রাবিতে কনফারেন্স

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক' শীর্ষক আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্সের অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ১০ ফেব্রম্নয়ারি এ কনফারেন্সের আয়োজন করে। কনফারেন্সে পররাষ্ট্রনীতি, জলবায়ু পরিবর্তন, সুনীল অর্থনীতি, কূটনীতিক কৌশল, শান্তি, আঞ্চলিকতাবাদ ইত্যাদি বিষয়ে অংশগ্রহণকারীরা তাদের রিসার্চ পেপার উপস্থাপন করেন। সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন এবং তাদের পেপার প্রেজেন্ট করেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্‌ হাসান নকীব, বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী রাউফু ইসলাম ইতু ও সহি হাবিব।