বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণ

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চারুকলা বিভাগ বসন্তবরণ উৎসব করেছে।

বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ১৬ ফেব্রম্নয়ারি এ উৎসবের আয়োজন করা হয়। এ সময় বিভাগের শিক্ষার্থীরা নাচ-গান, কবিতা পাঠ, নাটক মঞ্চায়ন, চিত্র প্রদর্শনী ও হাতে আলতা-মেহেদী লাগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

উৎসবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুলস্নাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসান উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুলস্নাহ বলেন, চারুকলা একটি শিল্প। শিল্পের কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সবসময় বসন্তের আনন্দের মধ্য দিয়ে যায়। তাই প্রত্যাশা করি, আমাদের হৃদয় শিল্পীদের হৃদয়ের মতো সুশোভিত হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে