শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
জানার আছে অনেক কিছু
কামরুল হাসান

প্রশ্ন:বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?

উত্তর:শিল্পী কামরুল হাসান।

প্রশ্ন:বাংলাদেশের সাংবিধানিক নাম কি?

উত্তর:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

প্রশ্ন:বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে?

উত্তর:উইলিয়াম এ এস ওডারল্যান্ড।

প্রশ্ন:জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়?

উত্তর:১৯৮৮ সালে।

প্রশ্ন:পৃথিবীর বৃহত্তম দ্বীপ এর নাম কি?

উত্তর:গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)

প্রশ্ন:স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তর:কালুরঘাট, চট্টগ্রাম।

প্রশ্ন:স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?

উত্তর:এম আর আখতার মুকুল।

প্রশ্ন:দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?

উত্তর:১৯৩৯ সালে।

প্রশ্ন:অঞগ-এর জনক কে?

উত্তর:জন শেফার্ড ব্যারন।

প্রশ্ন:দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?

উত্তর:২০১১ সালে।

প্রশ্ন:জাপানের বৃহত্তম দ্বীপ এর নাম কী?

উত্তর:হনসু।

প্রশ্ন:দ্বীপদেশ ব্রম্ননাইয়ের রাজধানীর নাম কী?

উত্তর:বন্দর সেরি বেগাওয়ান।

প্রশ্ন:জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর:১৯৪৫ সালে।

প্রশ্ন:কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী কে?

উত্তর:জর্জ হ্যারিসন।

প্রশ্ন:চির শান্তির শহর বলা হয় কোন শহর কে?

উত্তর:রোম শহরকে।

প্রশ্ন:এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?

উত্তর:২০১৫ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে