এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
কাকতাড়ুয়া ২৩. 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত বাজারে আগুন লাগায় কারা? ক. রাজাকাররা খ. মিলিটারিরা গ. ডাকাতরা ঘ. গ্রামের লোকেরা উত্তর:খ. মিলিটারিরা ২৪. কে বুধাকে সইতে পারেনি? ক. হরিকাকু খ. নোলক বুয়া গ. মিঠু ঘ. বুধার চাচি উত্তর: ঘ. বুধার চাচি ২৫. বুধার মতে কুন্তির বর কেমন হবে? ক. সাদা ধবধবে খ. শ্যামলা বর্ণ গ. কালো কুচকুচে ঘ. লাল টুকটুকে উত্তর: ঘ. লাল টুকটুকে ২৬. বুধাকে মুরব্বির মতো লাগে কার চোখে? ক. বুধার চাচির খ. আহাদ মুন্সির গ. ফুলকলির ঘ. কুন্তির উত্তর:ক. বুধার চাচির ২৭. কলেরার মহামারিতে বুধা একরাতে কতজন আপনজনকে হারায়? ক. ৫জন খ. ৬জন গ. ৭জন ঘ. ৮জন উত্তর:খ. ৬জন ২৮. বুধার চাচাতো ভাইবোন কত জন? ক. আটজন খ. নয়জন গ. সাতজন ঘ. ছয়জন উত্তর:ক. আট জন ২৯. কখন শাহাবুদ্দিন বুধার ছবি আঁকবে? ক. বুধা মারা গেলে খ. দেশ স্বাধীন হলে গ. বুধা সুস্থ হলে ঘ. ছুটি পেলে উত্তর:খ. দেশ স্বাধীন হলে ৩০. বাঙ্কারের মধ্যে বুধা কী পুঁতে রাখে? ক. গ্রেনেড খ. বারুদ গ. মাইন ঘ. ছুরি উত্তর: গ. মাইন ৩১. পাকিস্তানি সেনাদের কাছে বুধা তার নাম কী বলে? ক. বঙ্গবন্ধু খ. বুধা গ. যুদ্ধ ঘ. কাকতাড়ুয়া উত্তর: ঘ. কাকতাড়ুয়া ৩২. বুধার মা কখন ভাপা পিঠা রাখত? ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে গ. শীতকালে ঘ. শরৎকালে উত্তর: গ. শীতকালে ৩৩. শাহাবুদ্দিনের মতে গ্রামে কে একাই লড়াই করছে? ক. আলি খ. মিঠু গ. বুধা ঘ. আহাদ মুন্সি উত্তর: গ. বুধা ৩৪. 'কাকতাড়ুয়া' উপন্যাসে উলিস্নখিত সাহাবুদ্দিন কোথায় পড়ে? ক. ঢাকা কলেজে খ. গ গন্নাথ কলেজে গ. আর্ট কলেজে ঘ. তিতুমীর কলেজে উত্তর: গ. আর্ট কলেজে ৩৫. স্বপ্নের আশ্চর্য দেশে বুধা কাকে পাশে দেখতে পায়? ক. কুন্তিকে খ. মিঠু গ. ফুলকলিকে ঘ. আলিকে উত্তর: গ. ফুলকলিকে ৩৬. বুধার মতে কখন ফুলকলির দুঃখ থাকবে না? ক. নতুন কাজ পেলে খ. রাজাকার কমান্ডার মরে গেলে গ. বুধা বড় হলে ঘ. দেশ স্বাধীন হলে উত্তর:ঘ. দেশ স্বাধীন হলে ৩৭. আলির মতে- কী খেলে বুধার পেট ভরে? ক. রোদ খ. জ্যোৎস্না গ. বাতাস ঘ. বৃষ্টির পানি উত্তর: ক. রোদ ৩৮. বুধার মতে লড়াই না করলে গ্রাম কিসের বাড়ি হয়ে পড়ে? ক. পরির বাড়ি খ. রাজাকারের বাড়ি গ. জিনের বাড়ি ঘ. ভূতের বাড়ি উত্তর: ঘ. ভূতের বাড়ি ৩৯. 'কাকতাড়ুয়া' উপন্যাসে উলিস্নখিত কুদ্দুস কে? ক. পাকিস্তানি সেনা খ. মুক্তিযোদ্ধা গ. রাজাকার ঘ. বুধার বন্ধু উত্তর:গ. রাজাকার ৪০. বুধা ফুলকলিকে কী খেতে দিল? ক. বিস্কুট খ. জিলাপি গ. আম ঘ. ভাত উত্তর: খ. জিলাপি ৪১. রাজাকারের কমান্ডারের বাড়িতে কাজ করে কে? ক. মিঠু খ. ফুলকলি গ. বুধা ঘ. কুন্তি উত্তর: খ. ফুলকলি ৪২. আহাদ মুন্সির বড় ছেলের নাম কী? ক. মতিউর খ. কুদ্দুস গ. মিঠু ঘ. আলি উত্তর: ক. মতিউর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়