বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৭ম শ্রেণির পড়াশোনা

সামছুর রহমান রুমান, শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ২৬ মার্চ ২০২০, ০০:০০
কম্পিউটার

অধ্যায়-৪

২০. বিনা মূল্যের বাংলা ইউনিকোড সফটওয়্যার কোনটি?

ক. অভ্র খ. প্রবর্তনা

গ. লেখনী ঘ. বিজয়

সঠিক উত্তর: ক. অভ্র

২১. অভ্র কত সালে প্রবর্তিত হয়?

ক. ২০০০ সালে খ. ২০০৭ সালে

গ. ২০০৪ সালে ঘ. ২০০৯ সালে

সঠিক উত্তর: খ. ২০০৭ সালে

২২. প্রথম বাংলা টাইপের জন্য কিবোর্ড লে-আউট তৈরি করেন কে?

ক. কবি জসীমউদ্‌দীন

খ. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ্‌

গ. শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী

ঘ. ডক্টর আবদুলস্নাহ আল মুতী

সঠিক উত্তর: গ. শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী

২৩. কোনো ডকুমেন্টকে সাজানোর প্রক্রিয়াকে কী বলা হয়?

ক. এডিটিং খ. ফরমেটিং

গ. প্রিন্টিং ঘ. কম্পোজ

সঠিক উত্তর: খ. ফরমেটিং

২৪. ইংরেজি ট বাটন দ্বারা বিজয় বাংলা কিবোর্ডে কী লেখা যায়?

ক. গ ও ঘ খ. ক ও খ

গ. জ ও ঝ ঘ. চ ও ছ

সঠিক উত্তর: গ. জ ও ঝ

২৫. ইংরেজি ও বাটন দ্বারা বিজয় বাংলা কিবোর্ডে কী লেখা যায়?

ক. গ ও ঘ খ. ক ও খ

গ. জ ও ঝ ঘ. হ ও ঞ

সঠিক উত্তর: ঘ. হ ও ঞ

২৬. কোন যন্ত্র ছাপার জগৎ দখল করেছে?

ক. টাইপরাইটার খ. ফ্যাক্স

গ. কলম ঘ. কম্পিউটার

সঠিক উত্তর: ঘ. কম্পিউটার

২৭. ডকুমেন্টকে কেন একটি নাম দিয়ে সংরক্ষণ করা হয়?

ক. হারানো থেকে রক্ষার জন্য

খ. ডকুমেন্ট ডিলিট করার জন্য

গ. লুকিয়ে রাখার জন্য

ঘ. ডকুমেন্ট সাজানোর জন্য

সঠিক উত্তর: ক. হারানো থেকে রক্ষার জন্য

২৮. কোনটি ডকুমেন্ট সম্পাদনার কাজ?

ক. ফরমেটিং খ. প্রিন্ট নেয়া

গ. অ্যালাইনমেন্ট ঘ. পেস্ট

সঠিক উত্তর: ঘ. পেস্ট

২৯. অক্ষর ছোট বা বড় করা কোনটির কাজ?

ক. প্রিন্ট খ. ফরমেটিং

গ. সম্পাদনা ঘ. ব্যবস্থাপনা

সঠিক উত্তর: খ. ফরমেটিং

৩০. তরুণসমাজের কাছে অভ্রের জনপ্রিয়তার কারণ কী?

ক. ফোনেটিক বাংলা টাইপিং

খ. বিনা মূল্যের সফটওয়্যার

গ. সহজে পাওয়া যায়

ঘ. ব্যবহার সহজ

সঠিক উত্তর: ক. ফোনেটিক বাংলা টাইপিং

৩১. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দ্বারা কম্পিউটারের কোন কাজটি করা হয়?

ক. ছবি আঁকা খ. সারণি তৈরি করা

গ. ওয়ার্ড টাইপ করা ঘ. পেজ কপি করা

সঠিক উত্তর: গ. ওয়ার্ড টাইপ করা

৩২. ওয়ার্ড প্রসেসরে বিজয় কিবোর্ড চালু করতে হলে কী করতে হয়?

ক. অষঃ ও ই বাটন একসঙ্গে চাপতে হয়

খ. ঈঃৎষ ও ই বাটন একসঙ্গে চাপতে হয়

গ. ঝযরভঃ ও ই বাটন একসঙ্গে চাপতে হয়

ঘ. ঈঃৎষ, অষঃ ও ই বাটন একসঙ্গে চাপতে হয়

সঠিক উত্তর: ঘ. ঈঃৎষ, অষঃ ও ই বাটন একসঙ্গে চাপতে হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94116 and publish = 1 order by id desc limit 3' at line 1