এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
বাংলা প্রথমপত্র
প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
সেই অস্ত্র
আহসান হাবীব
১০. সাহিত্যক্ষেত্রে আহসান হাবীবের খ্যাতির পেছনে কোনটি প্রযোজ্য নয়?
ক. উপন্যাস
খ. কাব্যগ্রন্থ
গ. প্রবন্ধ
ঘ. ছড়া
সঠিক উত্তর : গ. প্রবন্ধ
১১. ভালোবাসা আধিপত্যের লোভকে কী করে বলে কবিতায় উলেস্নখ আছে?
ক. দিন
খ. সকাল
গ. রাত
ঘ. নিশি
সঠিক উত্তর : ঘ. নিশি
১২. 'অমোঘ' শব্দটির অর্থ কী?
ক. অপরিবর্তনীয়
খ. পরিবর্তনযোগ্য
গ. অভিন্ন
ঘ. ভিন্ন
সঠিক উত্তর : ক. অপরিবর্তনীয়
১৩. 'আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও'-চরণটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে?
ক. একবার
খ. দুবার
গ. তিনবার
ঘ. চারবার
সঠিক উত্তর : ক. একবার
১৪. 'সেই অস্ত্র' কবিতাটি আহসান হাবীবের কোন গ্রন্থ থেকে নেয়া?
ক) রাত্রিশেষে
খ) ছায়া হরিণ
গ) বিদীর্ণ দর্পণে মুখ
ঘ) মেঘ বলে চৈত্রে যাবো
সঠিক উত্তর : গ) বিদীর্ণ দর্পণে মুখ
১৫. 'সেই অস্ত্র' কবিতায় 'অমোঘ অস্ত্র' বলতে কী বোঝানো হয়েছে?
ক) মোহাবিষ্ট অস্ত্র
খ) অব্যর্থ অস্ত্র
গ) অনন্য অস্ত্র
ঘ) খেলনা অস্ত্র
সঠিক উত্তর : গ) অনন্য অস্ত্র
উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও
কোথায় স্বর্গ, কোথায় নরক কে বলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই ঘরে ঘরে।
১৬. উদ্দীপকের সাথে 'সেই অস্ত্র' কবিতার মিল রয়েছে-
র. আত্মপ্রশংসার
রর. আত্মত্যাগের
ররর. পারস্পরিক সৌহার্দের
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর
১৭. উপর্যুক্ত মিলের যথার্থতা পরিলক্ষিত হয় নিচের কোন চরণে?
ক) ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব
খ) অর্থবিত্ত দিয়ে সব জয় করা যায়
গ) পারস্পরিক সৌহার্দপূর্ণ অবস্থানে সুখ আসে
ঘ) ভালোবাসার চেয়ে বড় অস্ত্র হতে পারে না
সঠিক উত্তর : গ) পারস্পরিক সৌহার্দপূর্ণ অবস্থানে সুখ আসে
১৮. কত সালে কবি আহসান হাবীব 'দৈনিক বাংলা' পত্রিকায় যোগ দেন?
ক) ১৯৬১
খ) ১৯৬২
গ) ১৯৬৩
ঘ) ১৯৬৪
সঠিক উত্তর : ঘ) ১৯৬৪
১৯. 'দৈনিক বাংলা' পত্রিকার তৎকলীন নাম কী?
ক) দৈনিক জিন্দাবাদ
খ) দৈনিক ইনকিলাব
গ) দৈনিক পাকিস্তান
ঘ) দৈনিক ইনসাফ
সঠিক উত্তর : গ) দৈনিক পাকিস্তান
২০. কবি আহসান হাবীব কত খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান?
ক) ১৯৬০
খ) ১৯৬১
গ) ১৯৬২
ঘ) ১৯৬৩
সঠিক উত্তর : খ) ১৯৬১
২১. কবি আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে একুশে পদকে ভূষিত হন?
ক) ১৯৭৫
খ) ১৯৭৬
গ) ১৯৭৭
ঘ) ১৯৭৮
সঠিক উত্তর : ঘ) ১৯৭৮
২২. আহসান হাবীব ছিলেন কী ধরনের শিল্পী?
ক) প্রকৃতিপ্রেমী
খ) মানবদরদি
গ) স্বদেশপ্রেমী
ঘ) উচ্চদৃষ্টিভঙ্গি সম্পন্ন
সঠিক উত্তর : খ) মানবদরদি
২৩. নিচের কোন কবির দেশ বা জনতার প্রতি গভীর সংবেদনশীলতা ছিল?
ক) আহসান হাবীব
খ) আবু জাফর ওবায়দুলস্নাহ
গ) সৈয়দ শামসুল হক
ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর : ক) আহসান হাবীব
২৪. কবি আহসান হাবীবের কাব্যগ্রন্থ নিচের কোনটি?
ক) সিদ্ধ ধানের ওম
খ) বিরুদ্ধ প্রচ্ছদের পেখম
গ) হারানো প্রেমিকার মুখ
ঘ) রাত্রিশেষ
সঠিক উত্তর : ঘ) রাত্রিশেষ
২৫. কবি আহসান হাবীবের কাব্যগ্রন্থ নয় কোনটি?
ক) দ্বৈরথ ও কয়েকটি বলস্নম
খ) ছায়াহরিণ
গ) সারাদুপুর
ঘ) মেঘ বলে চৈত্রে যাবো
সঠিক উত্তর : ক) দ্বৈরথ ও কয়েকটি বলস্নম
২৬. কবি আহসান হাবীব কত খ্রিস্টাব্দে মৃতু্যবরণ করেন?
ক) ৯ জুলাই ১৯৮৩
খ) ১০ জুলাই ১৯৮৫
গ) ১০ মার্চ ১৯৮২
ঘ) ৯ মার্চ ১৯৮৫
সঠিক উত্তর : খ) ১০ জুলাই ১৯৮৫
২৭. কবি আহসান হাবীব কী ফিরিয়ে চেয়েছেন?
ক) অস্ত্র
খ) নগর
গ) অরণ্য
ঘ) সুখ
সঠিক উত্তর : গ) অরণ্য
২৮. অমোঘ অনন্য কী?
ক) বই
খ) নগর
গ) অস্ত্র
ঘ) সিলমোহর
সঠিক উত্তর : গ) অস্ত্র