প্রশ্ন:আবু মুসা দ্বীপ কোন সাগরে?
উত্তর:পারস্য উপসাগরে।
প্রশ্ন:ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়?
উত্তর:মাদাগাস্কার।
প্রশ্ন:ওকিনাওয়া দ্বীপ কোন দেশের নিয়ন্ত্রণাধীন?
উত্তর:জাপান।
প্রশ্ন:আগুনের দ্বীপ বলা হয় কাকে?
উত্তর:আইসল্যান্ড দ্বীপকে।
প্রশ্ন:'ম্যাপল পাতার দেশ' কোন দেশের উপনাম?
উত্তর:কানাডা।
প্রশ্ন:শিকাগো শহরকে কি বলা হয়?
উত্তর:বাতাসের শহর।
প্রশ্ন:আধুনিক শিক্ষার জনক কে?
উত্তর:সক্রেটিস।
প্রশ্ন:বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী কে?
উত্তর:নিশাত মজুমদার।
প্রশ্ন:পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর:গঙ্গোত্রী হিমবাহ।
প্রশ্ন:গরম পানির ঝরনা কোথায় অবস্থিত?
উত্তর:সীতাকুন্ড।
প্রশ্ন:বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে?
উত্তর:২০১৬ সালে।
প্রশ্ন:বাংলাদেশের আমাজান বলা হয় কাকে?
উত্তর:সিলেটের রাতারগুল বনকে।
প্রশ্ন:কোন দেশ ভাটির দেশ নামে পরিচিত?
উত্তর:বাংলাদেশ।
প্রশ্ন:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
উত্তর:সংবিধান।
প্রশ্ন:বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?
উত্তর:পরিবর্তন সহজ নয় বলে।
প্রশ্ন:বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়) আছে?
উত্তর:১১টি।
প্রশ্ন:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর:১৫৩টি।
প্রশ্ন:৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর:সিলেট।
প্রশ্ন:১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
উত্তর:চট্টগ্রাম।
প্রশ্ন:গুগলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।
প্রশ্ন:প্রকৃতির কন্যা বলা হয় কাকে?
উত্তর:সিলেটের জাফলংকে।