একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
৭৮. সিভিস (ঈরারং) ও সিভিকাস (ঈরারপঁং) কোন ভাষার শব্দ? ক) গ্রিক খ) ল্যাটিন গ) ফারসি ঘ) স্প্যানিশ উত্তর:খ) ল্যাটিন ৭৯. বর্তমানে রাষ্ট্রকে বলা হয়- ক) আধুনিক রাষ্ট্র খ) অত্যাধুনিক রাষ্ট্র গ) নগররাষ্ট্র ঘ) কল্যাণ রাষ্ট্র \হ উত্তর: ঘ) কল্যাণ রাষ্ট্র ৮০. সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের সম্পর্ক নিবিড়। এর যথাযথ কারণ হলো - র) বিষয়বস্তু অভিন্ন রর) পরস্পরকে সমৃদ্ধ করেছে ররর) অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর: ঘ) র, রর ও ররর ৮১. সমাজবিজ্ঞান এর ইংরেজি প্রতিশব্দ কি? ক) ঝড়পরধষ ঝপরবহপব খ) ঝড়পরড়ষড়মু গ) ঝড়পরধষ ডবষভধৎব ঘ) ঝড়পরধষ ডড়ৎশ উত্তর:খ) ঝড়পরড়ষড়মু ৮২. সমাজকর্মের জ্ঞান ভান্ডার গড়ে উঠেছ- ক) মৌলিক গবেষণার দ্বারা খ) সমাজবদ্ধ মানুষের অনুভূতি তারা গ) ধর্মীয় তাগিদ থেকে ঘ) অন্যান্য সামাজিক বিজ্ঞানের জ্ঞানের সমন্বয়ে উত্তর:ঘ) অন্যান্য সামাজিক বিজ্ঞানের জ্ঞানের সমন্বয়ে সমাজকর্মের পদ্ধতি ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি ১. ইংরেজি 'গবঃযড়ফ' শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ক) ল্যাটিন খ) গ্রিক গ) ফরাসি ঘ) রোমান  উত্তর: খ) গ্রিক ২. সমাজকর্ম পদ্ধতি কয়টি? ক) ৪টি খ) ৫টি গ) ২টি ঘ) ৩টি উত্তর: গ) ২টি ৩. "পদ্ধতি বলতে কোন লক্ষ্য অর্জনের জন্য একটি সচেতন ও সুপরিকল্পিত উপায়কে বুঝায়"-উক্তিটি কার? ক) রিচার্ড ওয়েস্টলার খ) এইচ বি ট্রেকার গ) ম্যাকাইভার ঘ) চার্লস ডিকেন্স উত্তর: খ) এইচ বি ট্রেকার ৪. সমাজকর্মের কোন পদ্ধতিতে সর্বপ্রথম স্বীকৃতি পায়? ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম গ) সমষ্টি উন্নয়ন ঘ) সমাজকর্ম গবেষণা উত্তর: ক) ব্যক্তি সমাজকর্ম ৫. ব্যক্তি সমাজকর্মের আত্মা হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? ক) উপাদান খ) ক্রিয়া গ) নীতিমালা ঘ)র্ যাপো উত্তর: ক) উপাদান ৬. ঝড়পরধষ ঈধংব ডড়ৎশ: অ চৎড়নষবস ঝড়ষারহম চৎড়পবংং গ্রন্থের লেখক কে? ক) এইচ.এইচ পার্লম্যান খ) জোয়ান লুইস ভিভস গ) বেঞ্জামিন থমসন ঘ) এনা এল ডয়েস উত্তর: খ) জোয়ান লুইস ভিভস ৭. র্'যাপো'কে ব্যক্তি সমাজকর্মের 'প্রাণ' বলেছেন- ক)জবী.অ.ঝশরফসড়ৎব ্‌ধসঢ়; ঙঃযবৎং খ) ঋবষরী চ.ইরবংঃবশ গ) ঈ.ঐ. ঈড়ড়ষু ঘ) ঝধসহবৎ উত্তর:খ) ঋবষরী চ.ইরবংঃবশ ৮. কোন পদ্ধতিকে সমাজকর্ম পদ্ধতির 'জননী' বলা হয়?  ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম গ) সমষ্টি সমাজকর্ম ঘ) সমাজকর্ম গবেষণা উত্তর: ক) ব্যক্তি সমাজকর্ম ৯. ব্যক্তি সমাজকর্ম সমস্যাযুক্ত ব্যক্তিদের সাহায্য করে- র) প্রতিভার বিকাশ ঘটিয়ে রর) স্বাবলম্বী করার মাধ্যমে ররর) মানসিক চাহিদা পূরণের মাধ্যমে  নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর  উত্তর: ক) র ও রর ১০. ব্যক্তি সমাজকর্মের পেশাগত জ্ঞানের অধিকারী কে? ক) দলীয় প্রতিনিধি খ) পেশাদার প্রতিনিধি গ) সরকারি প্রতিনিধি ঘ) মনোনীত প্রতিনিধি উত্তর: খ) পেশাদার প্রতিনিধি ১১. সমাজকর্মের প্রথম মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের ধারণা দেন কে? ক) এইচ এইচ পার্লম্যান খ) মেরি রিচমন্ড গ) বেঞ্জামিন থমসন ঘ) এনা এল ডয়েস উত্তর: ক) এইচ এইচ পার্লম্যান ১২. সমাজকর্ম পদ্ধতি বলতে বুঝায়- ক) লক্ষ্য অর্জনের জন্য গৃহীত আইন খ) সমস্যা সমাধানের বিশেষ পদ্ধতি গ) লক্ষ্য অর্জনের জন্য সচেতন ও পরিকল্পিত উপায় ঘ) সমস্যা সমাধানের আইনগত পদ্ধতি উত্তর:গ) লক্ষ্য অর্জনের জন্য সচেতন ও পরিকল্পিত উপায় ১৩. ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি? ক) ২টি খ) ৩টি  গ) ৪টি ঘ) ৫টি উত্তর: ঘ) ৫টি ১৪. সার্হাযর্থীর সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে সহায়তা করে- ক) আত্মসচেতনতা খ) আত্মনিয়ন্ত্রণ অধিকার গ) ব্যক্তি স্বাত্যন্ত্রীকরণ ঘ) সামজিক ন্যায় বিচার উত্তর:খ) আত্মনিয়ন্ত্রণ অধিকার ১৫. সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতি কয়টি? ক) ৬টি খ) ৫টি গ) ৪টি ঘ) ৩টি উত্তর: ক) ৬টি ১৬. সমাজকর্মের ভাষায় ব্যক্তিকে কী বলা হয়? ক) ক্লায়েন্ট খ) রোগী গ) প্রতিনিধি ঘ) সমস্যাগ্রস্থ উত্তর: ক) ক্লায়েন্ট ১৭. সমাজকর্মে পদ্ধতি বলতে বোঝায়- র) কাজ সম্পাদনের সহজ উপায় রর) কাজ সম্পাদনের সুশৃঙ্খল উপায় ররর) কাজ সম্পাদনের পরিকল্পিত উপায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর  উত্তর: গ) রর ও ররর ১৮. ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের প্রথম স্তর কোনটি? ক) সমস্যা নির্ণয় খ) মনোঃসামাজিক অনুধ্যান গ) সমাধান ঘ) পেশাগত সম্পর্ক তৈরি উত্তর:খ) মনোঃসামাজিক অনুধ্যান ১৯. কে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিায়াকে 'ব্যক্তি সমাজকর্মের দেহ' বলেছেন? ক)জবী.অ.ঝশরফসড়ৎব ্‌ধসঢ়; ঙঃযবৎং খ) ঋবষরী চ.ইরবংঃবশ গ) ঈ.ঐ. ঈড়ড়ষু ঘ) ঝধসহবৎ  উত্তর: ঘ) ঝধসহবৎ   হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়