ঢাবিতে প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'ট্রেনিং প্রোগ্রাম: ফাউন্ডেশন সার্টিফিকেট ইউনিভার্সিটি টিচিং অ্যান্ড লার্নিং' শীর্ষক ১৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ১৬ ফেব্রম্নয়ারি এ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। এ সময় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এম রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউলস্নাহ চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।