মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
জানার আছে অনেক কিছু
জানার আছে অনেক কিছু

প্রশ্ন:মার্কেটিংয়ের জনক কে?

উত্তর:ফিলিপ কটলার।

প্রশ্ন:এনাটমির জনক কে?

উত্তর:আঁদ্রে ভেসালিয়াস।

প্রশ্ন:সর্বাধিক ভাষার দেশ কোনটি?

উত্তর:পাপুয়া নিউগিনি।

প্রশ্ন:আধুনিক ল্যাপটপের জনক কে?

উত্তর:বাল মেগারিজ।

প্রশ্ন:নিষিদ্ধ শহর বলা হয় কাকে?

উত্তর:তিব্বতকে

প্রশ্ন:মুক্তার দেশ বলা হয় কাকে?

উত্তর:কিউবা।

প্রশ্ন:ইন্টারনেটের জনক কে?

উত্তর:ভিন্টন গ্রে সার্ফ।

প্রশ্ন:ই-মেইলের জনক কে?

উত্তর:রে টমলিনসন।

প্রশ্ন:'বলিশিরা ভ্যালি' কোন জেলায় অবস্থিত?

উত্তর:মৌলভীবাজার জেলায়।

প্রশ্ন:হালদা ভ্যালি কোথায় অবস্থিত?

উত্তর:খাগড়াছড়ি।

প্রশ্ন:'রয়টার্স'-এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর:পল জুলিয়াস রয়টার

প্রশ্ন:'রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা?

উত্তর:যুক্তরাজ্য।

প্রশ্ন:নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?

উত্তর:কক্সবাজার।

প্রশ্ন:মার্ক জুকারবাগ ও তাঁর ৩ সহপাঠী কতসালে ফেসবুক প্রতিষ্ঠা করেন?

উত্তর:২০০৪ সালে।

প্রশ্ন:হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে?

উত্তর:পঞ্চগড়কে।

প্রশ্ন:আধুনিক ফিন্যান্সের জনক কে?

উত্তর:ড. ইউগেন ফামা।

প্রশ্ন:কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?

উত্তর:তুলা গাছকে।

প্রশ্ন:ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে?

উত্তর:স্ট্রম্বোলি।

প্রশ্ন:প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের কোন জেলা?

উত্তর:নারায়ণগঞ্জ।

প্রশ্ন:বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে?

উত্তর:চট্টগ্রামকে

প্রশ্ন:বাংলাদেশে শীতল পানির ঝরনা কোথায় অবস্থিত?

উত্তর:কক্সবাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে