১৬. কবিতায় উপমা ও চিত্রকল্প ব্যবহারে শামসুর রাহমান কোনটিকে অবলম্বন করেছেন?
ক. বিজ্ঞান খ. শহর
গ. প্রকৃতি ঘ. মানুষ
উত্তর: গ. প্রকৃতি
১৭. কোনটি শামসুর রাহমানের অন্যতম কাব্যগ্রন্থ?
ক. মানব হৃদয়ে নৈবেদ্য সাজাই
খ. বৈশাখে রচিত পঙ্িক্তমালা
গ. প্রেমাংশুর রক্ত চাই
ঘ. এসেছি নিজের ভোরে
উত্তর: ক. মানব হৃদয়ে নৈবেদ্য সাজাই
১৮. নিচের কোনটি শামসুর রাহমানের উলেস্নখযোগ্য কাব্যগ্রন্থ?
ক. বাংলার মাটি বাংলার জল
খ. বুক তার বাংলাদেশের হৃদয়
গ. অগ্নি ও জলের কবিতা
ঘ. মিছিলের সমান বয়সী
উত্তর: খ. বুক তার বাংলাদেশের হৃদয়
১৯. শামসুর রাহমানের মৃতু্যতারিখ কোনটি?
ক. ১৭ই আগস্ট ২০০৪
খ. ২৪শে অক্টোবর ২০০৪
গ. ১৭ই আগস্ট ২০০৬
ঘ. ২৪শে অক্টোবর ২০০৬
উত্তর: গ. ১৭ই আগস্ট ২০০৬
২০. স্বাধীনতা আসবে বলে কার কপাল ভাঙল?
ক. হরিদাসীর
খ. সাকিনা বিবির
গ. অনাথ কিশোরীর
ঘ. মোলস্নাবাড়ির বিধবার
উত্তর: খ. সাকিনা বিবির
২১. শহরের বুকে কোন রঙের ট্যাঙ্ক এলো?
ক. কালো খ. হলুদ
গ. জলপাই ঘ. জাম
উত্তর: গ. জলপাই
২২. জলপাই রঙের ট্যাঙ্ক কিসের মতো চিৎকার করতে করতে শহরে এলো?
ক. হাতির মতো খ. সিংহের মতো
গ. দানবের মতো ঘ. উন্মত্তের মতো
উত্তর: গ. দানবের মতো
২৩. কোনগুলো যত্রতত্র খই ফোটাল?
ক. রাইফেল, মেশিনগান
খ. পিস্তল, গ্রেনেড
গ. স্টেনগান, কামান
ঘ. হাতবোমা, রকেট লাঞ্চার
উত্তর: ক. রাইফেল, মেশিনগান
২৪. রিকয়েললেস রাইফেল আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র- এখানে কিসের চিত্র প্রকাশিত হয়েছে?
ক. নির্মম হত্যাযজ্ঞের
খ. সম্মিলিত প্রতিরোধের
গ. সামরিক অনুশীলনের
ঘ. আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার
উত্তর: ক. নির্মম হত্যাযজ্ঞের
২৫. কার সিঁথির সিঁদুর মুছে গেল?
ক. সুমতির খ. রেণুমালার
গ. হরিদাসীর ঘ. অঞ্জলীর
উত্তর: গ. হরিদাসীর
২৬. স্বাধীনতা আসবে বলে কোনটি ছাই হয়ে গেল?
ক. শহরের পর শহর খ. গ্রামের পর গ্রাম
গ. বনের পর বন ঘ. মাঠের পর মাঠ
উত্তর: খ. গ্রামের পর গ্রাম
২৭. স্বাধীনতা আসবে বলে প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে কে আর্তনাদ করল?
ক. ঘোড়া খ. কুকুর
গ. বিড়াল ঘ. হাতি
উত্তর:খ. কুকুর
২৮. অবুঝ শিশু কিসের ওপর হামাগুড়ি দিল?
ক. বাস্তুভিটার ভগ্নস্তূপের ওপর
খ. জলপাই রঙের ট্যাঙ্কের ওপর
গ. নতুন নিশানের ওপর
ঘ. পিতামাতার লাশের ওপর
উত্তর: ঘ. পিতামাতার লাশের ওপর
২৯. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কার পিতামাতা হানাদারদের হত্যাযজ্ঞের শিকার হয়েছে?
ক. হরিদাসীর খ. অবুঝ শিশুর
গ. থুত্থুরে বুড়োর ঘ. রুস্তম শেখের
উত্তর:খ. অবুঝ শিশুর
৩০. স্বাধীনতার প্রতীক্ষায় থুত্থুরে বুড়ো কোথায় বসে আছেন?
ক. বৃদ্ধাশ্রমে খ. পথের ধারে
গ. ঘরের দাওয়ায় ঘ. বিধ্বস্ত বাস্তুভিটায়
উত্তর: গ. ঘরের দাওয়ায়
৩১. 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় প্রকাশিত ঘরের দাওয়ায় থুত্থুরে বুড়োর বসে থাকার সময়কাল কোনটি?
ক.সকাল খ.বিকেল
গ.সন্ধ্যা ঘ.রাত
উত্তর:খ. বিকেল
৩২. বাতাসে উদাস দাওয়ায় বসে থাকা থুত্থুরে বুড়োর কী নড়ছে?
ক. দাড়ি খ. চুল
গ. রুমাল ঘ. গামছা
উত্তর:খ. চুল
৩৩. স্বাধীনতার প্রত্যাশায় দগ্ধ ঘরের খুঁটি ধরে কে দাঁড়িয়ে আছে?
ক. মোলস্নাবাড়ির বিধবা খ. হরিদাসী
গ. সাকিনা বিবি ঘ. হাড্ডিসার অনাথ কিশোরী
উত্তর:ক. মোলস্নাবাড়ির বিধবা
৩৪. স্বাধীনতার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী কী হাতে দাঁড়িয়ে আছে?
ক.বই-খাতা খ.শূন্য থালা
গ.নতুন নিশান ঘ.ফুলের মালা
উত্তর:খ.শূন্য থালা
৩৫. সগীর আলীর বাড়ি কোথায়?
ক. জেলেপাড়ায় খ. শাহবাজপুরে
গ. বস্তিতে ঘ. ঢাকা শহরে
উত্তর: খ. শাহবাজপুরে
৩৬. সগীর আলীর পরিচয় কোনটি?
ক. জোয়ান কৃষক খ. দক্ষ মাঝি
গ. ঢাকার রিকশাওয়ালা ঘ. মোলস্নাবাড়ির কর্তা
উত্তর:ক. জোয়ান কৃষক
৩৭. জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটার নাম কী?
ক.সগীর আলী খ.হরিদাস
গ.রুস্তম আলী ঘ.কেষ্ট দাস
উত্তর:ঘ.কেষ্ট দাস
৩৮. মতলব মিয়ার পরিচয় কোনটি?
ক. দক্ষ রিকশাচালক খ. দক্ষ কৃষক
গ. দক্ষ মাঝি ঘ. দক্ষ জেলে
উত্তর:গ. দক্ষ মাঝি
৩৯. মতলব মিয়া কোন নদীতে নৌকা চালায়?
ক. পদ্মা খ. মেঘনা
গ. যমুনা ঘ. শীতলক্ষ্যা
উত্তর: খ. মেঘনা
৪০. উদ্দাম ঝড়ে মতলব মিয়া কী বলে নৌকা চালায়?
ক. আলী আলী খ. গাজী গাজী
গ. হেঁইয়ো হেঁইয়ো
ঘ. জয় বাংলা জয় বাংলা
উত্তর: খ. গাজী গাজী
৪১. রুস্তম শেখ কে?
ক. জোয়ান কৃষক খ. সাহসী জেলে
গ. ঢাকার রিকশাওয়ালা ঘ. নৌকার মাঝি
উত্তর: গ. ঢাকার রিকশাওয়ালা
৪২. কার ফুসফুস এখন পোকার দখলে?
ক. সাকিনা বিবির খ. কেষ্ট দাসের
গ. রুস্তম শেখের ঘ. হরিদাসীর
উত্তর: গ. রুস্তম শেখের
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়