logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ ৯ আশ্বিন ১৪২৭

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর   ২১ নভেম্বর ২০১৯, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

গণিত

গণিত
১ ডজন = কতটি?
১। এক রিমে ৫০০ তা কাগজ আছে। ৩০০টি রিমে কত তা কাগজ থাকবে?

উত্তর : ১৫০০০০ তা কাগজ

২। ১টি বইয়ের দাম ৪০ টাকা হলে, ৫টি বইয়ের দাম কী করে বের করতে হবে?

উত্তর : গুণ করে

৩। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?

উত্তর : গুণক

৪। গুণ্য নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : গুণফল গু গুণক

৫। গুণক নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : গুণফল গু গুণ্য

৬। গুণফল নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : গুণফল = গুণ্য ক্ম গুণক

৭। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : ভাজ্য = (ভাজক ক্ম ভাগফল) + ভাগশেষ

৮। ভাজ্য কাকে বলে?

উত্তর : যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজ্য বলে।

৯। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাকে কী বলে?

উত্তর : ভাজক

১০। ২০০ গু ২০ = ১০, এখানে ভাজক কোনটি?

উত্তর : ২০

১১। ৩৬০০ গু ৬০ = ৬০, এখানে ভাজ্য কত?

উত্তর : ৩৬০০

১২। কোনো ভাগ অঙ্কে ভাজক ৫, ভাগফল ৯, ভাগশেষ ৪ হলে, ভাজ্য কত?

উত্তর : ৪৯

১৩। ১ ডজন = কতটি?

উত্তর : ১২টি

১৪। ১ হালি = কতটি?

উত্তর : ৪টি

১৫। এক ডজন কলমের দাম ৬০ টাকা হলে, এক জোড়া কলমের দাম কত?

উত্তর : ১০ টাকা

১৬। ডজন কলা ২১ জন লোকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে?

উত্তর : ৫টি

১৭। প্রতিজনকে ১৪০ টাকা করে দিলে ১০৫০০ টাকা কতজনকে দেয়া যাবে?

উত্তর : ৭৫ জনকে

১৮। প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে কী বলে?

উত্তর : ঐকিক নিয়ম

১৯। ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে সে রাশিটি অঙ্ক সাজানোর সময় প্রথম লাইনের কোন দিকে রাখতে হবে?

উত্তর : ডানদিকে

২০। এক ব্যক্তির ১ দিনের আয় ১২৫ টাকা হলে, তার সাপ্তাহিক আয় কত?

উত্তর : ৮৭৫ টাকা

২১। ঐকিক নিয়মে প্রথমে কয়টি জিনিসের দাম বের করতে হয়?

উত্তর : ১টি

২২। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী?

উত্তর : ৪টি। যথা : যোগ, বিয়োগ, গুণ ও ভাগ

২৩। সম্পর্ক প্রতীক কয়টি?

উত্তর : ৮টি

২৪। অজানা সংখ্যা ক থেকে ১৮ বিয়োগ করলে ১২ হয়। এর সঠিক প্রকাশ কী হবে?

উত্তর : ক - ১৮ = ১২

২৫। ৩ ক্ম ক + ২ = ১৪ হলে ক এর মান কত?

উত্তর : ৪

২৬। তিনটি আম গাছের প্রত্যেকটি থেকে ৮টি করে আম পেড়ে ৪ বন্ধু সমানভাবে ভাগ করে নিল। প্রত্যেকে কয়টি করে আম পাবে - তা বের করার জন্য সমাধান প্রক্রিয়া কী হবে?

উত্তর : (৩ ক্ম ৮) গু ৪

২৭। গ.সা.গু. এর পূর্ণরূপ লিখ।

উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক

২৮। ল.সা.গু. এর পূর্ণরূপ লিখ।

উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক

২৯। গুণনীয়কের অপর নাম কী?

উত্তর : উৎপাদক

৩০। ভাগ প্রক্রিয়ায় একটি প্রয়োগে কয়টি সংখ্যার গ.সা.গু. নির্ণয় করা যায়?

উত্তর : ২টি

৩১। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২, ১৮, ২৪ কে নিঃশেষে ভাগ করা যায়?

উত্তর : ৬

৩২। ২৪ এর গুণিতক কতটি?

উত্তর : অসংখ্য

৩৩। ১৫ এর মৌলিক উৎপাদক কয়টি?

উত্তর : ২টি

৩৪। কোনো ভগ্নাংশের হর ও লবের ১ ব্যতীত অন্য কোন সাধারণ উৎপাদক না থাকলে তাকে কী বলে?

উত্তর : ভগ্নাংশের লঘিষ্ঠ আকার

৩৫। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?

উত্তর : যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট সেগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলে।

৩৬। প্রকৃত ভগ্নাংশের মান কত থেকে ছোট?

উত্তর : ১ থেকে

৩৭। ০.১ ক্ম ০.০১ ক্ম ০.০০১ = কত?

উত্তর : ০.০০০০০১

৩৮। ৬.১২৩ ক্ম ১০ = কত?

উত্তর : ৬১.২৩

৩৯। ০.২ ক্ম ২.২ ক্ম ২.২২ = কত?

উত্তর : ০.৯৭৬৮

৪০। ৫৫.৩৬ গু ১০ = কত?

উত্তর : ৫.৫৩৬

৪১। ৬.৪৩ ক্ম ১০ = কত?

উত্তর : ৬৪.৩

৪২। গড় নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : গড় = রাশিগুলোর যোগফল গু রাশিগুলোর সংখ্যা

৪৩। গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা কীরূপ হতে হয়?

উত্তর : রাশিগুলো একই জাতীয় বা সমজাতীয় হতে হয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে