মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
  ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

কাকতাড়ুয়া

১. উপন্যাস কী?

ক. গদ্যে লেখা একধরনের প্রবন্ধ

খ. গদ্যে লেখা একধরনের নাটক

গ. গদ্যে লেখা একধরনের গল্প

ঘ. গদ্যে লেখা একধরনের ইতিহাস

উত্তর: গ. গদ্যে লেখা একধরনের গল্প

২. উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে কত হওয়া বাঞ্ছণীয়?

ক. বিশ হাজার খ. পঁচিশ হাজার

গ. দশ হাজার ঘ. পনেরো হাজার

উত্তর: খ. পঁচিশ হাজার

৩. উপন্যাসের প্রধান উপাদান কী?

ক. কাহিনি খ. ক রিত্র

গ. দৃশ্য ঘ. ভাষা

উত্তর: ক. কাহিনি

৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

ক. ফুলমণি ও করুনার বিবরণ

খ. আলালের ঘরের দুলাল

গ. পথের পাঁচালি

ঘ. দুর্গেশ নন্দিনী

উত্তর: ঘ. দুর্গেশ নন্দিনী

৫. 'চোখের বালি' কার লেখা উপন্যাস?

ক. রবীন্দ্রনাথ খ. বঙ্কিমচন্দ্র

গ. শরৎচন্দ্র ঘ. তারাশঙ্কর

উত্তর: ক. রবীন্দ্রনাথ

৬. 'সূর্য-দীঘল বাড়ি' কার লেখা উপন্যাস?

ক. জহির রায়হান

খ. সৈয়দ ওয়ালীউলস্নাহ

গ. আবু ইসহাক

ঘ. শওকত ওসমান

উত্তর: গ. আবু ইসহাক

৭. পদ্মা মেঘনা যমুনা কোন ধরনের উপন্যাস?

ক. মুক্তিযুদ্ধভিত্তিক খ. ইতিহাসভিত্তিক

গ. মনস্তাত্ত্বিক ঘ. দার্শনিক

উত্তর: ক. মুক্তিযুদ্ধভিত্তিক

৮. বাংলা উপন্যাসে ঈর্ষণীয় জনপ্রিয়তা অর্জন করেন কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. বঙ্কিমচন্দ্র

গ. শরৎচন্দ্র ঘ. সৈয়দ ওয়ালীউলস্নাহ

উত্তর: গ. শরৎচন্দ্র

৯. নিচের কোনটি মনস্তাত্ত্বিক উপন্যাস?

ক. খেলাঘর খ. লালসালু

গ. চোখের বালি ঘ. গৃহদাহ

উত্তর: ক. খেলাঘর

১০. উপন্যাসের দ্বিতীয় উপাদান কোনটি?

ক. পরিবেশ খ. চরিত্র

গ. কাহিনি ঘ. ভাষা

উত্তর: খ. চরিত্র

১১. সেলিনা হোসেন কত সালে জন্মগ্রহণ কারণ?

ক. ১৯৪৭ খ. ১৯৪৬

গ. ১৯৪৮ ঘ. ১৯৪১

উত্তর: ক. ১৯৪৭

১২. সেলিনা হোসেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন?

ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

উত্তর: গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

১৩. সেলিনা হোসেন কোথায় জন্মগ্রহণ করেন?

ক. ঢাকায় খ. রাজশাহীতে

গ.চট্টগ্রামে ঘ. বগুড়ায়

উত্তর: খ. রাজশাহীতে

১৪. সেলিনা হোসেনের উপন্যাস কোনটি?

ক. হাঙর নদী গ্রেনেড খ. চরিত্রহীন

গ. বিষবৃক্ষ ঘ. পথের পাঁচালি

উত্তর: ক. হাঙর নদী গ্রেনেড

১৫. সেলিনা হোসেন কত সালে ডিলিট উপাধি লাভ করেন?

ক. ২০০৫ খ. ২০১২

গ. ২০১০ ঘ. ২০০৩

উত্তর: গ. ২০১০

১৬. মহামারিতে গাঁয়ের কত লোক উজাড় হয়ে যায়?

ক. এক-তৃতীয়াংশ লোক খ. সব লোক

গ. এক-চতুর্থাংশ লোক ঘ. অর্ধেক লোক

উত্তর: ঘ. অর্ধেক লোক

১৭. পথ কাকে ডাকে?

ক. আহাদ মুন্সিকে খ. বুধাকে

গ. আলিকে ঘ. শাহাবুদ্দিনকে

উত্তর: খ. বুধাকে

১৮. বুধা ভাত-মাংস পেটপুরে কোথায় খেতে পায়?

ক. ঈদের দিন খ. কুলখানিতে

গ. বিয়ে বাড়িতে ঘ. চাচির বাড়িতে

উত্তর: গ. বিয়ে বাড়িতে

১৯. বুধার মা বুধাকে কার ভরসায় রেখে গেছে?

ক. চাচির ভরসায়

খ. চাচার ভরসায়

গ. আলস্নাহর ভরসার

ঘ. ভরসার নোলক বুয়ার

উত্তর: গ. আলস্নাহর ভরসার

২০. কত বছর আগে বুধা মা-বাবা সবাইকে হারিয়েছে?

ক. এক বছর খ. দুই বছর

গ. তিন বছর ঘ. চার বছর

উত্তর: খ. দুই বছর

২১. 'পালাও! তোমাদের বাঁচতে হবে তো।"- বুধা কাকে বলেছে?

ক. হরিকাকুকে খ. হরিকাকুর বউকে

গ. নোলক বুয়াকে ঘ. রানিকে

উত্তর: খ. হরিকাকুর বউকে

২২. পোড়া বাজারের দিকে তাকিয়ে বুধার কোন অনুভূতি হয়?

ক. কাঁদতে ইচ্ছা করে

খ. প্রতিশোধ নিতে ইচ্ছা করে

গ. দুঃখ হয়

ঘ. হাসি পায়

উত্তর: খ. প্রতিশোধ নিতে ইচ্ছা করে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে