বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (ইসলাম ও নৈতিক শিক্ষা)

ইবাদত কাকে বলে?
মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
  ২০ নভেম্বর ২০১৯, ০০:০০

প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো।

প্রশ্ন-১। ঈমান বলতে কী বোঝায়?

উত্তর : মহান আলস্নাহ এক। তার কোনো শরিক নেই। মহানবী (সা.) আলস্নাহর রসুল। এসব মনেপ্রাণে বিশ্বাস করাকে ঈমান বলে।

প্রশ্ন-২। নবী-রসুলদের জীবনের অন্যতম লক্ষ্য কী ছিল?

উত্তর : মানুষের জীবন মঙ্গলময় করা ও মানুষের কল্যাণ সাধন করা ছিল নবী-রসুলদের জীবনের অন্যতম লক্ষ্য।

প্রশ্ন-৩। ইবাদত কাকে বলে?

উত্তর : ইবাদত আরবি শব্দ। এর অর্থ হলো আনুগত্য, দাসত্ব, বন্দেগি ইত্যাদি। আর ইসলামী পরিভাষায় দৈনন্দিন জীবনের সব কাজকর্মে আলস্নাহতায়ালার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয়।

প্রশ্ন-৪। জাকাত কাকে বলে?

উত্তর : জাকাত শব্দের অর্থ পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং বৃদ্ধি। মুসলমানের নিসাব পরিমাণ ধনসম্পদের একটি নির্দিষ্ট অংশ বছরপূর্তিতে আলস্নাহতায়ালার নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে জাকাত বলে।

প্রশ্ন-৫। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী কে ছিলেন?

উত্তর : মহানবী হজরত মুহাম্মাদ (সা.) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ছিলেন।

প্রশ্ন ৬। ভালো কাজে সহযোগিতা ও মন্দকাজে বাধা প্রদান সম্পর্কে আলস্নাহর বাণী উলেস্নখ কর।

উত্তর : ভালো কাজে সহযোগিতা ও মন্দকাজে বাধা প্রদান সম্পর্কে মহান আলস্নাহতায়ালা বলেছেন, তোমরা ভালো ও সৎকাজে একে অন্যকে সহযোগিতা কর। আর মন্দ ও পাপ কাজে একে অপরের অসহযোগিতা কর।

প্রশ্ন-৭। জাকাতের মাসারিফ বা ব্যয়ের খাত কয়টি?

উত্তর : জাকাতের মাসারিফ হলো আটটি।

প্রশ্ন-৮। 'সালাত জান্নাতের চাবি।' উক্তিটি কে করেছেন?

উত্তর : 'সালাত জান্নাতের চাবি' উক্তিটি করেছেন মহানবী (সা.)।

প্রশ্ন-৯। হজের প্রথম কাজ কী?

উত্তর : হজের প্রথম কাজ ইহরাম বাঁধা।

প্রশ্ন ১০। সৃষ্টির সেবা কাকে বলে?

উত্তর : আলস্নাহর সকল সৃষ্টির প্রতি দয়া দেখানো ও সহানুভূতি প্রদর্শন করাকে সৃষ্টির সেবা বলে।

প্রশ্ন ১১। সততা কী?

উত্তর : সততা মানে সত্যবাদিতা। নিজের স্বার্থ বড় করে না যে এবং অপরের স্বার্থ ক্ষুণ্ন হোক তা না চাওয়ার নামই সততা।

প্রশ্ন-১২। 'তোমরা আলস্নাহর গুণে গুণান্বিত হও।' উক্তিটি কে করেছেন?

উত্তর : 'তোমরা আলস্নাহর গুণে গুণান্বিত হও' উক্তিটি করেছেন আলস্নাহ।

প্রশ্ন ১৩। মদিনার সনদ কী?

উত্তর : মদিনা সনদ হলো পৃথিবীর সর্বপ্রথম লিখিত

সংবিধান। যা রাসুল (সা.) মদিনায় হিজরত করে

প্রণয়ন করেছিলেন।

প্রশ্ন ১৪। ক্ষমাশীল ব্যক্তিকে কে ভালোবাসে?

উত্তর : ক্ষমাশীল ব্যক্তিকে সবাই ভালোবাসে।

প্রশ্ন ১৫। কোনটি মানুষকে মুক্তি দেয়?

উত্তর : সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ মানুষকে মুক্তি দেয়।

প্রশ্ন ১৬। কোনটি মানুষকে ধ্বংস করে?

উত্তর : অসত্য ও মিথ্যা মানুষকে ধ্বংস করে।

প্রশ্ন ১৭। মহানবী (স.)-এর আদর্শকে গ্রহণ করতে হবে আমাদের কী করতে হবে?

উত্তর : মহানবী (স.)-এর আদর্শকে গ্রহণ করতে হলে আমাদের আলস্নাহতায়ালার হুকুম ও রসুল (স.)-এর দেখানো পথ অনুসর করতে হবে।

প্রশ্ন-১৮। ওয়াজিব মানে কী?

উত্তর : ওয়াজিব মানে অবশ্যকরণীয়।

প্রশ্ন ১৯। ফিজার যুদ্ধকে 'হারবুল ফিজার বা অন্যায় সমর' বলা হয় কেন?

উত্তর : কায়াসগোত্র অন্যায়ভাবে এ যুদ্ধ কুরাইশদের ওপর চাপিয়ে দিয়েছিল বলে ফিজার যুদ্ধকে 'হারবুল ফিজার বা অন্যায় সমর' বলা হয়।

প্রশ্ন ২০। কে পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী ছিলেন?

উত্তর : হজরত আদম (আ.) পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী।

প্রশ্ন ২১। কোনো অন্যায় কাজ হতে দেখলে আমাদের কী করা উচিত?

উত্তর : কোনো অন্যায় কাজ হতে দেখলে আমাদের প্রতিবাদ করা উচিত।

প্রশ্ন-২২। আলস্নাহ আমাদের কেন সৃষ্টি করেছেন?

উত্তর : আলস্নাহতায়ালা আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, 'জিন ও মানব জাতিকে আমি (আলস্নাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।'

প্রশ্ন-২৩। সকল গুণের আধার কে?

উত্তর : আলস্নাহতায়ালা সকল গুণের আধার। সকল গুণ তার নিকট পূর্ণমাত্রায় বিদ্যমান।

প্রশ্ন ২৪। হিজরত মানে কী?

উত্তর : হিজরত মানে দেশত্যাগ করা।

প্রশ্ন ২৫। সৃষ্টির সেবা সম্পর্কে মহানবী (স.) কী বলেছেন?

উত্তর : সৃষ্টির সেবা সম্পর্কে মহানবী (স.) বলেছেন, পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি দয়া দেখাও। আলস্নাহ তোমাদের প্রতি দয়া করবেন।

প্রশ্ন ২৬। আমাদের জীবনে কার অবদান সবচেয়ে বেশি?

উত্তর : আমাদের জীবনে পিতামাতার অবদান সবচেয়ে বেশি।

প্রশ্ন ২৭। মহানবী (স.) শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে

কী বলেছেন?

উত্তর : মহানবী (স.) শ্রমিকদের পারিশ্রমিক সম্পর্কে বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।

প্রশ্ন ২৮। আলস্নাহতায়ালা কাকে পছন্দ করেন না?

উত্তর : আলস্নাহতায়ালা কোন অহংকারীকে পছন্দ করেন না।

প্রশ্ন ২৯। হুব্বুল ওয়াতানি মিনাল ইমান-অর্থ কী?

উত্তর : অর্থ স্বদেশপ্রেম ইমানের অঙ্গ।

প্রশ্ন-৩০। মসজিদ কী?

উত্তর : মসজিদ শব্দের অর্থ সিজদার জায়গা। যে স্থানে মুসলমানরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে

আদায় করে সে স্থানটিকে মসজিদ বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<76232 and publish = 1 order by id desc limit 3' at line 1