এসএসসি পরীক্ষার প্রস্তুতি
প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
একাত্তরের দিনগুলি
২০. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আবু মোহাম্মদ আলী ছদ্মনামে ইংরেজি খবর ও ভাষ্য পাঠ করতেন কে?
ক. আলী যাকের খ. আবদুল জব্বার
গ.অজিত রায় ঘ.হাসান ইমাম
উত্তর:ক.আলী যাকের
২১. আলমগীর কবির কোন ছদ্মনামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কণ্ঠযুদ্ধে যোগ দেন?
ক. সালেহ আহমেদ খ. আবদুল জব্বার
গ. আলী আহসান ঘ. আহমেদ চৌধুরী
উত্তর:ঘ. আহমেদ চৌধুরী
২২. 'একাত্তরের দিনগুলি' রচনায় কোন দিন রাতে মুষলধারে বৃষ্টি হয়েছিল?
ক. শনিবার খ. রবিবার
গ. সোমবার ঘ. মঙ্গলবার
উত্তর:ক. শনিবার
২৩. 'একাত্তরের দিনগুলি' রচনায় দিনভর বৃষ্টি হয় কখন?
ক. শনিবার খ. রবিবার
গ. সোমবার ঘ. মঙ্গলবার
উত্তর:খ. রবিবার
২৪. 'রোদ হয় বৃষ্টি হয়, খ্যাক-শিয়ালির বিয়ে হয়। ' ছড়াটি কাটছিল কে?
ক. রুমী খ. জামী
গ. জাহানারা ইমাম ঘ. শরীফ
উত্তর:খ. জামী
২৫. করিম জাহানারা ইমামের পরিবারের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হলো কেন?
ক. কাছেই বুড়িগঙ্গা নদী বলে
খ. কাছেই বিশ্ববিদ্যালয়ের হল বলে
গ. কাছেই মিলিটারি ক্যাম্প বলে
ঘ. কাছেই সেনানিবাস বলে
উত্তর: খ. কাছেই বিশ্ববিদ্যালয়ের হল বলে
২৬. সব খালি, বিরান- 'একাত্তরের দিনগুলি' রচনায় কিসের কথা বলা হয়েছে?
ক. সেনানিবাস খ. সরকারি কোয়ার্টার
গ. বিশ্ববিদ্যালয়ের হল ঘ. রেডিও স্টেশন
উত্তর:গ. বিশ্ববিদ্যালয়ের হল
২৭. জাহানারা ইমামের বাসা কোন এলাকায় ছিল?
ক. শান্তিনগর খ. এলিফ্যান্ট রোড
গ. হাতিরপুল ঘ. মগবাজার
উত্তর:খ. এলিফ্যান্ট রোড
২৮. জাহানারা ইমামকে 'একাত্তরের দিনগুলি' রচনায় বর্ণিত করিম কী বলে সম্বোধন করে?
ক. চাচিজান খ. খালাজান
গ. মামিজান ঘ. ফুফুজান
উত্তর: ঘ. ফুফুজান
২৯. জাহানারা ইমামের শ্বশুর কী ছিলেন?
ক. অন্ধ খ. বোবা
গ. পঙ্গু ঘ. অসুস্থ
উত্তর:ক. অন্ধ
৩০. 'নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে'- 'একাত্তরের দিনগুলি' রচনায় উক্তিটি কার?
ক. লেখিকার খ. করিমের
গ. মাঝির ঘ. দোকানির
উত্তর:খ. করিমের
৩১. 'একাত্তরের দিনগুলি' রচনায় কোন গাছের উলেস্নখ আছে?
ক. শিউলি খ. বকুল
গ. গোলাপ ঘ. গন্ধরাজ
উত্তর:গ. গোলাপ
৩২. মুক্তিযুদ্ধের সময় সারা দেশে কাদের অত্যাচার চলছিল?
ক. পাকিস্তানি হানাদারদের
খ. রাজাকারদের
গ. রক্ষীবাহিনীর
ঘ. সর্বহারাদের
উত্তর:ক. পাকিস্তানি হানাদারদের
৩৩. 'একাত্তরের দিনগুলি' রচনায় 'কর্তাদের' বলতে কাদের বোঝানো হয়েছে?
ক. মুক্তিযোদ্ধাদের
খ. পাকিস্তানি শাসকদের
গ. রাজাকারদের
ঘ. ভারতীয়দের
উত্তর:খ. পাকিস্তানি শাসকদের
৩৪. 'একাত্তরের দিনগুলি' রচনায় বুদ্ধিজীবীদের বিবৃতি কিসে ভরা ছিল?
ক. মিথ্যা ভাষণে খ. ভুল-ভ্রান্তিতে
গ. গুরুচন্ডালী দোষে ঘ. কটূক্তিতে
উত্তর:ক. মিথ্যা ভাষণে
৩৫. 'একাত্তরের দিনগুলি' রচনায় শরীফ লেখিকার কী হন?
ক. ভাই খ. স্বামী গ. বন্ধু ঘ. দেবর
উত্তর:খ. স্বামী
৩৬. 'একাত্তরের দিনগুলি' রচনায় মার্সি পিটিশন বিষয়ে জোরালো আপত্তি কে জানিয়েছিল?
ক. শরীফ খ. বাঁকা গ. ফকির ঘ. লেখক
উত্তর:ক. শরীফ
৩৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সালেহ আহমদ ছদ্মনামে কে সংবাদ পাঠ করতের?
ক. আলমগীর কবির খ. শিমুল কবির
গ. আলী যাকের ঘ.হাসান ইমাম
উত্তর:ঘ.হাসান ইমাম
৩৮. মতিয়ুর রহমানের পরিবার কত তারিখে করাচি থেকে ঢাকা এসেছে?
ক. ৫ই সেপ্টেম্বর খ. ১০ই সেপ্টেম্বর
গ. ১৫ই সেপ্টেম্বর ঘ. ২৯শে সেপ্টেম্বর
উত্তর:ঘ. ২৯শে সেপ্টেম্বর
৩৯. বাংলা বিভাগের মনিরুজ্জামান স্যারের শালী কে?
ক. মিসেস মতিয়ুর রহমান খ. ডলি
গ. মিসেস কামরুল
ঘ. মিসেস রাজু আহমেদ
উত্তর:ক. মিসেস মতিয়ুর রহমান
৪০. ১৬ই ডিসেম্বর কারা পালাতে গিয়ে বাঙালিকে খুন-জখম করে যাচ্ছিল?
ক. মুক্তিযোদ্ধারা খ. রাজাকাররা
গ. পাকিস্তানি সেনারা ঘ. গেরিলারা
উত্তর:গ. পাকিস্তানি সেনারা
৪১. ১৬ই ডিসেম্বর দুপুর থেকে সারা শহরে উত্তেজনা ছিল কেন?
ক. বেপরোয়া গুলিবর্ষণের কারণে
খ. বুদ্ধিজীবী হত্যার কারণে
গ. যত্রতত্র নাম দেখে
ঘ. পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবরে
উত্তর:ঘ. পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবরে
৪২. 'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা কোন নামটা আগে শোনেননি?
ক. সালেহ আহমদ খ. আবু মোহাম্মদ আলী
গ. আহমেদ চৌধুরী ঘ. আলমগীর কবির
উত্তর:ক. সালেহ আহমদ
৪৩. জাহানারা ইমামের কোন সন্তান মুক্তিযুদ্ধে শহিদ হন?
ক. জামী খ. রুমী
গ. বাঁকা ঘ. ফকির
উত্তর:খ. রুমী
৪৪. 'একাত্তরের দিনগুলি' রচনায় মার্সি পিটিশন না চাওয়ায় কী প্রকাশ পেয়েছে?
ক. আত্মমর্যাদা খ. আপসকামিতা
গ. অহংকার ঘ. উদাসীনতা
উত্তর:ক. আত্মমর্যাদা
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়