২৪. "দল বলতে সেই জনসমষ্টিকে বোঝায়, যেখানে পরষ্পরের মাঝে একটি সামাজিক সম্পর্ক বিদ্যমান।"- উক্তিটি করেছেন-
ক) রাইসল্যান্ড খ) মাকস
গ) উইলসন ঘ) ম্যাকাইভার
উত্তর: ঘ) ম্যাকাইভার
২৫. "ওহঃৎড়ফঁপঃরড়হ :ড় ঝড়পরড়ষড়মু" গ্রন্থটির রচয়িতা কে?
ক) ঐধহং জধল
খ) ঐ.ই.ঞৎবপশবৎ
গ) ঈযধৎষবং ঝ. খবাু
ঘ) জধস ঘধঃয ঝযধৎসধ
উত্তর: ক) ঐধহং জধল
২৬. ইড়মঁৎফঁং সামাজিক দলকে কয়টি শ্রেণিতে ভাগ করেছেন?
ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি
উত্তর: ঘ) ৬টি
২৭. দলীয় প্রক্রিয়ার অন্যতম উপাদান হলো-
ক) দলীয় বন্ধন
খ) দলীয় কাঠামো
গ) দলীয় ক্রিয়া-প্রতিক্রিয়া
ঘ) দলীয় শৃঙ্খলা
উত্তর: ক) দলীয় বন্ধন
২৮."ঞযব গবঃযড়ফ ড়ভ ঝড়পরধষ এৎড়ঁঢ় ডড়ৎশ " গ্রন্থের লেখক কে?
ক) ঐধহং জধল
খ) ঐ.ই.ঞৎবপশবৎ
গ) কড়হড়ঢ়শধ ধহফ ড.অ. ঋৎরবফষধহফবৎ
ঘ) জধস ঘধঃয ঝযধৎসধ
উত্তর:গ) কড়হড়ঢ়শধ ধহফ ড.অ. ঋৎরবফষধহফবৎ
২৯. সমষ্টির স্বজাত্যবোধ অনুভূতি গড়ে ওঠে কিসের সংমিশ্রণে?
র) আমরা-বোধ
রর) ভূমিকা পালন মেেনাভাব
ররর) নির্ভরতার মনোভাব
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: ঘ) র, রর ও ররর
৩০. সমষ্টি সমাজকর্মের উপাদান কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তর: ঘ) ৫টি
৩১."ঈড়সসঁহরঃু ঙৎমধহরুধঃরড়হ: ঞযবড়ৎু ধহফ চৎধপঃরপব" গ্রন্থের লেখক কে?
ক) ঐধহং জধল
খ) ঐ.ই.ঞৎবপশবৎ
গ) গ.এ. জড়ংং
ঘ) জধস ঘধঃয ঝযধৎসধ
উত্তর:গ) গ.এ. জড়ংং
৩২. প্রাথমিক দল কোনটি?
ক) রাজনৈতিক দল খ) পরিবার
গ) শিক্ষক সমিতি ঘ) ছাত্র সংগঠন
উত্তর:খ) পরিবার
৩৩. কোন দল সবচেয়ে সহজ ও সর্বজনীন?
ক) অন্তঃদল খ) বহিঃদল
গ) প্রাথমিক দল ঘ) পরোক্ষ দল
উত্তর:গ) প্রাথমিক দল
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।
সুবর্ণপুর একটি গ্রাম। এ গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র ও নিরক্ষর।এলাকার রাস্তাঘাট তেমন উন্নত নয়। তাদের জীবনযাত্রার
মান নিম্ন।
৩৪. উদ্দীপকে সুবর্ণপুর গ্রামের উন্নয়নের জন্য সমাজকর্মের কোন পদ্ধতি প্রয়োগ করা যায়?
ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম
গ) সমষ্টি উন্নয়ন ঘ) সমষ্টি সংগঠন
উত্তর:গ) সমষ্টি উন্নয়ন
৩৫. উদ্দীপকে সুবর্ণপুর গ্রামের উন্নয়নের জন্য সমাজকর্মের মৌলিক পদ্ধতির সাথে সহায়ক পদ্ধতি হিসেবে গ্রহণ করা যায়-
র) সমাজকর্ম প্রশাসন
রর) সমাজকর্ম গবেষণা
ররর) সামাজিক কার্যক্রম
নিচের কোনটি সঠিক
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:ঘ) র, রর ও ররর
৩৬. বাংলাদেশের প্রেক্ষিতে অবকাঠামোগত উন্নয়নে সমাজকর্মের কোন পদ্ধতিটি অধিক কার্যকর?
ক) সমষ্টি উন্নয়ন খ) সমষ্টি সংগঠন
গ) সামাজিক কার্যক্রম ঘ) সামাজিক প্রশাসন
উত্তর: ক) সমষ্টি উন্নয়ন
সমাজকর্ম প্রশাসন, কার্যক্রম ও গবেষণা পদ্ধতি
১. ঝড়পরধষ অপঃরড়হ এর বাংলা প্রতিশব্দ কোনটি?
ক) সামাজিক প্রশাসন
খ) সামজিক কার্যক্রম
গ) সামাজিক সংস্কার
ঘ) সামাজিক নিয়ন্ত্রণ
উত্তর:খ) সামজিক কার্যক্রম
২. নিচের কোনটি সমাজকর্মের সহায়ক পদ্ধতির অন্তর্ভুক্ত?
ক) ব্যক্তি সমাজকর্ম
খ) দল সমাজকর্ম
গ) সামাজকর্ম প্রশাসন
ঘ) সমষ্টি সমাজকর্ম
উত্তর: গ) সামাজকর্ম প্রশাসন
৩. সাক্ষাৎকার হলো-
ক) দুই বা দুই এর অধিক ব্যক্তির মধ্যে কথোপকথন
খ) দুই বা দুয়ের অধিক ব্যক্তির মধ্যে উদ্দেশ্যপূর্ণ কথোপকথন
গ) আক্রমনাত্মক কথোপকথন
ঘ) একদল মানুষের মধ্যে অনর্থক কথোপকথন
উত্তর:খ) দুই বা দুয়ের অধিক ব্যক্তির মধ্যে উদ্দেশ্যপূর্ণ কথোপকথন
৪. সমাজকর্ম গবেষণার প্রথম ধাপ কোনটি?
ক) সমস্যা নির্বাচন
খ) অনুমান গঠন
গ) উদ্দেশ্য নির্ধারণ
ঘ) গবেষণা নকশা প্রণয়ন
উত্তর:ক) সমস্যা নির্বাচন
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫,৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
খিতিশপাড়া একটি যৌতুকপ্রবণ এলাকা।
এখানকার সমাজকর্মী সাবিহা যৌতুকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে সমাজ থেকে এটি দূর করার জন্য একটি সামাজিক সংগঠনের সহায়তায় দুর্বার আন্দোলন
শুরু করল।
৫. উদ্দীপকে সাবিহার কর্মকান্ডে সমাজকর্মের কোন পদ্ধতির প্রয়োগ ঘটেছে?
ক) সামাজিক কার্যক্রম
খ) সামাজিক গবেষণা
গ) সামাজিক আইন
ঘ) সামাজিক সংগঠন
উত্তর:ক) সামাজিক কার্যক্রম
৬. সাবিহার এই কর্মকান্ডের ফলে-
র) সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে
রর) সমাজ কুসংস্কারমুক্ত হবে
ররর) সমাজ দারিদ্র্যমুক্ত হবে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর:ক) র ও রর
৭. সাবিহার কাজটি সমাজকর্মের কোন পদ্ধতির অন্তভুক্ত?
ক) মৌলিক পদ্ধতি খ) সহায়ক পদ্ধতি
গ) সমন্বিত পদ্ধতি ঘ) সামাজিক পদ্ধতি
উত্তর:খ) সহায়ক পদ্ধতি
৮. "অফসরহরংঃৎধৎব" শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক) ল্যাটিন খ) গ্রীক
গ) ফরাসি ঘ) টিউটনিক
উত্তর: ক) ল্যাটিন
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়