শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয়পত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয়পত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয়পত্র

বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা

১. মৌল মানবিক চাহিদা মূলত কয় ধরনের?

ক) দুই ধরনের খ) চার ধরনের

গ) পাঁচ ধরনের ঘ) ছয় ধরনের

উত্তর:ক) দুই ধরনের

২. মৌল মানবিক চাহিদায় কী কী সমন্বয় ঘটেছে?

ক) মৌল ও সামাজিক

খ) মৌল ও মানবিক

গ) মানবিক ও সামাজিক

ঘ) জৈবিক ও সামাজিক

উত্তর:খ) মৌল ও মানবিক

৩. কোনটি মানুষের কর্মস্পৃহা পুনরুজ্জীবিত করে?

ক) চিত্তবিনোদন খ) শিক্ষা

গ) বস্ত্র ঘ) খাদ্য

উত্তর:ক) চিত্তবিনোদন

৪. মানব সমাজের আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান কোনটি?

ক) ধর্মীয় প্রতিষ্ঠান খ) পরিবার

গ) খেলার মাঠ ঘ) শিক্ষাপ্রতিষ্ঠান

উত্তর:খ) পরিবার

৫. সমাজবিজ্ঞানী টোলের মতে মৌলিক মানবিক চাহিদা কত প্রকার?

ক) ৪ প্রকার খ) ৫ প্রকার

গ) ৬ প্রকার ঘ) ৭ প্রকার

উত্তর:গ) ৬ প্রকার

৬. মৌল মানবিক চাহিদা প্রয়োজন-

র) জীবনধারণ ও দৈহিক বিকাশের জন্য

রর)মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য

ররর) সামাজিক মর্যাদা রক্ষার জন্য

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর:ঘ) র, রর ও ররর

৭. খাদ্যের অপূরণজনিত প্রধান সমস্যা কোনটি?

ক) পুষ্টিহীনতা খ) বস্তি সমস্যা

গ) অপরাধপ্রবণতা ঘ) নিরক্ষরতা

উত্তর:ক) পুষ্টিহীনতা

৮. নিচের কোনটি মানবিক চাহিদা?

ক) খাদ্য খ) চিকিৎসা

গ) ঘুম ঘ) শিক্ষা

উত্তর: ঘ) শিক্ষা

৯. 'ঘুম' কোন ধরনের চাহিদা?

র) মৌল মানবিক চাহিদা

রর) মৌলিক চাহিদা

ররর) মানবিক চাহিদা

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) ররর ঘ) র, রর ও ররর

উত্তর: খ) রর

১০. মানুষের মানসিক ও শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য কোনটি প্রয়োজন?

ক) পুষ্টিকর খাদ্য

খ) শরীরচর্চা

গ) অধিক খাদ্য গ্রহণ

ঘ) স্বল্প খাদ্য গস্খহণ

উত্তর:ক) পুষ্টিকর খাদ্য

১১. 'উরপঃরড়হধৎু ড়ভ ঝড়পরধষ ডড়ৎশ' গ্রন্থটির রচয়িতা কে?

ক) রবার্ট এল বার্কার

খ) পি বি হর্টন

গ) ডবিস্নউ এ ফ্রেডল্যান্ডার

ঘ) ডেবিড ড্রেসলার

উত্তর:ক) রবার্ট এল বার্কার

১২. মানব সভ্যতার প্রধান নির্দেশক কোনটি?

ক) চিকিৎসা খ) বস্ত্র

গ) খাদ্য ঘ) বাসস্থান

উত্তর:খ) বস্ত্র

১৩. ঈড়সসড়হ ঐঁসধহ ঘববফং গ্রন্থে মৌল মানবিক চাহিদা হল-

ক) ৪টি খ) ৫টি

গ) ৬টি ঘ) ৭টি

উত্তর: গ) ৬টি

১৪. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে?

ক) ১১ নম্বর অনুচ্ছেদে

খ) ১২ নম্বর অনুচ্ছেদে

গ) ১৫ নম্বর অনুচ্ছেদে

ঘ) ১৭নম্বর অনুচ্ছেদে

উত্তর:গ) ১৫ নম্বর অনুচ্ছেদে

১৫. স্বাস্থ্যহীনতার জন্য মূলত দায়ী-

র) খাদ্যের অভাব

রর) নিরক্ষরতা

ররর) অপরাধপ্রবণতা

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র

১৬. কিসের অভাবে গলগন্ড রোগ হয়?

ক) ভিটামিন এ খ) ভিটামিন বি

গ) ভিটামিন সি ঘ) আয়োডিন

উত্তর:ঘ) আয়োডিন

১৭. কাদের জন্য মৌল মানবিক চাহিদা আবশ্যক?

ক) শিশুদের জন্য

খ) নারীদের জন্য

গ) বয়স্কদের জন্য

ঘ) প্রতিটি মানুষের জন্য

উত্তর:ঘ) প্রতিটি মানুষের জন্য

১৮. আদিম যুগে কোন চাহিদার গুরুত্ব ছিল না?

ক) চিত্তবিনোদন খ) খাদ্য

গ) ঘুম ঘ) যৌন চাহিদা

উত্তর:ক) চিত্তবিনোদন

১৯. ব্যক্তি স্বাধীনতা কোন চাহিদার অন্তর্ভুক্ত?

ক) মৌলিক চাহিদা

খ) অর্থনৈতিক চাহিদা

গ) সাংস্কৃতিক চাহিদা

ঘ)মানবিক চাহিদা

উত্তর:ঘ)মানবিক চাহিদা

২০. মৌল মানবিক চাহিদার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোনটি?

ক) খাদ্য খ) বস্ত্র

গ) শিক্ষা ঘ) চিত্তবিনোদন

উত্তর:ক) খাদ্য

২১. সমাজে নানা সমস্যা ও সংকট দেখা দেয় কেন?

ক) সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামার ফলে

খ) ধর্মীয় অসহিষ্ণুতার ফলে

গ) রাজনৈতিক অস্থিতিশীলতার ফলে

ঘ) মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে

উত্তর:ঘ) মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে

২২. মৌল মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা হল-

র) পুষ্টিহীনতা

রর) নিরক্ষরতা

ররর) প্রাকৃতিক দুর্য়োগ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র ও রর

২৩. সুস্থ বিনোদন শিশুর মনে কি ধরনের প্রভাব ফেলে?

ক) ক্ষতিকর খ) ইতিবাচক

গ) নেতিবাচক ঘ) সৃষ্টিধর্মী

উত্তর:খ) ইতিবাচক

২৪. শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার-

ক) বস্ত্র খ) বাসস্থান

গ) শিক্ষা ঘ) চিত্তবিনোদন

উত্তর: ঘ) চিত্তবিনোদন

২৫. বাংলাদেশের খাদ্য ঘাটতির যৌক্তিক কারণ হলো-

র) জনসংখ্যা বৃদ্ধি

রর) প্রাকৃতিক দুর্যোগ

ররর) ভূমির খন্ড-বিখন্ডতা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, রর ও ররর

২৬. বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ না হওয়ার জন্য কোন কারণটি অধিক যুক্তিযুক্ত?

ক) রাজনৈতিক অস্থিতিশীলতা

খ) সামাজিক অনাচার

গ) দারিদ্র্য

ঘ) সামাজিক স্তরবিন্যাস

উত্তর:গ) দারিদ্র্য

২৭. সামাজিক চাহিদা অন্য কি নামে পরিচিত?

ক) মানবিক চাহিদা

খ) আবেগীয় চাহিদা

গ) সামাজিক চাহিদা

ঘ) আত্মধারণা চাহিদা

উত্তর: ক) মানবিক চাহিদা

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে