রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথমপত্র
মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
অরণ্য

সেই অস্ত্র

আহসান হাবীব

২৭. কবি আহসান হাবীব কী ফিরিয়ে চেয়েছেন?

ক) অস্ত্র

খ) নগর

গ) অরণ্য

ঘ) সুখ

সঠিক উত্তর : গ) অরণ্য

২৮. অমোঘ অনন্য কী?

ক) বই

খ) নগর

গ) অস্ত্র

ঘ) সিলমোহর

সঠিক উত্তর : গ) অস্ত্র

২৯. কী উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত?

ক) সিলমোহর

খ) পাথর

গ) নদী

ঘ) অস্ত্র

সঠিক উত্তর : ঘ) অস্ত্র

৩০. অস্ত্র উত্তোলিত হলে অরণ্যে কী হবে?

ক) জঙ্গলময়

খ) সাফ

গ) সবুজ

ঘ) বিলুপ্ত

সঠিক উত্তর : গ) সবুজ

৩১. নদী আরও কলেস্নালিত হবে কখন?

ক) ঝড় হলে

খ) অস্ত্র উত্তোলিত হলে

গ) বন্যা হলে

ঘ) বাঁধ ভেঙে গেলে

সঠিক উত্তর : খ) অস্ত্র উত্তোলিত হলে

৩২. অস্ত্র উত্তোলিত হলে কারা নীড়ে ঘুমোবে?

ক) পশুরা

খ) মানুষ

গ) পাখিরা

ঘ) আগন্তুকরা

সঠিক উত্তর : গ) পাখিরা

৩৩. অস্ত্র উত্তোলিত হলে কোথায় আগুন জ্বলবে না?

ক) ঘরবাড়িতে

খ) ফসলের মাঠে

গ) মনের ঘরে

ঘ) গুদাম ঘরে

সঠিক উত্তর : খ) ফসলের মাঠে

৩৪. অস্ত্র উত্তোলিত হলে কী খাঁ খাঁ করবে না?

ক) মাঠ

খ) ফসল

গ) নদী

ঘ) গৃহস্থালি

সঠিক উত্তর : ঘ) গৃহস্থালি

৩৫. কোথা থেকে আগুন ঝরবে নামানব বসতির বুকে অস্ত্র ব্যাপ্ত হলে?

ক) উনুন

খ) মশাল

গ) আকাশ

ঘ) বারুদ

সঠিক উত্তর : গ) আকাশ

৩৬. সেই অস্ত্র ব্যবহার হলে বার বার কোন নগরী বিধ্বস্ত হবে না?

ক) ট্রয়

খ) ঢাকা

গ) ইলোরা

ঘ) জাহাঙ্গীরনগর

সঠিক উত্তর : ক) ট্রয়

৩৭. কে সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী?

ক) কবি

খ) নূরুল

গ) আকাশ

ঘ) পূর্বপুরুষ

সঠিক উত্তর : ক) কবি

৩৮. সেই অমোঘ অস্ত্রকে কবি কী বলেছেন?

ক) বন্দুক

খ) মিশাইল

গ) ভালোবাসা

ঘ) অহংকার

সঠিক উত্তর : গ) ভালোবাসা

৩৯. কবি কী পৃথিবীতে ব্যপ্ত করেছেন?

ক) হিংসা

খ) বিদ্বেষ

গ) জাত্যাভিমান

ঘ) ভালোবাসা

সঠিক উত্তর : ঘ) ভালোবাসা

৪০. 'অমোঘ' শব্দের অর্থ কী?

ক) সার্থক

খ) ইচ্ছা

গ) বাসনা

ঘ) প্রত্যাশিত

সঠিক উত্তর : ক) সার্থক

রক্তে আমার অনাদি অস্থি

দিলওয়ার

১. 'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় কয়টি নদীর কথা উলেস্নখ করা হয়েছে?

ক. তিনটি

খ. চারটি

গ. পাঁচটি

ঘ. ছয়টি

সঠিক উত্তর : ঘ. ছয়টি

২. কবির স্বপ্নকে বঙ্গোপসাগরের কাছে আমানত রাখার কারণ-

র. আপন ক্রোধকে শক্তিমান করা

রর. স্বদেশের নদ-নদীকে প্রবাহমান রাখা

ররর. গণমানবের ক্রোধকে জনগোষ্ঠীর সম্পদে পরিণত করা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।

এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।

৩. উদ্দীপকে 'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় কোন ভাবের প্রতিফলন ঘটেছে?

ক. নদীর প্রবাহমান

খ. সমুদ্রের ভয়াল জলরাশির শক্তি

গ. কবির অমিত মনোবল

ঘ. গণমানবের শক্তি

সঠিক উত্তর : ঘ. গণমানবের শক্তি

৪. উক্ত দিকটি কোন চরণে প্রকাশ পেয়েছে?

ক. ভয়াল ঘূর্ণি সে আসার ক্রোধ

খ. এই ক্রোধের জ্বলে আমার স্বজন/ কাটার মরণ বেলা

গ. মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে/ কাটার মারণ বেলা

ঘ. রক্তে আমার অনাদি অস্থি

সঠিক উত্তর : ক. ভয়াল ঘূর্ণি সে আসার ক্রোধ

৫. কবি কার কাছ থেকে যৌবন কামনা করেছেন?

ক. যমুনা খ. মেঘনা

গ. পদ্মা ঘ. কর্ণফুলী

সঠিক উত্তর : গ. পদ্মা

৬. 'গণমানব' কারা?

ক. জনসাধারণ

খ. নেতা

গ. প্রান্তিক জনগণ

ঘ. দেবতা

সঠিক উত্তর : গ. প্রান্তিক জনগণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে