে

১১২। পাওনাদারকে পরিশোধ করা হলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?

ক. সম্পদ হ্রাস, স্বত্বাধিকার হ্রাস

খ. সম্পদ বৃদ্ধি, স্বত্বাধিকার বৃদ্ধি

গ. সম্পদ হ্রাস, দায় হ্রাস

ঘ. সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি

সঠিক উত্তর : গ. সম্পদ হ্রাস, দায় হ্রাস

১১৩। সম্পত্তিবাচক হিসাবের উদাহরণ কোনটি?

ক. ভাড়া

খ. কমিশন

গ. যন্ত্রপাতি

ঘ. পাওনাদার

সঠিক উত্তর : গ. যন্ত্রপাতি

১১৪। হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত ভাগ করা হয়-

ক. ২ শ্রেণিতে

খ. ৩ শ্রেণিতে

গ. ৪ শ্রেণিতে

ঘ. ৫ শ্রেণিতে

সঠিক উত্তর : ঘ. ৫ শ্রেণিতে

১১৫। আধুনিক পদ্ধতিতে ঋণ কোন হিসাব?

ক. সম্পদ

খ. দায়

গ. ব্যয়

ঘ. আয়

সঠিক উত্তর : খ. দায়

১১৬। প্রচলিত পদ্ধতিতে কৃষি ব্যাংক কোন জাতীয় হিসাব?

ক. দায়

খ. আয়

গ. নামিক

ঘ. ব্যক্তিবাচক

সঠিক উত্তর : ঘ. ব্যক্তিবাচক

১১৭। প্রচলিত পদ্ধতিতে অবচয় কোন জাতীয় হিসাব?

ক. নামিক

খ. সম্পত্তিবাচক

গ. ব্যক্তিবাচক

ঘ. মূলধন

সঠিক উত্তর : ক. নামিক

১১৮। আধুনিক পদ্ধতিতে 'মূলধন' কোন জাতীয় হিসাব?

ক. সম্পদ

খ. দায়

গ. মালিকানাস্বত্ব

ঘ. আয়

সঠিক উত্তর : গ. মালিকানাস্বত্ব

১১৯। প্রচলিত পদ্ধতিতে প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব?

ক. নামিক

খ. সম্পত্তিবাচক

গ. ব্যক্তিবাচক

ঘ. মূলধন

সঠিক উত্তর : গ. ব্যক্তিবাচক

১২০। প্রচলিত পদ্ধতিতে বকেয়া বেতন কোন জাতীয় হিসাব?

ক. নামিক

খ. সম্পত্তিবাচক

গ. ব্যক্তিবাচক

ঘ. মূলধন

সঠিক উত্তর : গ. ব্যক্তিবাচক

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে