মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

সাহিত্যের রূপ ও রীতি

৩১. গীতি কবিতার আদি নিদর্শন কোনটি?

ক. বৈষ্ণব কবিতাবলি খ. ব্রজাঙ্গনা কাব্য

গ. বীরাঙ্গনা কাব্য ঘ. রবীন্দ্র রচনাবলি

উত্তর: ক. বৈষ্ণব কবিতাবলি

৩২. বৈষ্ণব কবিতা বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?

ক. আধুনিক যুগের

খ. অন্ধকার যুগের

গ. মধ্য যুগের

ঘ. প্রাচীন যুগের

উত্তর: ঘ. প্রাচীন যুগের

৩৩.কাজী নজরুল ইসলাম কী হিসেবে সাহিত্যে স্থায়ী আসন লাভ করেছেন?

ক. প্রেমের কবি খ. গীতি কবি

গ. বিদ্রোহী কবি ঘ. বিশ্বকবি

উত্তর: গ. বিদ্রোহী কবি

৩৪. বাংলা সাহিত্যে পলস্নীকবি হিসেবে স্থায়ী আসন পেয়েছেন কে?

ক. জসীম উদ্দীন

খ. জীবনানন্দ দাশ

গ. মাইকেল মধুসূদন দত্ত

ঘ. ফররুখ আহমদ

উত্তর: ক. জসীম উদ্দীন

৩৫. 'নকশীকাঁথার মাঠ' এর রচয়িতা কে?

ক. সুকুমার রায়

খ. জীবনানন্দ দাশ

গ. জসীম উদ্দীন

ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তর: গ. জসীম উদ্দীন

৩৬. সাহিত্যের কোন রূপটি সর্বাপেক্ষা প্রাচীন?

ক. ছোটগল্প খ. উপন্যাস

গ. প্রবন্ধ ঘ. নাটক

উত্তর: ঘ. নাটক

৩৭. পূর্বে নাটক পুস্তিকাকারে মুদ্রিত হতো না কেন?

ক. কালির অভাবে

খ. অর্থের অভাবে

গ. ছাপাখানা ছিল না বলে

ঘ. পৃষ্ঠপোষক ছিল না বলে

উত্তর:গ. ছাপাখানা ছিল না বলে

৩৮. নাটকের লক্ষ্য সবসময়ই কারা?

ক. পাঠক সমাজ খ. দর্শক সমাজ

গ. লেখক সমাজ ঘ. বিজ্ঞ সমাজ

উত্তর: খ. দর্শক সমাজ

৩৯. নাটক সাধারণত কয় অংশে বিভক্ত?

ক. ৫ খ. ৬ গ. ৪ ঘ. ৩

উত্তর: ক. ৫

৪০. নাটককে প্রধানত কোন কাব্যের পর্যায়ভুক্ত করা যায়?

ক. মহাকাব্য খ. গীতিকাব্য

গ. শ্রব্যকাব্য ঘ. দৃশ্যকাব্য

উত্তর: ঘ. দৃশ্যকাব্য

৪১. বিষয়বস্তু ও পরিণতির দিক দিয়ে নাটককে কয় শ্রেণিতে ভাগ করা যায়?

ক. তিন খ. চার

গ. দুই ঘ. এক

উত্তর: ক. তিন

৪২. 'নীল দর্পণ' নাটকের রচয়িতা কে?

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. দীনবন্ধু মিত্র

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. অমৃত লাল বসু

উত্তর: খ. দীনবন্ধু মিত্র

৪৩. দীনবন্ধু মিত্র কোন ধরনের নাটক নিয়ে আবির্ভূত হন?

ক. সামাজিক নাটক

খ. ঐতিহাসিক নাটক

গ. পৌরাণিক নাটক

ঘ. রাজনৈতিক নাটক

উত্তর: ক. সামাজিক নাটক

৪৪. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক কোনটি?

ক. প্রফুলস্ন খ. কালাপাহাড়

গ. রক্তকরবী ঘ. শাহজাহান

উত্তর: গ. রক্তকরবী

৪৫. 'ছোট প্রাণ, ছোট ব্যথা' শিরোনামের কবিতাটি কার লেখা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রেমেন্দ্র মিত্র

গ. প্রমথ চৌধুরী ঘ. বিহারীলাল রায়

উত্তর: ক. রবীন্দ্রনাথ ঠাকুর

৪৬. বাংলা ভাষার সার্থক ছোট গল্পকার কে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. হুমায়ূন আহমেদ

উত্তর: গ. রবীন্দ্রনাথ ঠাকুর

৪৭. ছোটগল্পের আয়তন এমন হওয়া সঙ্গত যেন ১০ থেকে ৫০ মিনিটের ভিতরে শেষ করা যায়- এটি কার উক্তি?

ক. এডগার অ্যালান পো

খ. এইচ. ডিজ. ওয়েলস

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. বলাইচাঁদ মুখোপাধ্যায়

উত্তর: খ. এইচ. ডিজ. ওয়েলস

৪৮. ইংরেজি ভাষায় ছোটগল্পের জনক বিবেচনা করা হয় কাকে?

ক. এডগার অ্যালান পো

খ. এইচ. জি. ওয়েলস

গ. শেকসপীয়ার

ঘ. টিএসএলিয়ট

উত্তর: ক. এডগার অ্যালান পো

৪৯. ছোটগল্পের ধারণা এসেছে কোথা থেকে?

ক. প্রাচীন সাহিত্য থেকে

খ. সংস্কৃত সাহিত্য থেকে

গ. প্রাচ্যের সাহিত্য থেকে

ঘ. পাশ্চাত্য সাহিত্য থেকে

উত্তর: ঘ. পাশ্চাত্য সাহিত্য থেকে

৫০. ছোটগল্পে কোনটি প্রতিফলিত হয়?

ক. জীবনের খন্ডাংশ

খ. গোটা জীবন

গ. সমাজের সব ঘটনা

ঘ. পারিবারিক সব ঘটনা

উত্তর: ক. জীবনের খন্ডাংশ

স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো

১.কোনটি নির্মলেন্দু গুণের উলেস্নখযোগ্য কাব্যগ্রন্থ?

ক. প্রেমাংশুর রক্ত চাই

খ. রূপসী বাংলা

গ. সাহসী জননী বাংলা

ঘ. বাংলাদেশ স্বপ্ন দেখে

উত্তর: ক. প্রেমাংশুর রক্ত চাই

২. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় কাকে আগামীদিনের কবি বলা হয়েছে?

ক. অনাগত শিশুকে

খ. বঙ্গবন্ধুকে

গ. বিদ্রোহী শ্রোতাকে

ঘ. শিশুপাতাকুড়ানিকে

উত্তর: ক.অনাগত শিশুকে

৩. নির্মলেন্দু গুণ কাদের জন্য সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখে গেছেন?

ক. বিগত দিনের মানুষদের

খ. অনাগত দিনের শিশুদের জন্য

গ. নতুন দিনের যুবকদের জন্য

ঘ. বর্তমানের বৃদ্ধদের জন্য

উত্তর: খ.অনাগত দিনের শিশুদের জন্য

৪. 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় কব্জিতে লালসালু বেঁধে কারা এসেছিল?

ক. শ্রমিক খ. ছাত্র

গ. বিদ্রোহী শোতা ঘ. পাতাকুড়ানি

উত্তর: ক. শ্রমিক

৫. কোনটি নির্মলেন্দু গুণের উলেস্নখযোগ্য কাব্যগ্রন্থ?

ক. বাংলার মাটি বাংলার জল

খ. রূপসী বাংলা

গ. সাহসী জননী বাংলা

ঘ. বাংলাদেশ স্বপ্ন দেখে

উত্তর: ক. বাংলার মাটি বাংলার জল

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে