logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০ ৯ আশ্বিন ১৪২৭

  মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়   ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০  

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (গণিত)

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (গণিত)
একটি বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থের ৮ গুণ। প্রস্থ ৯ ইঞ্চি হলে বেঞ্চের দৈর্ঘ্য কত গজ?
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

কামাল সাহেব একটি আর্থিক ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫০,০০০ টাকা ঋণ নিলেন। প্রতিবছর শেষে তিনি ১২০০০ টাকা পরিশোধ করেন।

ওপরের তথ্যের আলোকে নিচের ২২ ও ২৩ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

২২। ৫০,০০০ টাকার ৮% = কত?

ক. ৫০০০ টাকা

খ. ৪০০০ টাকা

গ. ৩০০০ টাকা

ঘ. ২০০০ টাকা

সঠিক উত্তর : খ. ৪০০০ টাকা

২৩। প্রথম কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে?

ক. ৩০০০০ টাকা

খ. ৩২০০০ টাকা

গ. ৪২০০০ টাকা

ঘ. ৩৪১২০ টাকা।

সঠিক উত্তর : গ. ৪২০০০ টাকা

২৪। নিচের কোনটি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করার সূত্র?

ক. চহৎ

খ. চ(১ + ৎ)হ ু চ

গ. চ - চ(১ + ৎ)হ

ঘ. (১ + ৎ)হ

সঠিক উত্তর : খ. চ(১ + ৎ)হ ু চ

২৫। কোন শতাব্দীতে পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতির প্রবর্তন হয়?

ক. ষষ্ঠদশ

খ. সপ্তদশ

গ. অষ্টাদশ

ঘ. ঊনবিংশ

সঠিক উত্তর : গ. অষ্টাদশ

২৬। ল্যাটিন ভাষায় মি.লি. অর্থ কী?

ক. দশমাংশ

খ. শতাংশ

গ. সহস্রাংশ

ঘ. অযুতাংশ

সঠিক উত্তর : গ. সহস্রাংশ

২৭। ১ কুইন্টাল = কত কিলোগ্রাম?

ক. ১০ কি.গ্রা.

খ. ১০০ কি.গ্রা.

গ. ১০০০ কি.গ্রা.

ঘ. ১০০০০ কি.গ্রা.

সঠিক উত্তর : খ. ১০০ কি.গ্রা.

২৮। একটি পেন্সিল ১০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলে সেটির বিক্রয় মূল্য কত হবে?

ক. ১১ টাকা

খ. ১২ টাকা

গ. ১৫ টাকা

ঘ. ২০ টাকা

সঠিক উত্তর : ক. ১১ টাকা

২৯। ১ ঘনমিটার = কত লিটার?

ক. ১০০০ লিটার

খ. ১০০ লিটার

গ. ১০ লিটার

ঘ. ১ লিটার

সঠিক উত্তর : ক. ১০০০ লিটার

৩০। একটি ঘনবস্তুর দৈর্ঘ্য ১ মিটার, প্রস্থ ১ মিটার ও উচ্চতা ১ মিটার হলে আয়তন কত?

ক. ১ মিটার

খ. ১ বর্গমিটার

গ. ১ ঘনমিটার

ঘ. ৩ ঘনমিটার

সঠিক উত্তর : গ. ১ ঘনমিটার

৩১। একটি গাড়ির চাকার পরিধি ৫.২৫ সে.মি.। ৪২ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

ক. ৮০

খ. ৮০০

গ. ৮০০০

ঘ. ৮০০০০

সঠিক উত্তর : খ. ৮০০

৩২। তোমার স্কুলের প্রতিটি বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থের ৮ গুণ। প্রস্থ ৯ ইঞ্চি হলে বেঞ্চের দৈর্ঘ্য কত গজ?

ক. ৪ গজ

খ. ৩ গজ

গ. ২ গজ

ঘ. ১ গজ

সঠিক উত্তর : গ. ২ গজ

নিচের তথ্যের আলোকে ৩৩ ও ৩৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

একটি জলাধারে ৪০০০ লিটার পানি ধরে। জলাধারটির দৈর্ঘ্য ১.২৫ মিটার এবং প্রস্থ ১.০০ মিটার।

৩৩। জলাধারটির আয়তন কত ঘনমিটার?

ক. ৪ ঘনমিটার

খ. ৫ মিটার

গ. ৪ বর্গমিটার

ঘ. ৫ ঘনমিটার

সঠিক উত্তর : ক. ৪ ঘনমিটার

৩৪। জলাধারটির গভীরতা কত মিটার?

ক. ২.৩০ মিটার

খ. ৩.০০ মিটার

গ. ৩.২০ মিটার

ঘ. ৪.০০ মিটার

সঠিক উত্তর : গ. ৩.২০ মিটার

৩৫। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি ২৪ মিটার এবং উচ্চতা ১৫ মিটার ৫০ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?

ক. ৩৭২ বর্গমিটার

খ. ১৬৪ বর্গমিটার

গ. ১৮৬ বর্গমিটার

ঘ. ৩৭.৫০ বর্গমিটার

সঠিক উত্তর : গ. ১৮৬ বর্গমিটার

৩৬। একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা ৩৬ মিটার হলে এর ক্ষেত্রফল কত?

ক. ৬ বর্গমিটার

খ. ৯ বর্গমিটার

গ. ১৮ বর্গমিটার

ঘ. ৮১ বর্গমিটার

সঠিক উত্তর : ঘ. ৮১ বর্গমিটার

৩৭। একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা ১০০ মিটার। দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ হলে আয়তকার ক্ষেত্রটির প্রস্থ কত?

ক. ২০ মিটার

খ. ৩০ মিটার

গ. ৫০ মিটার

ঘ. ৬০০ বর্গমিটার।

সঠিক উত্তর : ক. ২০ মিটার

নিচের তথ্যের আলোকে ৩৮ ও ৩৯ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫:২। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ২:১।

৩৮। পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ী বছর ও ু বছর হলে নিচের কোনটি ১০ বছর পর পিতা-পুত্রের বয়সের সমীকরণ প্রকাশ করে।

ক. ২ী - ৫ু = ১০

খ. ২ী + ৫ু = ১০

গ. ী - ২ু = ১০

ঘ. ী + ২ু = ১০

সঠিক উত্তর : গ. ী - ২ু = ১০

৩৯। গবঃযড়ফ ড়ভ ঊষরসরহধঃরড়হ-এর অর্থ কী?

ক. প্রতিস্থাপন পদ্ধতি

খ. অপনয়ন পদ্ধতি

গ. লৈখিক পদ্ধতি

ঘ. আড়গুণন পদ্ধতি

সঠিক উত্তর : খ. অপনয়ন পদ্ধতি

৪০। কোনটি দুই চলকবিশিষ্ট সমীকরণ?

ক. ২ী - ু > ০

খ. ২ী - ু < ০

গ. ২ী - ৩ = ১২

ঘ. ২ী - ু = ০

সঠিক উত্তর : গ. ২ী - ৩ = ১২

৪১। বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত বছর?

ক. ৫০ খ. ৬০

গ. ৭০ ঘ. ৮০

সঠিক উত্তর : গ. ৭০

৪২। দুটি সরলরেখা সমান্তরাল হলে প্রদত্ত সহসমীকরণের সমাধান কী হবে?

ক. ধনাত্মক

খ. ঋণাত্মক

গ. শূন্য

ঘ. সমাধান নেই

সঠিক উত্তর : ঘ. সমাধান নেই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে