প্রশ্ন: নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
উত্তর: আদি-অস্ট্রেলীয়।
প্রশ্ন: বঙ্গদেশে আর্যদের প্রভাব স্থাপনের পরে কোন জাতির আগমন ঘটে?
উত্তর: মঙ্গোলীয় বা ভোটচীনীয় (ঝরহড়-ঞরনবঃধহ) জাতি।
প্রশ্ন: অস্ট্রিক জাতি বঙ্গভূমিতে কোথা থেকে পদার্পণ করে?
উত্তর: ইন্দো-চীন থেকে আসাম হয়ে।
প্রশ্ন: বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে?
উত্তর: শশাঙ্ক।
প্রশ্ন: পাল বংশের রাজারা বাংলায় কত বছর রাজত্ব করেছেন?
উত্তর: প্রায় চারশ বছর।
প্রশ্ন: নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রাজা ধর্মপাল।
প্রশ্ন: নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে কার পৃষ্ঠপোষকতায়?
উত্তর: ধর্মপালের পৃষ্ঠপোষকতায়।
প্রশ্ন: সেন বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হেমন্ত সেন।
প্রশ্ন: সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম বা স্বাধীন রাজা কে?
উত্তর: বিজয় সেন।
প্রশ্ন: বাংলার শেষ হিন্দু রাজা কে?
উত্তর: লক্ষ্ণণ সেন।
প্রশ্ন: কৌলিন্য প্রথার প্রবর্তক কে?
উত্তর: বলস্নাল সেন।
প্রশ্ন: বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে?
উত্তর: ১২০৪ সালে।
প্রশ্ন: বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: ফখরুদ্দিন মোবারক শাহ।
প্রশ্ন: বাংলার যে সুলতানের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় কে তিনি?
উত্তর: আলাউদ্দিন হোসেন শাহ।
প্রশ্ন: বাংলাদেশকে 'ধনসম্পদপূর্ণ নরক' বলে কে অভিহিত করেছিলেন?
উত্তর: ইবনে বতুতা।
প্রশ্ন: বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন কে?
উত্তর: ইসলাম খান।