এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
সাহিত্যের রূপ ও রীতি ৫. হায়াৎ মামুদ বর্তমানে কোথাকার বাসিন্দা? ক. ঢাকার মিরপুর খ. ঢাকার গেন্ডারিয়া গ. ঢাকার মালিবাগ ঘ. ঢাকার আজিমপুর উত্তর:খ. ঢাকার গেন্ডারিয়া ৬. হায়াৎ মামুদের পিতার নাম কী? ক. মুহম্মদ শমসের আলী খ. জাফর ইমাম গ. আলী আজগর খান ঘ. বেলায়েত হোসেন উত্তর: ক. মুহম্মদ শমসের আলী ৭. হায়াৎ মামুদের মায়ের নাম কী? ক. জাকিয়া সুলতানা খ. আমিনা খাতুন গ. আফরোজা আক্তার ঘ. সোনিয়া ইয়াসমিন উত্তর: খ. আমিনা খাতুন ৮. হায়াৎ মামুদ প্রবেশিকা পরীক্ষা পাস করেন কত সালে? ক. ১৯৫০ খ. ১৯৫২ গ. ১৯৫৬ ঘ. ১৯৬০ উত্তর:গ. ১৯৫৬ ৯. হায়াৎ মামুদ ঢাকার কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন? ক. সেন্ট গ্রেগরিজ খ. শামসুল হক উচ্চ বিদ্যালয় গ. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ঘ. রেসিডেন্সিয়াল মডেল কলেজ উত্তর:ক. সেন্ট গ্রেগরিজ ১০. হায়াৎ মামুদ কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেন? ক. ১৯৫৮ খ. ১৯৬০ গ. ১৯৬২ ঘ. ১৯৬৪ উত্তর: ক. ১৯৫৮ ১১. হায়াৎ মামুদ কোন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন? ক. ঢাকা কলেজ খ. নটরডেম কলেজ গ. কায়েদে আজম কলেজ ঘ. কবি নজরুল কলেজ উত্তর: গ. কায়েদে আজম কলেজ ১২. হায়াৎ মামুদ কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন? ক. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খ. ঢাকা বিশ্ববিদ্যালয় গ. রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘ. খুলনা বিশ্ববিদ্যালয় উত্তর: খ. ঢাকা বিশ্ববিদ্যালয় ১৩. হায়াৎ মামুদ কোন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন? ক. ইংরেজি খ. ইতিহাস গ. বাংলা ঘ. নাট্যতত্ত্ব উত্তর:গ. বাংলা ১৪. হায়াৎ মামুদ কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন? ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. যাদবপুর বিশ্ববিদ্যালয় গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তর:খ. যাদবপুর বিশ্ববিদ্যালয় ১৫. কায়েদে আজম কলেজের বর্তমান নাম কী? ক. ঢাকা কলেজ খ. সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ গ. জগন্নাথ কলেজ ঘ. মিরপুর বাংলা কলেজ উত্তর:খ. সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ১৬. হায়াৎ মামুদ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন? ক. চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খ. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গ. রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘ. ঢাকা ও খুলনা বিশ্ববিদ্যালয় উত্তর: ক. চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৭. হায়াৎ মামুদ কোন বিষয়ে খ্যাতি লাভ করেন? ক. কবিতা খ. উপন্যাস গ. গবেষণা ও প্রবন্ধ ঘ. নাটক উত্তর: গ. গবেষণা ও প্রবন্ধ ১৮. হায়াৎ মামুদ কত সংখ্যক গ্রন্থের রচয়িতা? ক. দুই শতাধিক খ. অর্ধশতাধিক গ. শতাধিক ঘ. দেড় শতাধিক উত্তর:খ. অর্ধশতাধিক ১৯. 'স্বগত সংলাপ' কার লেখা গ্রন্থ? ক. হুমায়ূন আহমেদ খ. শামসুর রাহমান গ. হায়াৎ মামুদ ঘ. আল মাহমুদ উত্তর: গ. হায়াৎ মামুদ ২০. সাহিত্যে অবদানের জন্য হায়াৎ মামুদ কোন পুরস্কার পান? ক. বাংলা একাডেমি পুরস্কার খ. একুশে পদক গ. আলাওল সাহিত্য পুরস্কার ঘ. স্বাধীনতা পদক উত্তর: ক. বাংলা একাডেমি পুরস্কার ২১. 'কিশোর বাংলা অভিধান'-এর রচয়িতা কে? ক. ড. মুহম্মদ শহীদুলস্নাহ খ. ড. আনিসুজ্জামান গ. নরেন বিশ্বাস ঘ. হায়াৎ মামুদ উত্তর: ঘ. হায়াৎ মামুদ ২২. হায়াৎ মামুদের পেশা কী ছিল? ক. অধ্যাপনা খ. সাংবাদিকতা গ. গবেষণা ঘ. শিল্পকর্ম উত্তর: ক. অধ্যাপনা ২৩. রবীন্দ্রনাথ ও নজরুলের কিশোর জীবনী কে লেখেন? ক. নির্মলেন্দু গুণ খ. আহমদ শরীফ গ. হায়াৎ মামুদ ঘ. হুমায়ুন আজাদ উত্তর: গ. হায়াৎ মামুদ ২৪. হায়াৎ মামুদের লেখা গ্রন্থ কোনটি? ক. নিবিড় নীলিমা খ. বাংলা লেখার নিয়মকানুন গ. শ্যামল ছায়া ঘ. বৃষ্টির ঠিকানা উত্তর: খ. বাংলা লেখার নিয়মকানুন ২৫. হায়াৎ মামুদ কোনটিকে বিশাল পরিধির বলেছেন? ক. উপন্যাস খ. গল্প গ. নাটক ঘ. সাহিত্য উত্তর: ঘ. সাহিত্য ২৬. সাহিত্যের রূপ কী? ক. সাহিত্যের বিভিন্ন শাখা খ. উপমা গ. উৎপ্রেক্ষা ঘ. চিত্রকল্প উত্তর: ক. সাহিত্যের বিভিন্ন শাখা ২৭. সাহিত্যের বিভিন্ন শাখার গঠন নিয়ে পর্যবেক্ষণ ও আলোচনাকে কী বলে? ক. রীতি খ. সাহিত্য বিচার গ. গবেষণা ঘ. সমালোচনা উত্তর: ক. রীতি ২৮. 'মেঘনাদবধ' কাব্যের রচয়িতা কে? ক. মীর মশাররফ হোসেন খ. সত্যেন্দ্রনাথ দত্ত গ. সুকুমার রায় ঘ. মাইকেল মধুসূদন দত্ত উত্তর: ঘ. মাইকেল মধুসূদন দত্ত ২৯. মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ কোন কাব্যে প্রকাশিত? ক. মেঘনাদবধ কাব্য খ. বীরাঙ্গনা কাব্য গ. ব্রজাঙ্গনা কাব্য ঘ. তিলোত্তমাসম্ভব কাব্য উত্তর: ক. মেঘনাদবধ কাব্য ৩০. মহাকাব্য রচিত হয় কোন ধরনের কাহিনী অবলম্বনে? ক. রাজাদের কাহিনি খ. যুদ্ধবিগ্রহের কাহিনি গ. প্রেমের কাহিনি ঘ. অসহায় মানুষের কাহিনি উত্তর: খ. যুদ্ধবিগ্রহের কাহিনি হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়