কাকতাড়ুয়া
১. উপন্যাস কী?
ক. গদ্যে লেখা একধরনের প্রবন্ধ
খ. গদ্যে লেখা একধরনের নাটক
গ. গদ্যে লেখা একধরনের গল্প
ঘ. গদ্যে লেখা একধরনের ইতিহাস
উত্তর: গ. গদ্যে লেখা একধরনের গল্প
২. উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে কত হওয়া বাঞ্ছণীয়?
ক. বিশ হাজার খ. পঁচিশ হাজার
গ. দশ হাজার ঘ. পনেরো হাজার
উত্তর: খ. পঁচিশ হাজার
৩. উপন্যাসের প্রধান উপাদান কী?
ক. কাহিনি খ. ক রিত্র
গ. দৃশ্য ঘ. ভাষা
উত্তর: ক. কাহিনি
৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
ক. ফুলমণি ও করুনার বিবরণ
খ. আলালের ঘরের দুলাল
গ. পথের পাঁচালি
ঘ. দুর্গেশ নন্দিনী
উত্তর: ঘ. দুর্গেশ নন্দিনী
৫. 'চোখের বালি' কার লেখা উপন্যাস?
ক. রবীন্দ্রনাথ খ. বঙ্কিমচন্দ্র
গ. শরৎচন্দ্র ঘ. তারাশঙ্কর
উত্তর: ক. রবীন্দ্রনাথ
৬. 'সূর্য-দীঘল বাড়ি' কার লেখা উপন্যাস?
ক. জহির রায়হান
খ. সৈয়দ ওয়ালীউলস্নাহ
গ. আবু ইসহাক
ঘ. শওকত ওসমান
উত্তর: গ. আবু ইসহাক
৭. পদ্মা মেঘনা যমুনা কোন ধরনের উপন্যাস?
ক. মুক্তিযুদ্ধভিত্তিক খ. ইতিহাসভিত্তিক
গ. মনস্তাত্ত্বিক ঘ. দার্শনিক
উত্তর: ক. মুক্তিযুদ্ধভিত্তিক
৮. বাংলা উপন্যাসে ঈর্ষণীয় জনপ্রিয়তা অর্জন করেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. বঙ্কিমচন্দ্র
গ. শরৎচন্দ্র ঘ. সৈয়দ ওয়ালীউলস্নাহ
উত্তর: গ. শরৎচন্দ্র
৯. নিচের কোনটি মনস্তাত্ত্বিক উপন্যাস?
ক. খেলাঘর খ. লালসালু
গ. চোখের বালি ঘ. গৃহদাহ
উত্তর: ক. খেলাঘর
১০. উপন্যাসের দ্বিতীয় উপাদান কোনটি?
ক. পরিবেশ খ. চরিত্র
গ. কাহিনি ঘ. ভাষা
উত্তর: খ. চরিত্র
১১. সেলিনা হোসেন কত সালে জন্মগ্রহণ কারণ?
ক. ১৯৪৭ খ. ১৯৪৬
গ. ১৯৪৮ ঘ. ১৯৪১
উত্তর: ক. ১৯৪৭
১২. সেলিনা হোসেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
উত্তর: গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
১৩. সেলিনা হোসেন কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকায় খ. রাজশাহীতে
গ.চট্টগ্রামে ঘ. বগুড়ায়
উত্তর: খ. রাজশাহীতে
১৪. সেলিনা হোসেনের উপন্যাস কোনটি?
ক. হাঙর নদী গ্রেনেড খ. চরিত্রহীন
গ. বিষবৃক্ষ ঘ. পথের পাঁচালি
উত্তর: ক. হাঙর নদী গ্রেনেড
১৫. সেলিনা হোসেন কত সালে ডিলিট উপাধি লাভ করেন?
ক. ২০০৫ খ. ২০১২
গ. ২০১০ ঘ. ২০০৩
উত্তর: গ. ২০১০
১৬. মহামারিতে গাঁয়ের কত লোক উজাড় হয়ে যায়?
ক. এক-তৃতীয়াংশ লোক খ. সব লোক
গ. এক-চতুর্থাংশ লোক ঘ. অর্ধেক লোক
উত্তর: ঘ. অর্ধেক লোক
১৭. পথ কাকে ডাকে?
ক. আহাদ মুন্সিকে খ. বুধাকে
গ. আলিকে ঘ. শাহাবুদ্দিনকে
উত্তর: খ. বুধাকে
১৮. বুধা ভাত-মাংস পেটপুরে কোথায় খেতে পায়?
ক. ঈদের দিন খ. কুলখানিতে
গ. বিয়ে বাড়িতে ঘ. চাচির বাড়িতে
উত্তর: গ. বিয়ে বাড়িতে
১৯. বুধার মা বুধাকে কার ভরসায় রেখে গেছে?
ক. চাচির ভরসায়
খ. চাচার ভরসায়
গ. আলস্নাহর ভরসার
ঘ. ভরসার নোলক বুয়ার
উত্তর: গ. আলস্নাহর ভরসার
২০. কত বছর আগে বুধা মা-বাবা সবাইকে হারিয়েছে?
ক. এক বছর খ. দুই বছর
গ. তিন বছর ঘ. চার বছর
উত্তর: খ. দুই বছর
২১. 'পালাও! তোমাদের বাঁচতে হবে তো।"- বুধা কাকে বলেছে?
ক. হরিকাকুকে খ. হরিকাকুর বউকে
গ. নোলক বুয়াকে ঘ. রানিকে
উত্তর: খ. হরিকাকুর বউকে
২২. পোড়া বাজারের দিকে তাকিয়ে বুধার কোন অনুভূতি হয়?
ক. কাঁদতে ইচ্ছা করে
খ. প্রতিশোধ নিতে ইচ্ছা করে
গ. দুঃখ হয়
ঘ. হাসি পায়
উত্তর: খ. প্রতিশোধ নিতে ইচ্ছা করে
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়