নোবিপ্রবিতে একুশে বইমেলার উদ্বোধন
প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'বইয়ের পাতায় চিন্তার বিপস্নব' স্স্নোগানকে প্রতিপাদ্য করে অমর একুশে বইমেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ২০ ফেব্রম্নয়ারি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, 'ডিজিটাল যুগে আমাদের ডিভাইসে আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রিন্টেড বইয়ের যে আনন্দ, সেটি অন্য কোনো মাধ্যমে পাওয়া সম্ভব নয়। আমরা চাই, একটি মেধাবী প্রজন্ম গড়ে উঠুক- যা শুধু বই পড়ার মাধ্যমেই সম্ভব।'