ঢাবিতে খেলোয়াড় কোটায় পরীক্ষার তারিখ নির্ধারণ
প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যাবে। ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, মানবিক বিভাগের খেলোয়াড় কোটায় আবেদনকারী প্রার্থীদের ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলাভবনে ষষ্ঠ তলার পরীক্ষার হল-১ এ পরীক্ষা নেওয়া হবে। ড্যাশবোর্ড হতে সংশ্লিষ্ট ইউনিট বস্নকে 'প্রবেশপত্র' বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থী পরীক্ষার তারিখসহ যাবতীয় তথ্য নোটিশ সেকশনের 'খেলোয়াড় ইউনিট' মেনু হতে নিজ নিজ 'উচ্চমাধ্যমিক গ্রম্নপের' ফাইল ডাউনলোড করে জানতে পারবে।