কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার নম্বর কমানো হয়েছে। ১৫০-এর স্থলে ১২০ নম্বরে এ পরীক্ষা দেবেন আবেদনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিলস্না বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধা স্কোর নির্ণয় করা হবে। এ ক্ষেত্রে এসএসসি/ 'ও' লেভেল বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত (চতুর্থ বিষয়সহ) জিপিএ'কে ২ দিয়ে গুণ এবং এইচএসসি/ 'এ' লেভেল বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএ'কে ২ দিয়ে গুণ করা হবে। এ দুইয়ের যোগফল ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর থেকে প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করে ১২০ নম্বরের ওপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধাতালিকা তৈরি করা হবে। 'ও' লেভেল এবং 'এ' লেভেল পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের পয়েন্ট জিপিএ- এ=৫.০০, বি=৪.০০, সি=৩.৫০ এবং ডি=৩.০০ হিসাব করতে হবে।
আগে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ১৫০ নম্বরের ওপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধাতালিকা তৈরি করা হবে উলেস্নখ করা হয়েছিল। এটি পরিবর্তন করে ১২০ নম্বর করা হলো। বিশ্ববিদ্যালয়ে 'এ', 'বি', 'সি' ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। আগামী ১৯ এপ্রিল 'সি' ইউনিট সকাল ১০টায় ও 'এ' ইউনিট বেলা ৩টায় এবং ২৫ এপ্রিল বিকাল ৪টায় 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রার্থীরা ২২ ফেব্রম্নয়ারি পর্যন্ত ভর্তি আবেদন করতে পারবেন।