বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আইইউবিতে ফিজিকস আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আইইউবিতে ফিজিকস আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত
আইইউবিতে ফিজিকস আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এ 'ঢাকা-নর্থ আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াড-২০২৫' অনুষ্ঠিত হয়েছে। ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেসের উদ্যোগে ১৪ ফেব্রম্নয়ারি এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নওরীন আহসান এবং অধ্যাপক ড. খন্দকার সাদাত হোসেন। এছাড়াও আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ডিন ড. হাবীব বিন মুজাফফার, ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেসের বিভাগীয় প্রধান ড. ফরহাদ আলম, আমন্ত্রিত অতিথি ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় তিন শতাধিক স্কুল ও কলেজের এক হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চারটি শ্রেণিতে প্রায় ৩৫০ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে