নোবিপ্রবিতে সেমিনার

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'ফোর্থ আইআর : বাংলাদেশ অ্যাকুয়াকালচার পার্সপেক্টিভ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের উদ্যোগে ১৮ ফেব্রম্নয়ারি এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সেশন চেয়ারে ছিলেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদী মাহমুদুল হাসান এবং ভোট অব থ্যাংকস হিসেবে গবেষণা উপস্থাপন করেন একই বিভাগের অধ্যাপক ড. আব্দুলস্নাহ আল মামুন। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে গবেষণা উপস্থাপন করেন ডিপার্টমেন্ট অব ফিশারিজ-এর সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর (বস্নু-ইকোনমি) ড. মো. তানভীর হোসাইন চৌধুরী। আলোচনায় বক্তারা চতুর্থ শিল্পবিপস্নবের বিভিন্ন প্রয়োগগুলো কীভাবে বাংলাদেশের অ্যাকুয়াকালচারে ব্যবহার করা হচ্ছে, কি কি সুযোগ রয়েছে, চ্যালেঞ্জগুলো কি কি, ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি বিষয় তুলে ধরেন।