বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

১৩. অর্থনীতি ও সমাজকর্ম পরস্পর সম্পর্কযুক্ত কেন?

ক) উভয়ই সামাজিক বিজ্ঞান

খ) উভয়ই মানুষের আচরণ নিয়ে আলোচনা করে

গ) উভয়ই অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে

ঘ) উভয় জনগণকে স্বাবলম্বী করে

উত্তর:ক) উভয়ই সামাজিক বিজ্ঞান

১৪. সমাজকর্ম ও সাংবাদিকতা পেশার মধ্যে সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?

ক) শারীরিক সুস্থতা খ)জনমত গঠন

গ) মানসিক সুস্থতা ঘ)কর্মসংস্থান সৃষ্টি

উত্তর:খ)জনমত গঠন

১৫. ব্যক্তির আচরণ জানার মাধ্যমে নিজস্ব কর্মপদ্ধতির মাধ্যমে সামাজিক ভূমিকার উন্নয়নে হস্তক্ষেপ করে কোনটি?

ক) মনোবিজ্ঞান খ) সমাজবিজ্ঞান

গ) নৃবিজ্ঞান ঘ) সমাজকর্ম

উত্তর:ঘ) সমাজকর্ম

১৬. "মনোবিজ্ঞান হচ্ছে এমন এক আচরণের বিজ্ঞান, যা মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে।"-উক্তিটি কার?

ক) হার্বাট বিসনো খ) ই.এ. হোবেল

গ) জন বি ওয়াটসন ঘ) স্ক্রাইডার

উত্তর:গ)জন বি ওয়াটসন

১৭. সমাজবিজ্ঞান-এর ইংরেজি প্রতিশব্দ কী?

ক) ঝড়পরধষ ংপরবহপব

খ) ঝড়পরড়ষড়মু

গ) ঝড়পরধষ ড়িৎশ

ঘ) ঝড়পরধষ বিষভধৎব

উত্তর: গ) ঝড়পরধষ ড়িৎশ

১৮. জনবিজ্ঞান আলোচনা করে-

র) জনসংখ্যার লিঙ্গ, বয়স, বৈবাহিক অবস্থা

রর) মানুষের জন্মহার, মৃতু্যহার, স্থানান্তর

ররর) জনসংখ্যার আকৃতি, গঠন কাঠামো

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, রর ও ররর

১৯. সম্পদের প্রয়োজন মূলত কিসের জন্য?

ক) ভোগ বিলাসের জন্য

খ) ব্যবসা করার জন্য

গ) শিক্ষার জন্য

ঘ) চাহিদা পূরণের জন্য

উত্তর:ঘ) চাহিদা পূরণের জন্য

২০. নিজস্ব সম্পদের ভিত্তিতে সমস্যা সমাধানের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে কোনটি?

ক) সমাজকর্ম খ) সমাজবিজ্ঞান

গ) নৃবিজ্ঞান ঘ) মনোবিজ্ঞান

উত্তর:ক) সমাজকর্ম

২১. কোনটি পাঠের মাধ্যমে সামাজিক গঠন ও পরিচালনা সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়?

ক) সমাজকর্ম খ) মনোবিজ্ঞান

গ) নৃবিজ্ঞান ঘ) সমাজবিজ্ঞান

উত্তর:ঘ) সমাজবিজ্ঞান

২২. "অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান"-উক্তিটি কার?

ক) আলফ্রেড মার্শালের

খ) এডাম স্মিথের

গ) এল রবিন্সের

ঘ) লর্ড কিনসের

উত্তর:খ) এডাম স্মিথের

২৩. সমাজবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু হলো-

র) সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া

রর) সামাজিক গঠন-প্রকৃতি

ররর) সমাজ কাঠামো

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, রর ও ররর

২৪. সিভিস (ঈরারং) ও সিভিকাস (ঈরারপঁং) শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?

ক) গ্রিক খ) ফারসি

গ) ল্যাটিন ঘ) স্প্যানিশ

উত্তর:গ) ল্যাটিন

২৫. ংড়পরবঃু গ্রন্থটির লেখক কে?

ক) ম্যাকাইভার ও পেজ খ) গিডিংস

গ) ডুর্খেইম ঘ)ই.বি. টেনলর

উত্তর:ক) ম্যাকাইভার ও পেজ

২৬. নৃবিজ্ঞান আলোচনা করে-

র) মানুষের উৎপত্তি ও দৈহিক গঠন নিয়ে

রর) সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ নিয়ে

ররর) মানুষের আচরণ ও ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর:ক) র ও রর

২৭. "মানুষের সামগ্রিক পাঠ হলো নৃবিজ্ঞান।"- উক্তিটি করেছেন কে?

ক) নরম্যাস গুডম্যান খ) ম্যালিনোস্কি

গ) ইবি টেইলর ঘ) হোবেল

উত্তর:ঘ) হোবেল

২৮. অর্থনীতির জনক কে?

ক) আলফ্রেড মার্শাল খ) অ্যাডাম স্মিথ

গ) জন ডাল্টন ঘ)এল রবিন্স

উত্তর: খ) অ্যাডাম স্মিথ

২৯. কে সর্বপ্রথম ধহঃযৎড়ঢ়ড়ষড়মু শব্দটি ব্যবহার করেন?

ক) ম্যাকাইভার খ) ইমানুয়েল কান্ট

গ) অগাস্ট কোঁৎ ঘ)এসাইল গুইলার

উত্তর:খ) ইমানুয়েল কান্ট

৩০. কে সর্বপ্রথম উবসড়মৎধঢ়যু প্রত্যয়টি ব্যবহার করেন?

ক) ম্যাকাইভার খ) ইমানুয়েল কান্ট

গ) এসাইল গুইলার ঘ) অগাস্ট কোঁৎ

উত্তর:গ) এসাইল গুইলার

৩১. নৃবিজ্ঞানের জনক কে?

ক) ই.বি. টেইলর খ) ম্যালিনোস্কি

গ) ইমানুয়েল কান্ট ঘ)অগাস্ট কোঁৎ

উত্তর:ক) ই.বি. টেইলর

৩২. আধুনিক নৃবিজ্ঞানের জনক কে?

ক) ই.বি. টেইলর খ) ম্যালিনোস্কি

গ) ইমানুয়েল কান্ট ঘ) অগাস্ট কোঁৎ

উত্তর:ক) ই.বি. টেইলর

৩৩. জনবিজ্ঞানের জনক কে?

ক) ই.বি. টেইলর খ) জন গ্রম্নন্ট

গ) ম্যালিনোস্কি ঘ) ইমানুয়েল কান্ট

উত্তর:খ) জন গ্রম্নন্ট

৩৪. "স্বভাবগত ভাবেই মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব"- উক্তিটি কার?

ক) এরিস্টটল খ) ই.এম হোয়াইট

গ) অ্যাডাম স্মিথ ঘ) এল রবিন্স

উত্তর:ক) এরিস্টটল

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে