তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
৪৩. তেজি তরুণ কী কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়?
ক. স্টেনগান খ. রাইফেল
গ. শটগান ঘ. মেশিনগান
উত্তর:খ. রাইফেল
৪৪. কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে?
ক. জোয়ান কৃষকের খ. মোলস্নাবাড়ির বিধবার
গ. তেজী তরুণের ঘ. থুত্থুরে বুড়োর
উত্তর: গ. তেজী তরুণের
৪৫. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় সকলের ব্যাকুল প্রতীক্ষা কিসের জন্য?
ক. বৃষ্টির জন্য খ. স্বাধীনতার জন্য
গ. বসন্তের জন্য ঘ. সম অধিকারের জন্য
উত্তর: খ. স্বাধীনতার জন্য
৪৬. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার তেজি তরুণের পরিচয় কী?
ক. মুক্তিযোদ্ধা খ. জোয়ান কৃষক
গ. দক্ষ মাঝি ঘ. হানাদারদের সহযোগী
উত্তর: ক. মুক্তিযোদ্ধা
৪৭. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কবি কোনটিকে অবশ্যম্ভাবী বলেছেন?
ক. পরাধীনতাকে খ. হত্যাযজ্ঞকে
গ. স্বাধীনতাকে ঘ. আত্মত্যাগকে
উত্তর: গ. স্বাধীনতাকে
৪৮. 'সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর'- বাক্যটিকে কী বলা হয়েছে?
ক. হরিদাসী স্বামীহারা হয়েছে
খ. হরিদাসীর বিয়ে ভেঙে গেছে
গ. হরিদাসীর মৃতু্য হয়েছে
ঘ. হরিদাসী সহায়-সম্বল-সম্ভ্রম হারিয়েছে
উত্তর: ক. হরিদাসী স্বামীহারা হয়েছে
৪৯. সনাতন ধর্মের মেয়েদের বিয়ের পর কোথায় সিঁদুর পরিয়ে দেওয়া হয়?
ক. হাতে খ. পায়ে
গ. কপালে ঘ. সিঁথিতে
উত্তর: ঘ. সিঁথিতে
৫০. রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে কেন?
ক. অসুস্থ বলে খ. মৃত বলে
গ. ধূমপায়ী বলে ঘ. যুদ্ধে গিয়েছেন বলে
উত্তর: খ. মৃত বলে
একাত্তরের দিনগুলি
১. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী বার ছিল?
ক. শুরু খ. শনি
গ. বৃহস্পতি ঘ. রবি
উত্তর:গ.বৃহস্পতি
২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠক সালেহ আহমেদের আসল নাম কী?
ক. রাজু আহমেদ খ. জয় লাল রায়
গ. আলী যাকের ঘ. হাসান ইমাম
উত্তর:ঘ. হাসান ইমাম
৩.'একাত্তরের দিনগুলি' রচনায় বর্ণিত জামী কোন শ্রেণির ছাত্র ছিল?
ক. ৮ম খ. ৯ম গ. ১০ম ঘ. ৫ম
উত্তর:গ. ১০ম
৪. 'একাত্তরের দিনগুলি' কী ধরনের রচনা?
ক. প্রবন্ধ খ. গল্প
গ. স্মৃতিচারণমূলক ঘ. আত্মজীবনী
উত্তর:খ. গল্প
৫. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর সকাল কয়টা পর্যন্ত আকাশযুদ্ধ-বিরতির কথা ছিল?
ক. দশটা খ. নয়টা
গ. এগারোটা ঘ. বারোটা
উত্তর:খ. নয়টা
৬. ১৯৭১ সালের ১৭ই মে পত্রিকায় কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর বিবৃতি বেরিয়েছিল?
ক. ৭০ জন খ. ৫৫ জন
গ. ৪০ জন ঘ. ৩০ জন
উত্তর:খ.৫৫ জন
৭. 'একাত্তরের দিনগুলি' স্মৃতিচারণমূলক রচনাটি কে লিখেছেন?
ক. সুফিয়া কামাল খ. জাহানারা ইমাম
গ. শহীদুলস্না কায়সার ঘ. শাহরিয়ার কবির
উত্তর:ক. সুফিয়া কামাল
৮. জাহানারা ইমামকে শহিদ জননী বলা হয় কেন?
ক. মুক্তিযুদ্ধে ছেলে শহিদ হয়েছে বলে
খ. মুক্তিযুদ্ধ নিয়ে গ্রন্থ রচনা করেছেন বলে
গ. মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন বলে
ঘ. মুক্তিযুদ্ধকে চেতনায় ধারণ করেছেন বলে
উত্তর:ক. মুক্তিযুদ্ধে ছেলে শহিদ হয়েছে বলে
৯. জাহানারা ইমামের প্রথম সন্তানের নাম কী?
ক. রুমী খ. সজল
গ. সাদিক ঘ. জামী
উত্তর:গ. সাদিক
১০. রুমী কখন শহিদ হন?
ক. মুক্তিযুদ্ধের প্রথম দিকে
খ. মুক্তিযুদ্ধের মধ্যভাগে
গ. মুক্তিযুদ্ধের শেষদিকে
ঘ. মুক্তিযুদ্ধের পরপর
উত্তর:খ. মুক্তিযুদ্ধের মধ্যভাগে
১১.জাহানারা ইমাম কী হিসেবে পরিচিত?
ক. লৌহমানবী খ. শহিদ জননী
গ. জাতীয় শিক্ষক ঘ. প্রধান কবি
উত্তর:খ. শহিদ জননী
১২. জাহানারা ইমামের কোন গ্রন্থটি সর্বত্র সমাদৃত?
ক. ক্যান্সারের সঙ্গে আবাস
খ. একাত্তরের দিনগুলি
গ. প্রবাসের দিনগুলি
ঘ. গজকচ্ছপ
উত্তর:খ. একাত্তরের দিনগুলি
১৩. জাহানারা ইমাম কাদের বিরুদ্ধে আমৃতু্য সংগ্রাম করেছেন?
ক. একাত্তরের ঘাতকদের
খ. পাকিস্তানিদের
গ. কুসংস্কারাচ্ছন্নদের
ঘ. ধর্মান্ধদের
উত্তর:ক. একাত্তরের ঘাতকদের
১৪. জাহানারা ইমাম কত সালে মৃতু্যবরণ করেন?
ক. ১৯৯৮ খ. ১৯৯৪
গ. ১৯৯০ ঘ. ১৯৯২
উত্তর:খ. ১৯৯৪
১৫. ১৯৭১ সালের ১৩ই এপ্রিল কী বার ছিল?
ক. শনিবার খ. সোমবার
গ. মঙ্গলবার ঘ. বৃহস্পতিবার
উত্তর:গ. মঙ্গলবার
১৬. 'একাত্তরের দিনগুলি' রচনায় কদিন ধরে বৃষ্টি হওয়ার কথা বলা আছে?
ক. ৭ দিন খ. ১০ দিন
গ. ৪ দিন ঘ. ৩ দিন
উত্তর:গ. ৪ দিন
১৭.'একাত্তরের দিনগুলি' রচনায় ডা. রাব্বির সাথে শরীফের কোথায় দেখা হয়?
ক. ফকিরের অফিসে খ. সুজার অফিসে
গ. বাঁকার অফিসে ঘ. মঞ্জুরের অফিসে
উত্তর:ক. ফকিরের অফিসে
১৮. ১৯৭১ সালের কোন তারিখে শহিদ মতিউর রহমানের চলিস্নশা অনুষ্ঠিত হয়?
ক. ২৭শে সেপ্টেম্বর খ. ২৮শে সেপ্টেম্বর
গ. ২৯শে সেপ্টেম্বর ঘ. ৩০শে সেপ্টেম্বর
উত্তর:ঘ. ৩০শে সেপ্টেম্বর
১৯. শহিদ মতিউর রহমানের স্ত্রীর নাম কী?
ক. ডলি খ. মলি
গ. পলি ঘ. মিলি
উত্তর:ঘ. মিলি
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়