মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বাড়াল

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বাড়াল
কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বাড়াল

কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আবেদনের ফি পরিশোধ করা যাবে আগামী ২ মার্চ পর্যন্ত। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২৮ ফেব্রম্নয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২২ ফেব্রম্নয়ারি বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ফেব্রম্নয়ারি উপাচার্য মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির ৫ম সভায় নতুন এই সিদ্ধান্ত হয়। আগামী ২৮ ফেব্রম্নয়ারি রাত ১১.৫৯ পর্যন্ত (দিন-রাত যে কোনো সময়, এমনকি বন্ধের দিনও) ভর্তি আবেদন করা যাবে। ২ মার্চ রাত ১১.৫৯টা পর্যন্ত আবেদন ফি প্রদান করা যাবে।

কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক পরীক্ষায় নির্ধারিত আসন সংখ্যা ১ হাজার ৩০ জন। তবে নির্ধারিত আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৬ হাজার। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এমন প্রেশারের কারণেই ভর্তির আবেদন ও ফি প্রদানের সময়সীমা বাড়িয়েছে।

এছাড়া, আগামী ১৯ এপ্রিল সি-ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টায়, এ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ৩টায় এবং ২৫ এপ্রিল বিকাল ৪টায় বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে