মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ,সাভার
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি

১. দল সমাজকর্ম পেশাদার সমাজকর্মের একটি পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভ করে কত সালে?

ক) ১৯০৯ সালে খ) ১৯৪০ সালে

গ) ১৯২৩ সালে ঘ) ১৯৬২ সালে

উত্তর: খ) ১৯৪০ সালে

২."সামাজিক দল হলো এমন একটি দল যারা সাধারণ লক্ষ্য অর্জনের জন্য সচেতন বা অসচেতনভাবে কার্যক্রম গ্রহণে সক্ষম হবে।" - উক্তিটি করেছেন কে?

ক) ঐ.ঐ. চবৎষসধহ

খ) ঐ.ই.ঞৎবপশবৎ

গ) চধৎশ ধহফ ইঁৎমবংং

ঘ) ঐবৎনবৎঃ ইরংহড়

উত্তর: গ) চধৎশ ধহফ ইঁৎমবংং

৩. দল সমাজকর্মের প্রধান উপাদান কী?

ক) দল খ) ব্যক্তি

গ) মানুষ ঘ) সংগঠন 

উত্তর: খ) ব্যক্তি

৪. দল সমাজকর্মের মূল চাবিকাঠি কী?

ক) ব্যক্তি সমাজকর্মী

খ) দল সমাজকর্মী

গ) দলনেতা

ঘ) সংগঠন

উত্তর: খ) দল সমাজকর্মী

৫. দল সমাজকর্মের নীতিমালা হচ্ছে-

র) পরিকল্পিত দল গঠন নীতি

রর) দল স্বাতন্ত্রীকরণ নীতি

ররর) ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি ও দল সম্পর্ক নীতি

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর 

উত্তর: ক) র ও রর

৬. ওপরের '?' স্থানে কোনটি বসবে?

ক)সামাজিক পরিকল্পনা

খ) সমাধান পরিকল্পনা

গ) দলীয় পরিকল্পনা

ঘ) বার্ষিক পরিকল্পনা

উত্তর:খ) সমাধান পরিকল্পনা

৭. প্রাথমিক ও গৌণ দলের মধ্যবর্তী দলকে কী বলে?

ক) নির্দিষ্ট দল খ) অন্তর্বতী দল

গ) বহিঃদল ঘ) মুখ্য দল 

উত্তর: খ) অন্তর্বতী দল

৮. দল সমাজকর্মের প্রথম ও প্রধান উপাদান কী?

ক) অন্তঃদল খ) বহিঃদল

গ) সামাজিক দল ঘ) রাজনৈতিক দল

উত্তর: গ) সামাজিক দল

৯. সমষ্টি সংগঠনের মূল কেন্দ্রবিন্দু কী?

ক) সমষ্টি খ) ব্যক্তি

গ) দল ঘ) সমস্যা

উত্তর: ক) সমষ্টি

১০. সমাজবিজ্ঞানী সিএইচ কুলি সামাজিক দলকে প্রধান কয়টি ভাগে বিভক্ত করেছেন?

ক) ২টি খ) ৩টি

গ) ৪টি ঘ) ৫টি

উত্তর: ক) ২টি

১১. নিচের কোনটি ডব এৎড়ঁঢ়?

র) অন্ত:দল

রর) প্রাথমিক দল

ররর) গৌণ দল

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর 

উত্তর: খ) রর ও ররর

১২. ঋধপব :ড় ঋধপব এৎড়ঁঢ় বলা হয় কোন দলকে?

ক) অন্তঃদলকে

খ) বহিঃদলকে

গ) প্রাথমিক দলকে

ঘ) রাজনৈতিক দলকে

উত্তর: গ) প্রাথমিক দলকে

১৩. ঞযবু এৎড়ঁঢ় হিসেবে পরিচিত কোন দল?

ক) অন্তঃদল খ) বহিঃদল

গ) প্রাথমিক দল ঘ) গৌণ দল

উত্তর: গ) প্রাথমিক দল

১৪. মাধবপুর গ্রামের অধিকাংশ লোক দারিদ্র্য, নিরক্ষরতা, বেকারত্বসহ অন্যান্য আর্থ-সামাজিক সমস্যায় জর্জরিত। মাধবপুরে সমাজকর্মের কোন পদ্ধতি বেশি কার্যকর হবে?

ক) সমষ্টি উন্নয়ন খ) সমষ্টি সংগঠন

গ) ব্যক্তি সমাজকর্ম ঘ) দল সমাজকর্ম

উত্তর: ক) সমষ্টি উন্নয়ন

১৫. সমষ্টি সমাজকর্মকে কয়ভাগে ভাগ করা যায়?

ক) ২ ভাগে খ) ৩ ভাগে

গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে

উত্তর: ক) ২ ভাগে

১৬. দল সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য কোনটি?

ক) সমাজতন্ত্র অনুসরণ

খ) সমষ্টির উন্নয়নের পরিবর্তন

গ) দলের সদস্য বৃদ্ধিকরণ

ঘ) দলীয় জীবনে পরিবর্তন

উত্তর: ঘ) দলীয় জীবনে পরিবর্তন

১৭. "ঝড়পরধষ এৎড়ঁঢ় ডড়ৎশ: অ ঐবষঢ়রহম চৎড়পবংং" গ্রন্থটির রচয়িতা কে?

ক) ড. অ. ঋৎরবফষধহফবৎ

খ) ঐ.ই.ঞৎবপশবৎ

গ) ঈযধৎষবং ঝ. খবাু

ঘ) এ.কড়হড়ঢ়শধ

উত্তর: ঘ) এ.কড়হড়ঢ়শধ

১৮. সম্পদের সদ্ব্যবহার বলতে বুঝায়-

র) বস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহার

রর) অবস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহার

ররর) সম্পদের অপচয়রোধ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, ররর ও ররর

১৯. সমষ্টি হলো-

ক) নির্দিষ্ট এলাকায় বাস করা জনসমষ্টি

খ) সমাজে বসবাসকারী জনসমষ্টি

গ) গোত্রে বসবাসকারী জনসমষ্টি

ঘ) রাষ্ট্রে বসবাসকারী জনসমষ্টি

উত্তর: ক) নির্দিষ্ট এলাকায় বাস করা জনসমষ্টি

২০. বৈজ্ঞানিক সমাজকর্মের জনক বলা হয় কাকে?

ক) এইচ এইচ পার্লম্যানকে

খ) মেরি রিচমন্ডকে

গ) বেঞ্জামিন থমসনকে

ঘ) এনা এল ডয়েসকে

উত্তর: খ) মেরি রিচমন্ডকে

২১. "ঝড়পরধষ এৎড়ঁঢ় ডড়ৎশ: চৎরহপরঢ়ষবং ধহফ চৎধপঃপব" গ্রন্থটির রচয়িতা কে?

ক) ড. অ. ঋৎরবফষধহফবৎ

খ) ঐ.ই.ঞৎবপশবৎ

গ) ঈযধৎষবং ঝ. খবাু

ঘ) জড়নবৎঃ খ ইধৎশবৎ

উত্তর: খ) ঐ.ই.ঞৎবপশবৎ

২২. সমষ্টি সংগঠন সমাজকর্মের মৌলিক পদ্ধতির অন্তর্ভুক্ত হয় কত সালে?

ক) ১৯০৯ সালে খ) ১৯২৩ সালে

গ) ১৯৪০ সালে ঘ) ১৯৬২ সালে

উত্তর: ঘ) ১৯৬২ সালে

২৩. সমাজকর্মীর আত্মসচেতনতার নীতি বলতে-

র) সমাজকর্মীর নিজের দুর্বলতা, দায়িত্ব, ক্ষমতা, দক্ষতা সম্পর্কে সচেতন থেকে সমস্যার সমাধান করা

রর)সমাজকর্মীর পছন্দ অপছন্দের প্রভাব থেকে সমস্যা সমাধানের প্রক্রিয়াকে মুক্ত রাখা

ররর)সাহায্যর্থীর আত্মনিয়ন্ত্রণ অধিকার বজায় না রেখে সমস্যার সমাধান করা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ক) র ও রর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে