কৃষি গুচ্ছে ভর্তি আবেদন শুরু

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। ভর্তির আবেদন ১৫ ফেব্রম্নয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত। আবেদনের ফি ১ হাজার ২০০ টাকা (ট্রান্সজেকশন ফি ছাড়া)। আগামী ১২ এপ্রিল বেলা ১১টা থেকে সারাদেশে একযোগে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রধান কেন্দ্রীয় ভর্তি কমিটির দায়িত্ব পালন করবে। কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। যেখানে মোট আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৮৬৩টি। যা গত বছরের তুলনায় ১৪৫টি বেশি। গত বছর মোট আসন সংখ্যা ছিল ৩ হাজার ৭১৮টি।সারাদেশে পরীক্ষাকেন্দ্র ৯টি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রামে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যঃঃঢ়ং://ধপধং.বফঁ.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।