এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
একাত্তরের দিনগুলি ৪৫. হায়দারদের অতর্কিত হামলায় প্রথমেই কোনটি বিশৃঙ্খল হয়ে পড়ে? ক. গ্রামীণ জনপদ খ. সড়কপথ গ. আকাশপথ ঘ. ঢাকায় নগর জীবন উত্তর:ঘ.ঢাকায় নগর জীবন ৪৬. 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা কী ব্যক্ত করেছেন? ক.বেদনা খ.সাহিত্য চেতনা গ.মনের আকাঙ্‌ক্ষা ঘ.প্রচন্ড হতাশা উত্তর:ক.বেদনা ৪৭. গোয়েবলস কে ছিল? ক.লেখক খ.সাংবাদিক গ.হিটলারের সহযোগী ঘ.কুখ্যাত সম্রাট উত্তর:গ. হিটলারের সহযোগী ৪৮. কথিকা অর্থ কী? ক.কথোপকথন খ.কথামালা গ.ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা ঘ.ছোট কবিতা উত্তর:গ.ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা ৪৯. 'বেয়নেট' শব্দের অর্থ কী? ক.বন্দুকে লাগানো বিষাক্ত ছুরি খ.বন্দুক গ.কার্তুজ ঘ.তলোয়ার উত্তর: ক. বন্দুকে লাগানো বিষাক্ত ছুরি ৫০. বিরান শব্দের অর্থ কী? ক.বিষণ্ন খ.জনমানবহীন গ.বর্ণহীন ঘ.বৃক্ষ উত্তর:খ. জনমানবহীন আমার পরিচয় ১. 'আমার পরিচয়' কবিতায় কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উলেস্নখ আছে? ক. বৌদ্ধবিহার খ. সোনামসজিদ গ. জাদুঘর ঘ. পলিমাটি উত্তর: ক. বৌদ্ধবিহার ২. পাহাড়পুরের বৌদ্ধবিহার আবিষ্কার করেন কে? ক. হরপ্রসাদ শাস্ত্রী খ. স্যার কানিংহাম গ. সুফি মোস্তাফিজুর রহমান ঘ. লুই আই কান উত্তর: খ. স্যার কানিংহাম ৩. 'বৃষ্টি ও বিদ্রোহীগণ' সৈয়দ শামসুল হকের কী ধরনের রচনা? ক. কবিতা খ. গল্প গ. নাটক ঘ. উপন্যাস উত্তর: ঘ. উপন্যাস ৪. 'আমার পরিচয়' কবিতার কবি সৈয়দ শামসুল হক কোথায় জন্মেছেন? ক. নওগাঁ খ. রাজশাহী গ. কুড়িগ্রাম ঘ. পাবনা উত্তর:গ.কুড়িগ্রাম ৫. 'আমার পরিচয়' কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত? ক. অগ্নি ও জলের কবিতা খ. শীত বিকেল গ. কিশোর কবিতা সমগ্র ঘ. রক্তগোলাপ উত্তর: গ. কিশোর কবিতা সমগ্র ৬. 'আমার পরিচয়' কবিতায় কবি সওদাগরের ডিঙার বহর বলতে কী বুঝিয়েছেন? ক. নদ-নদীর ঐতিহ্য খ. ব্যবসায়-বাণিজ্যের ঐতিহ্য গ. মাঝি-মালস্নার ইতিহাস ঘ. বাংলা আক্রমণের ইতিহাস উত্তর: খ. ব্যবসায়-বাণিজ্যের ঐতিহ্য ৭. 'আমার পরিচয়' কবিতায় উলিস্নখিত 'কমলার দীঘি' কী? ক. বাংলার একটি বিখ্যাত দীঘি খ. মৈমনসিংহ গীতিকার একটি পালা গ. পাহাড়পুরে অবস্থিত প্রাচীন দীঘি ঘ. পাল রাজাদের ব্যবহৃত দীঘি উত্তর: খ. মৈমনসিংহ গীতিকার একটি পালা ৮. 'আমার পরিচয়' কবিতায় কবি কোথায় জন্মেছেন বলে উলেস্নখ রয়েছে? ক. বাংলাদেশে খ. ইংল্যান্ডে গ. জাপানে ঘ. চীনে উত্তর: ক. বাংলাদেশে ৯. 'আমার পরিচয়' কবিতার কবি কোন ভাষায় কথা বলেন? ক. বাংলায় খ. উর্দুতে গ. আরবিতে ঘ. ইংরেজিতে উত্তর: ক. বাংলায় ১০. 'আমার পরিচয়' কবিতায় কবি বাংলার আলপথ দিয়ে কত বছর চলেন? ক. একশত বছর খ. তেরোশত বছর গ. হাজার বছর ঘ. লক্ষ বছর উত্তর: গ. হাজার বছর ১১. 'আমার পরিচয়' কবিতায় কবি পলিমাটি কোমলে কীভাবে চলেন? ক. ধীরগতিতে খ. খুব দ্রম্নত গ. চলার চিহ্ন ফেলে ঘ. চলার চিহ্ন লুকিয়ে উত্তর: গ. চলার চিহ্ন ফেলে ১২. তেরোশত নদী কবিকে কী শুধায়? ক. কোথা থেকে তুমি এলে? খ. তোমার নাম কী? গ. তুমি কোথায় এসেছ? ঘ. তুমি কীভাবে এলে? উত্তর: ক. কোথা থেকে তুমি এলে? ১৩. 'আমার পরিচয়' কবিতার কবি চর্যাপদের কী থেকে এসেছেন? ক. অক্ষর খ. ছন্দ গ. ভাব ঘ. আবৃত্তি উত্তর: ক. অক্ষর ১৪. কবি কার ডিঙার বহর থেকে এসেছেন? ক. মাঝির খ. নাবিকের গ. সওদাগরের ঘ. জেলের উত্তর: গ. সওদাগরের ১৫. কবি কোন বিদ্রোহী গ্রাম থেকে আসার কথা বলেছেন? ক. কৈবর্তের খ. পাল যুগের গ. তিতুমীরের ঘ. সাঁওতালদের উত্তর: ক. কৈবর্তের ১৬. কবি কোন যুগের চিত্রকলা থেকে এসেছেন? ক. সেন যুগের খ. পাল যুগের গ. গুপ্ত যুগের ঘ. মৌর্য যুগের উত্তর: খ. পাল যুগের ১৭. 'আমার পরিচয়' কবিতায় বাঙালি কোন বৌদ্ধবিহার থেকে এসেছে বলে উলেস্নখ আছে? ক. পাহাড়পুর খ. নালন্দা গ. ময়নামতি ঘ. তক্ষশিলা উত্তর: ক. পাহাড়পুর ১৮. 'আমার পরিচয়' কবিতায় বাঙালি বরেন্দ্রভূমির কী থেকে এসেছে বলে উলেস্নখ আছে? ক. বৌদ্ধবিহার খ. সোনামসজিদ গ. জাদুঘর ঘ. পলিমাটি উত্তর: খ. সোনামসজিদ ১৯. 'আমার পরিচয়' কবিতায় কাদের সার্বভৌম বলা হয়েছে? ক. পাল রাজাদের খ. মুঘলদের গ. বারভূঁইয়াদের ঘ. সেনদের উত্তর: গ. বারভূঁইয়াদের ২০. 'আমার পরিচয়' কবিতায় বাঙালি জাতির কোন বীজমন্ত্রটির কথা বলা হয়েছে? ক. মানুষ মানুষের জন্য খ. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম গ. আমরা বাঙালি, আমরা এক জাতি ঘ. সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই উত্তর: ঘ. সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই ২১. 'আমার পরিচয়' কবিতায় ব্যবহৃত 'আলপথ' শব্দের অর্থ কী? ক. সরুপথ খ. দীর্ঘ পথ গ. জমির সীমানা ঘ. দুর্গম পথ উত্তর: গ. জমির সীমানা ২২. বাংলা ভাষা ও সাহিত্য-ঐতিহ্যের প্রথম নিদর্শন কী? ক. গীতাঞ্জলি খ. চর্যাপদ গ. অগ্নিবীণা ঘ. মহুয়ার পালা উত্তর: খ. চর্যাপদ ২৩. চর্যাপদের পান্ডুলিপি উদ্ধার করেন কে? ক. অবন ঠাকুর খ. জয়নুল আবেদিন গ. হরপ্রসাদ শাস্ত্রী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর: গ. হরপ্রসাদ শাস্ত্রী ২৪. চর্যাপদের পান্ডুলিপি কোন দেশ থেকে উদ্ধার করা হয়? ক. নেপাল খ. ইংল্যান্ড গ. ভুটান ঘ. শ্রীলঙ্কা উত্তর: ক. নেপাল ২৫. প্রাচীন বাংলার অতি সাধারণ মানুষের প্রাণময় জীবনচিত্র ফুটে উঠেছে কোনটিতে? ক. চর্যাপদে খ. গীতাঞ্জলিতে গ. অগ্নিবীণায় ঘ. মহুয়ার পালায় উত্তর: ক. চর্যাপদে ২৬. চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা আছে কিসে? ক. মঙ্গল কাব্যে খ. চর্যাপদে গ. শ্রীকৃষ্ণকীর্তনে ঘ. মহুয়ার পালায় উত্তর: ক. মঙ্গল কাব্যে হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়