জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান কত? উত্তর: ১১.৩৮% (স্থিরমূল্যে) ২০২২-২৩, বিবিএস, ২০২৪। প্রশ্ন: বাংলাদেশে 'কৃষি দিবস' কবে উদযাপিত হয়? উত্তর: পহেলা অগ্রহায়ণ। প্রশ্ন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেগুনের জাত কী? উত্তর: শুকতারা। প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি কবে অনুষ্ঠিত হয়? উত্তর: ১৯৭৭ সালে। প্রশ্ন: একটি দেশের জনসংখ্যা আনুষ্ঠানিকভাবে গণনা করাকে কী বলে? উত্তর: জনশুমারি। প্রশ্ন: স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম জনশুমারি কবে অনুষ্ঠিত হয়? উত্তর: ১৯৭৪ সালে। প্রশ্ন: প্রতি বর্গকিলোমিটারে সবচেয়ে কম লোক কোথায় বাস করে? উত্তর: বান্দরবানে। প্রশ্ন: বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা কতটি? উত্তর: ৫০টি। প্রশ্ন: মা ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি এলাকায় কী নামে পরিচিত? উত্তর: মারমা নামে। প্রশ্ন: ওরাওঁ জনগোষ্ঠী কোথায় বসবাস করে? উত্তর: রাজশাহী-দিনাজপুর। প্রশ্ন: রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কী? উত্তর: বুদ্ধ পূর্ণিমা। প্রশ্ন: খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত? উত্তর: পুঞ্জি নামে। প্রশ্ন: গারো নৃগোষ্ঠীর ভাষার নাম কী? উত্তর: 'আচিক খুসিক'। প্রশ্ন: ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম কী? উত্তর: মান্দি। প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি? উত্তর: চাকমা। প্রশ্ন: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রথম প্রতিষ্ঠানের নাম কী? উত্তর: মণিপুরী।