বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আমার পরিচয়

২৭. কৈবর্ত বিদোহের নেতা ছিলেন কে?

ক. মহীপাল খ. দিব্য

গ. তিতুমীর ঘ. হাজী শরিয়তউলস্নাহ

উত্তর: খ. দিব্য

২৮. কত সালে বঙ্গে পাল যুগের সূচনা হয়?

ক. ৬৫০ সালে খ. ৭৫০ সালে

গ. ৮৫০ সালে ঘ. ৯৫০ সালে

উত্তর: খ. ৭৫০ সালে

২৯. বঙ্গে পাল যুগের সূচনা করেন কে?

ক. গোপাল খ. মহীপাল

গ. ধর্মপাল ঘ. দেবপাল

উত্তর: ক. গোপাল

৩০. পাল বংশের রাজত্ব টিকে ছিল কত বছর?

ক. একশত বছর খ. দুইশত বছর

গ. তিনশত বছর ঘ. চারশত বছর

উত্তর: ঘ. চারশত বছর

৩১. পাহাড়পুরের বৌদ্ধ বিহার কোন জেলায় অবস্থিত?

ক. রাজশাহী খ. কুমিলস্না

গ. নওগাঁ ঘ. বগুড়া

উত্তর: গ. নওগাঁ

৩২. পাহাড়পুরের বৌদ্ধবিহার কত সালে আবিষ্কৃত হয়?

ক. ১৮৭৯ সালে খ. ১৮৮০ সালে

গ. ১৮৮১ সালে ঘ. ১৮৮২ সালে

উত্তর: ক. ১৮৭৯ সালে

৩৩. পাহাড়পুর বৌদ্ধবিহার তৈরি করেছিলেন কে?

ক. গোপাল খ. মহীপাল

গ. ধর্মপাল ঘ. স্যার কানিংহাম

উত্তর: গ. ধর্মপাল

৩৪. ছোট সোনামসজিদ কোন জেলায় অবস্থিত?

ক. নওগাঁ খ. রাজশাহী

গ. চাঁপাই-নবাবগঞ্জ ঘ. পাবনা

উত্তর: গ. চাঁপাই-নবাবগঞ্জ

৩৫. বাংলার বারোভূঁইয়াদের নেতা ছিলেন কে?

ক. কেদার রায় খ. ঈসা খা

গ. প্রতাপাদিত্য ঘ. চাদ রায়

উত্তর: খ. ঈসা খা

৩৬. বারোভূঁইয়াগণ কোন শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করেন?

ক. মোগল খ. পাল

গ. কররানি ঘ. সেন

উত্তর: ক. মোগল

৩৭. বাঙালির বিদ্রোহী চেতনার ধারক নিচের কোন ব্যক্তিত্ব?

ক. অবন ঠাকুর খ. জয়নুল আবেদিন

গ. ধর্মপাল ঘ. তিতুমীর

উত্তর: ঘ. তিতুমীর

৩৮. পাল যুগের কোন বিষয়টি সবচেয়ে লক্ষণীয়?

ক. শিক্ষা সাহিত্যের বিকাশ

খ. সুশাসন প্রতিষ্ঠা

গ. ধর্মীয় সংস্কার

ঘ. বিদেশি শক্তির বিরুদ্ধাচরণ

উত্তর: ক. শিক্ষা সাহিত্যের বিকাশ

৩৯. বাঙালির জাতিসত্তা গঠনে চর্যাপদ কীভাবে ভূমিকা রেখেছে?

ক. বিপস্নব-বিদ্রোহের অনুপ্রেরণা দিয়ে

খ. ব্যবসায়-বণিজ্যের পদ্ধতি শিখিয়ে

গ. অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয় উলেস্নখ করে

ঘ. শিক্ষা বিস্তারের পদ্ধতি শিখিয়ে

উত্তর: গ. অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয় উলেস্নখ করে

৪০. শিল্পাচার্য হিসেবে খ্যাত কে?

ক. অবন ঠাকুর খ. জয়নুল আবেদিন

গ. রবীন্দ্রনাথ ঘ. কাজী নজরুল

উত্তর: খ. জয়নুল আবেদিন

৪১. 'আমার পরিচয়' কবিতায় কবি এসেছেন-

র. বাঙালির হাজার বছরের ঐতিহ্য থেকে

রর. বাংলার আলপথ দিয়ে

ররর. বিদেশি শক্তির সাহায্যে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ক. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।

রুম্মন টিভিতে একটি ম্যাগাজিন অনুষ্ঠান দেখছিল। অনুষ্ঠানে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে পুরস্কৃত করা হয়। কারণ ঐ ব্যক্তি বাংলা ভাষা ও সাহিত্য-ঐতিহ্যের প্রথম গ্রন্থটি মুখস্থ করেছে। লোকটি দর্শকদের গ্রন্থটির কিছু অংশ আবৃত্তি করে শোনায়।

৪২. উদ্দীপকে 'আমার পরিচয়' কবিতায় উলিস্নখিত কোন গ্রন্থের কথা বলা হয়েছে-

ক. চর্যাপদ খ. গীতাঞ্জলি

গ. অগ্নিবীণা ঘ. মঙ্গলকাব্য

উত্তর: ক. চর্যাপদ

৪৩. উদ্দীপকের লোকটির আবৃত্তি করা গ্রন্থে প্রকাশ পেয়েছে-

র. প্রাচীন বাংলার সাধারণ মানুষের জীবনচিত্র

রর. অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয়

ররর. বাঙালির প্রাচীন বিদ্রোহের ঐতিহ্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ক. র ও রর

সাহিত্যের রূপ ও রীতি

১. 'সাহিত্যের রূপ ও রীতি' প্রবন্ধের লেখক কে?

ক. প্রমথ চৌধুরী খ. হায়াৎ মামুদ

গ. শওকত ওসমান ঘ. হুমায়ুন আজাদ

উত্তর: খ. হায়াৎ মামুদ

২. হায়াৎ মামুদ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৯৩৯ খ. ১৯৪৯

গ. ১৯৩৫ ঘ. ১৯৪০

উত্তর: ক. ১৯৩৯

৩. হায়াৎ মামুদের জন্ম তারিখ কোনটি?

ক. ৫ই মে খ. ২৫শে মে

গ. ২রা জুলাই ঘ. ৬ই জুলাই

উত্তর: গ. ২রা জুলাই

৪. পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া গ্রামে কে জন্মগ্রহণ করেন?

ক. বনফুল খ. ফররুখ আহমদ

গ. হায়াৎ মামুদ ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তর:গ. হায়াৎ মামুদ

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে