সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল? উত্তর: সোনারগাঁও ও গৌড়। প্রশ্ন: বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম প্রতিষ্ঠিত সংগঠন কী? উত্তর: তমদ্দুন মজলিস। প্রশ্ন: বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন কে? উত্তর: তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ. স. ম. আবদুর রব। প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় কোথায়? উত্তর:৩ মার্চ ১৯৭১ সালে, পল্টন ময়দানে। প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীতে প্রধানত কী বিষয়টি তুলে ধরা হয়েছে? উত্তর: বাংলার প্রকৃতির কথা। প্রশ্ন: 'চরমপত্র' খ্যাত ব্যক্তিত্ব কে? উত্তর: এম আর আখতার মুকুল। প্রশ্ন: 'আমার সোনার বাংলা' জাতীয় সংগীত হিসেবে কখন গৃহীত হয়? উত্তর: ১৩ জানুয়ারি ১৯৭২। প্রশ্ন: বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? উত্তর: ইঅউঈ। প্রশ্ন: খরিপ শস্য বলতে কী বোঝায়? উত্তর: গ্রীষ্মকালীন শস্যকে। প্রশ্ন: 'মধুবালা' নামটি কী কারণে বিখ্যাত? উত্তর: হলদে জাতের তরমুজ হিসেবে। প্রশ্ন: একটি কাঁচা পাটের গাঁইটের ওজন কত? উত্তর: সাড়ে তিন মণ। প্রশ্ন: জুটের আবিষ্কারক কে? উত্তর: ড. মোহাম্মদ সিদ্দিকউলস্নাহ। প্রশ্ন: ব্র্যাক উদ্ভাবিত হাইব্রিড ভুট্টার নাম কী? উত্তর: উত্তরণ। প্রশ্ন: বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর: বাগেরহাটে। প্রশ্ন: বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর 'জিনগত নকশা' উন্মোচন করেছেন? উত্তর: মহিষ। প্রশ্ন: বাংলাদেশের প্রধান প্রধান জলজসম্পদ কী কী? উত্তর: পানি ও মাছ। প্রশ্ন: ১০ ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্যের ইলিশকে কী বলা হয়? উত্তর: জাটকা।