৬. রেসকোর্স ময়দানকে 'বিমুখ প্রান্তর' বলা হয়েছে কেন?
ক. ঘাস না থাকায়
খ. সৌন্দর্যহানি হওয়ায়
গ. প্রতিকূল পরিবেশ বিরাজ করা
ঘ. কবির কবিতা না শোনায়
উত্তর:গ. প্রতিকূল পরিবেশ বিরাজ করা
৭. ভবঘুরে কারা?
ক. যারা পাতা কুড়ায়
খ. যারা কবিতা লেখে
গ. যারা ভিক্ষা করে
ঘ. যাদের কোনো কাজকর্ম নেই
উত্তর:ঘ. যাদের কোনো কাজকর্ম নেই
৮. কত সালের নির্বাচনে বাঙালির বিজয় ঘটে?
ক. ১৯৬৮ সালের
খ. ১৯৬৯ সালের
গ. ১৯৭০ সালের
ঘ. ১৯৭১ সালের
উত্তর: গ.১৯৭০ সালের
৯. জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলে কী পদক্ষেপ নেওয়া হয়?
ক. অসহযোগ আন্দোলনের ডাক দেন
খ. অনশন করতে শুরু করেন
গ. বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন
ঘ. সশস্ত্র সংগ্রামের ডাক দেন
উত্তর:ক. অসহযোগ আন্দোলনের ডাক দেন
১০. বর্তমানে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের উত্তরাংশে কী অবস্থিত?
ক. জাদুঘর খ. শিশুপার্ক
গ. দিঘি ঘ. স্মৃতিসৌধ
উত্তর: খ. শিশুপার্ক
১১. 'নিউজউইক' পত্রিকাটি কোন দেশ থেকে প্রকাশিত হয়?
ক. যুক্তরাজ্য খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স ঘ. ব্রিটেন
উত্তর: খ.যুক্তরাষ্ট্র
১২. কোনটি নির্মলেন্দু গুণের লেখা ছোটগল্প?
ক. বাবা যখন ছোট ছিলেন
খ. আপন দলের মানুষ
গ. প্রেমাংশুর রক্ত চাই
ঘ. কালোমেঘের ভেলা
উত্তর:খ. আপন দলের মানুষ
১৩. কোনটি নির্মলেন্দু গুণের রচিত শিশুতোষ উপন্যাস?
ক. কালো মেঘের ভেলা
খ. পঞ্চাশসহস্র বর্ষ
গ. চাষাভূষার কাব্য
ঘ. আপন দলের মানুষ
উত্তর: ক. কালো মেঘের ভেলা
১৪. কী লেখা হবে বলে লক্ষ লক্ষ মানুষ অধীর অপেক্ষায় আছে?
ক. একটি চিঠি খ. একটি গান
গ. একটি কবিতা
ঘ. একটি সংলাপ
উত্তর: গ. একটি কবিতা
১৫. জনসমুদ্রের উদ্যান সৈকতে কী পরিমাণ মানুষ ছিল?
ক. গুটিকয়েক খ. শত শত
গ. হাজার হাজার ঘ. লক্ষ লক্ষ
উত্তর: ঘ. লক্ষ লক্ষ
১৬. ব্যাকুল বিদ্রোহী শ্রোতা কখন থেকে অধীর অপেক্ষায় আছে?
ক. ভোর থেকে খ. দুপুর থেকে
গ. বিকেল থেকে ঘ. রাত থেকে
উত্তর: ক. ভোর থেকে
১৭. সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত কালো হাত- কোন দিনের স্মৃতি?
ক. ৭ই মার্চের
খ. ২১শে ফেব্রম্নয়ারির
গ. ২৬শে মার্চের
ঘ. ১৬ই ডিসেম্বরের
উত্তর: ক. ৭ই মার্চের
১৮. লোহার শ্রমিকেরা কপালে কব্জিতে কী বেঁধে এসেছিল?
ক. রুমাল খ. গামছা
গ. লালসালু ঘ. পতাকা
উত্তর: গ. লালসালু
১৯. ৭ই মার্চ উলঙ্গ কৃষকেরা কাঁধে কী নিয়ে এসেছিল?
ক. কাস্তে, কোদাল
খ. গামছা, ফতুয়া
গ. লাঙল, জোয়াল
ঘ. লালসালু, লাঙল
উত্তর: গ. লাঙল, জোয়াল
২০. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় কিসের জন্য মানুষের ব্যাকুল প্রতীক্ষা?
ক. স্বাধীনতার জন্য
খ. কবির আগমনের জন্য
গ. সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য
ঘ. উদ্যানে প্রবেশের জন্য
উত্তর: খ. কবির আগমনের জন্য
২১. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় কাদের দল বেঁধে আসার কথা উলেস্নখ রয়েছে?
ক. কবিদের
খ. মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের
গ. উলঙ্গ কৃষকদের
ঘ. শিশু পাতা-কুড়ানিদের
উত্তর: ঘ. শিশু পাতা-কুড়ানিদের
২২. কবি কার মতো দৃপ্ত পায়ে হেঁটে এলেন?
ক. নজরুলের মতো
খ. রবীন্দ্রনাথের মতো
গ. মধুসূদনের মতো
ঘ. জীবনানন্দের মতো
উত্তর: খ. রবীন্দ্রনাথের মতো
২৩. রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে কবি কোথায় এসে দাঁড়ালেন?
ক. রঙিন দোলনার কাছে
খ. জনতার মঞ্চে
গ. জনসমুদ্রের মাঝামাঝি
ঘ. ঘরের বারান্দায়
উত্তর:খ. জনতার মঞ্চে
২৪. 'তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল'- কখন?
ক. কবির ঘুম ভাঙলে
খ. কবি মঞ্চে উপস্থিত হলে
গ. কবি কপালে লালসালু বাঁধলে
ঘ. হাত নাড়লে
উত্তর:খ. কবি মঞ্চে উপস্থিত হলে