২৯. সৌর বিদু্যতের মুল উৎস কোনটি?
ক. আলো খ. বায়ু
গ.মাটি ঘ. পানি
উত্তর: আলো
৩০. সূর্যের আলো থেকে যে বিদু্যৎ উৎপাদন করা হয় তাকে কী বলে?
ক. চুম্বক বিদু্যৎ
খ. সৌর বিদু্যৎ
গ. তাপ বিদু্যৎ
ঘ. রাসায়নিক বিদু্যৎ
উত্তর:সৌর বিদু্যৎ
৩১. চলমান বস্তুর গতি কোন ধরনের?
ক. বিদু্যৎ খ. তাপ
গ. যান্ত্রিক ঘ. রাসায়নিক
উত্তর:যান্ত্রিক
৩২. কোন শক্তির মাধ্যমে আমরা গান ও সংগীত শুনি?
ক. গতিশক্তি খ. শব্দ শক্তি
গ. রাসায়নিক শক্তি ঘ. বিদু্য শক্তি
উত্তর: শব্দ শক্তি
৩৩. তোমার বাবার কেনা মোটর গাড়িটি কোন শক্তি ব্যবহার করে চলে?
ক. তাপ শক্তি খ. যান্ত্রিক শক্তি
গ. বায়ু শক্তি ঘ. শব্দ শক্তি
উত্তর:যান্ত্রিক শক্তি
৩৪. সাইকেল চালানোর সময় ব্যবহার হয়?
ক. পেশিশক্তি খ. যান্ত্রিক শক্তি
গ.তাপ শক্তি ঘ. রাসায়নিক শক্তি
উত্তর:পেশিশক্তি
৩৫. নিচের কোনটি আলোক শক্তির উৎস?
ক. বায়ু প্রবাহ খ. ওয়াশিং মেশিন
গ. মোমবাতি ঘ. বৈদু্যতিক ইষি
উত্তর:মোমবাতি
৩৬. বৈদু্যতিক পাখা চলে কোন শক্তিতে?
ক. তাপ শক্তি খ. চুম্বক শক্তি
গ. রাসায়নিক শক্তি ঘ. বিদু্যৎ শক্তি
উত্তর: বিদু্যৎ শক্তি
৩৭. কোনটি শক্তির উৎস?
ক. কয়লা খ. তেল
গ. পাথর ঘ. ক ও খ সঠিক
উত্তর: ক ও খ সঠিক
৩৮. আমরা শক্তির উৎস থেকে নিচের কোনটি পাই?
ক. তাপ খ. আলো
গ. বিদু্যৎ ঘ. সবগুলো
উত্তর:সবগুলো
৩৯. কোনটি শক্তির উৎস নয়?
ক. তেল খ. গ্যাস
গ. খাদ্য ঘ. লোহা
উত্তর:লোহা
৪০. রেহেনা সাইকেল চালিয়ে স্কুলে আসা যাওয়া করে এখানে সাইকেলের চলা কোন ধরনের শক্তি?
ক. তাপ খ. স্থিতি
গ. গতি ঘ. বিদু্যৎ
উত্তর:গতি
৪১. আমরা দৈনন্দিন নানান কাজে বিদু্যৎ শক্তি ব্যবহার করি। নিচের কোন ক্ষেত্রে বিদু্যৎ শক্তি ব্যবহৃত হয়?
ক. মোমবাতি জ্বালাতে
খ. সাইকেল চালাতে
গ. টেলিভিশন দেখাতে
ঘ. স্কুলে ঘন্টা বাজাতে
উত্তর: টেলিভিশন দেখাতে
৪২. বিদু্যৎ শক্তির রুপান্তর আলো শব্দ্ এবং তাপ ইত্যাদি বৈজ্ঞানিক শক্তির জ্ঞান ব্যবহার করে নিচের কোন প্রযুক্তটি আমরা ব্যবহার করে থাকি?
ক. রেফ্রিজারেটর খ. এয়ার কন্ডিশনার
গ. বৈদু্যতিক বাতি ঘ. টেলিভিশন
উত্তর:টেলিভিশন
৪৩. জলস্রোতকে কাজে লাগিয়ে কোন শক্তি উৎপন্ন করা হয়?
ক. চুম্বক শক্তি খ. তাপশক্তি
গ. বিদু্যৎশক্তি ঘ. রাসায়নিক শক্তি
উত্তর:বিদু্যৎশক্তি
৪৪. কীসের মধ্যদিয়ে শক্তির অবনতিঘটে?
ক. কাজ করার মধ্যে দিয়ে
খ. প্রয়োগের মধ্য দিয়ে
গ. অবস্থার মধ্য দিয়ে
ঘ. রূপান্তরের মধ্য দিয়ে
উত্তর: রূপান্তরের মধ্য দিয়ে
৪৫. শক্তির রুপের পরিবর্তনকে কী বলে?
ক. কয়লার রূপান্তর
খ.আলোর রূপান্তর
গ. তাপের রূপান্তর
ঘ. শক্তির রূপান্তর
উত্তর: শক্তির রূপান্তর
৪৬. সূর্য থেকে পাওয়া শক্তিকে কী বলে?
ক. সৌরশক্তি খ. তাপশক্তি
গ. আলো ও তাপশক্তি ঘ. কোনটিই নয়
উত্তর: সৌরশক্তি
৪৭. সৌর প্যানেল দ্বারা কোন শক্তি উৎপন্ন হয়?
ক. তাপ খ. আলো
গ. বিদু্যৎ ঘ. রাসায়নিক
উত্তর: বিদু্যৎ
৪৮. কীসের সাহায্য সৌরশক্তিকে বিদু্যৎ শক্তিতে রূপান্তর করা হয?
ক. ব্যাটারি খ. গ্যাস জেনারেটর
গ. সোলার প্যানেল ঘ. ইউন্ডমিল
উত্তর:সোলার প্যানেল।
৪৯. শক্তিকে কী করা যায় না?
ক. ধ্বংস খ. ব্যবহার
গ. রুপান্তরিত ঘ. সঞ্চালিত
\হ উত্তর: ধ্বংস
৫০. নিচের কোনটি কঠিন পদার্থ?
ক. জলীয় বাষ্প খ. তেল
গ. পানি ঘ. কয়লা
উত্তর: কয়লা
৫১. উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে?
ক. শব্দ খ. আলো গ. তাপ ঘ. বিদু্যৎ
উত্তর: আলো
৫২. খাদ্যে নিচের কোন শক্তিটি থাকে?
ক. আলোক শক্তি খ. তাপ শক্তি
গ. যান্ত্রিক শক্তি ঘ. রাসায়নিক শক্তি
উত্তর: রাসায়নিক শক্তি