৭. আকাশে বিদু্যৎ চমকানোর পেছনে কোন শক্তি কাজ করে?
ক. তড়িৎশক্তি খ. তাপশক্তি
গ. আলোক শক্তি ঘ. শব্দ শক্তি
উত্তর: তড়িৎশক্তি
৮. ফসলের বৃদ্ধির জন্য কোন শক্তির প্রয়োজন?
ক. আলো খ. শব্দ
গ. বিদু্যৎ ঘ .যান্ত্রিক
উত্তর:আলো
৯. প্রকৃতির নানা ঘটনার বর্ণনায় কোন দুটি ধারণা খুব গুরুত্বপূর্ণ?
ক. তাপ ও আলো খ. তাপ ও বিদু্যৎ
গ. পদার্থ ও শক্তি ঘ. আলো ও পদার্থ
উত্তর:পদার্থ ও শক্তি
১০. তাপ কয়টি পদ্ধতিতে সঞ্চালিত হয়?
ক. তিনটি খ .চারটি
গ. ছয়টি ঘ .পাঁচটি
উত্তর: তিনটি
১১. হীরা কেমন পদার্থ?
ক. শক্ত খ. নরম গ. ভারী ঘ. হালকা
উত্তর:শক্ত
১২. গাড়ির গতি বৃদ্ধির জন্য প্রয়োজন-
ক. শক্তি খ. ইঞ্জিনের দক্ষতা
গ. পেট্রোল ঘ. ভালো রাস্তা
উত্তর: শক্তি
১৩. সমুদ্রের পানি বাষ্প হয়ে আকাশে মেঘ সৃষ্টি হয় কেন?
ক. আলোক শক্তির জন্য
খ. তাপশক্তির জন্য
গ .শব্দশক্তির জন্য
ঘ. যান্ত্রিকশক্তির জন্য
উত্তর:তাপশক্তির জন্য
১৪. সূর্য থেকে উৎপন্ন আলো কীভাবে আমাদের চোখে আসে?
ক. বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে
খ. পরিচলন প্রকিয়ার মাধ্যমে
গ. পরিবহন পক্রিয়ার মাধ্যমে
ঘ. আলোক শক্তির মাধ্যমে
উত্তর: বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে
১৫. কয়লা ও হীরা একই পদার্থ কার্বন দিয়ে গঠিত। তবে এরা ভিন্ন কেন?
ক. বন্ধন শক্তির মাধ্যমে
খ.আলোক শক্তির মাধ্যমে
গ. আকৃতির জন্য
ঘ. তাপের জন্য
উত্তর: বন্ধন শক্তির মাধ্যমে
১৬. কাজ করার সামর্থ্যকে কী বলা হয়?
ক. শক্তি খ. বল গ. ক্ষমতা ঘ. দশা
উত্তর: শক্তি
১৭. হারমোনিয়াম থেকে কোন শক্তি পাওয়া যায়?
ক. আলোকশক্তি খ. চুম্বকশক্তি
গ. তাপশক্তি ঘ. শব্দশক্তি
উত্তর:আলোকশক্তি
১৮. জলস্রোতকে ব্যবহার করে কোন শক্তি উৎপন্ন করা হয়?
ক. চুম্বকশক্তি খ. তাপশক্তি
গ. বিদু্যৎশক্তি ঘ. রাসায়নিক শক্তি
উত্তর:তাপশক্তি
১৯. নিচের কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়?
ক. সৌরশক্তি খ. তড়িৎশক্তি
গ. যান্ত্রিক শক্তি ঘ. বায়ুশক্তি
উত্তর:বায়ুশক্তি
২০. বিদু্যৎ চমকানোর পিছনে কোন শক্তি কাজ করে?
ক. আলোকশক্তি খ. তড়িৎশক্তি
গ. তাপশক্তি ঘ. রাসায়নিক শক্তি
উত্তর:আলোকশক্তি
২১. একটি কাঁশার বাটি হাত থেকে নিচে পড়ে গেলে কোন শক্তি উৎপন্ন হয়?
ক. আলো খ. তাপ গ. শব্দ ঘ. বিদু্যৎ
উত্তর:শব্দ
২২. যখন তুমি সাইকেল চালাও তখন তুমি ব্যবহার র্কত
ক. পেশি শক্তি খ. যান্ত্রিকশক্তি
গ. তাপশক্তি ঘ. চুম্বকশক্তি
উত্তর:পেশি শক্তি
২৩. শক্তির মূল উৎস কোনটি?
ক. আগুন খ. সূর্য
গ. প্রাকৃতিক গ্যাস ঘ. কয়লা
উত্তর:সূর্য
২৪. পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কী?
ক. ধাতু খ. অধাতু
গ. অণু ঘ.পরমাণু
উত্তর: অণু
২৫. নিচের কোনটি ওজনবিহীন?
ক. পানি খ. বায়ু গ. চুম্বক ঘ. আলো
উত্তর:খ. বায়ু
২৬. নিচের কোনটি যান্ত্রিক শক্তি?
ক. বায়ুপ্রবাহ চ খ. জ্বালানি তেল
গ. চুলার আগুন ঘ. খাবার
উত্তর:ক. বায়ুপ্রবাহ
২৭. কোন শক্তির মাধ্যমে আমরা গান ও সংগীত শুনি?
ক. গতিশক্তি খ. রাসায়নিক শক্তি
গ. বিদু্যৎশক্তি ঘ. শব্দশক্তি
উত্তর: শব্দশক্তি
২৮. শক্তির প্রধান উৎস কী?
ক. মাটি খ. পানি
গ.বায়ু ঘ. কোনটিই নয়
উত্তর:কোনটিই নয়
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়