এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
৪০. "কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন?" এখানে মমতাদি কী দেওয়ার কথা বলেছেন? ক. টাকা-পয়সা খ. রসগোলস্না গ. ভালোবাসা ঘ. লাঞ্ছনা উত্তর: গ. ভালোবাসা ৪১. মমতাদির গালে তিনটি আঙুলের দাগ বসে গিয়েছিল কার চড়ে? ক. গৃহকর্ত্রীর খ. তার স্বামীর গ. স্কুলপড়ুয়া ছেলেটির ঘ. গৃহকর্তার উত্তর: খ. তার স্বামীর ৪২. মমতাদির গালে চড় মারার জন্য আঠারো আনা অধিকার কার রয়েছে বলে গল্পকথক মনে করে? ক. গৃহকর্ত্রীর খ. স্বামীর গ. গল্পকথকের ঘ. গৃহকর্তার উত্তর: খ. স্বামীর ৪৩. মমতাদির বরের চাকরি হওয়ার খবর ছেলেটি কাকে শুনিয়ে দিল? ক. মাকে খ. বাবাকে গ. বন্ধুকে ঘ. প্রতিবেশীদের উত্তর: ক. মাকে ৪৪. 'মমতাদি' গল্পের ছেলেটি মিথ্যে বললে কী হয় বলে মমতাদিকে জানাল? ক. পুণ্য হয় খ. পাপ হয় গ. উপকার হয় ঘ. অপকার হয় উত্তর: খ. পাপ হয় ৪৫. মমতাদি জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়াল কাছ থেকে কী কিনেছে? ক. বেল খ. কমলালেবু গ. তরিতরকারি ঘ. প্রসাধনী উত্তর: খ. কমলালেবু ৪৬. মমতাদির বাসকৃত বাড়িটি কয়তলা? ক. একতলা খ. দুইতলা গ. তিনতলা ঘ. চারতলা উত্তর: খ. দুইতলা ৪৭. মমতাদির ছেলের বয়স কত বলে মনে হয়? ক. দুই বছরের মতো খ. তিন বছরের মতো গ. চার বছরের মতো ঘ. পাঁচ বছরের মতো উত্তর: ঘ. পাঁচ বছরের মতো ৪৮. "পরদিন থেকে সে আর আসত না" কেন? ক. অসম্মান করলে খ. পনেরো টাকার কম বেতন ধরলে গ. স্বামীর চাকরি হলে ঘ. ছেলেটি স্কুলে না গেলে উত্তর: খ. পনেরো টাকার কম বেতন ধরলে ৪৯. 'মমতাদি' গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? ক. শিশুদের আচার-আচরণ খ. গৃহকর্মীদের প্রতি মানবিক আচরণ গ. দরিদ্র মানুষের দৈনিক জীবন ঘ. বাড়িতে আগত নতুন মানুষের প্রতি শিশুর দৃষ্টিভঙ্গি উত্তর: ক. শিশুদের আচার-আচরণ ৫০. মমতাদি ঝিয়ের কাজ করার জন্য এসেছেন- র. সংসারে অভাবের কারণে রর. স্বামী বেকার হওয়ার কারণে ররর. বেশি টাকা উপার্জনের আশায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ১. শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন? ক.১৯১৯ সালে খ.১৯২৫ সালে গ.১৯২৯ সালে ঘ.১৯৩৫ সালে উত্তর:গ.১৯২৯ সালে ২. শামসুর রাহমানের জন্মতারিখ কোনটি? ক.১৯শে আগস্ট ১৯১৯ খ.২৪শে অক্টোবর ১৯১৯ গ.২৯শে আগস্ট ১৯২৯ ঘ.২৪শে অক্টোবর ১৯২৯ উত্তর:ঘ. ২৪শে অক্টোবর ১৯২৯ ৩. শামসুর রাহমানের জন্মস্থান কোনটি? ক.ঢাকা খ.নরসিংদী গ.চট্টগ্রাম ঘ.মানিকগঞ্জ উত্তর:ক.ঢাকা ৪. শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়? ক.ঢাকা জেলায় খ.নরসিংদী জেলায় গ.মানিকগঞ্জ জেলায় ঘ.মুন্সিগঞ্জ জেলায় উত্তর:খ.নরসিংদী জেলায় ৫. শামসুর রাহমানের গ্রামের নাম কী? ক.কাশবন খ.বিজয়করা গ.পাড়াতলী ঘ.মাঝআইল উত্তর:গ.পাড়াতলী ৬. শামসুর রাহমানের বাবার নাম কোনটি? ক.মাহমুদুর রহমান খ.মোস্তাফিজুর রহমান গ.মোখলেসুর রহমান ঘ.মাসুদুর রহমান উত্তর:গ.মোখলেসুর রহমান ৭.শামসুর রাহমানের মায়ের নাম কী? ক.সালমা বেগম খ.আমেনা খাতুন গ.রহিমা খাতুন ঘ.সালেহা বেগম উত্তর:খ.আমেনা খাতুন ৮. শামসুর রাহমান কত সালে ম্যাট্রিক পাস করেন? ক.১৯২৯ সালে খ.১৯৩৫ সালে গ.১৯৩৯ সালে ঘ.১৯৪৫ সালে উত্তর:ঘ.১৯৪৫ সালে ৯. শামসুর রাহমান কত সালে ইন্টারমিডিয়েট পাস করেন? ক.১৯২৭ সালে খ.১৯২৯ সালে গ.১৯৩৯ সালে ঘ.১৯৪৭ সালে উত্তর:ঘ. ১৯৪৭ সালে ১০. শামসুর রাহমান কোন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন? ক.রেসিডেনসিয়াল মডেল স্কুল খ.কলেজিয়েট স্কুল গ.পোগোজ স্কুল ঘ.আইডিয়াল স্কুল উত্তর:গ.পোগোজ স্কুল ১১. শামসুর রাহমান কোথা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন? ক. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উত্তর:ক.ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১২. শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি ছিল? ক.এই পথ এই কোলাহল খ.প্রেমাংশুর রক্ত চাই গ.গৃহযুদ্ধের আগে ঘ.নূরুলদীনের সারাজীবন উত্তর:খ.প্রেমাংশুর রক্ত চাই ১৩. শামসুর রাহমান কোন কাজে একনিষ্ঠভাবে নিয়োজিত ছিলেন? ক. কাব্য সাধনায় খ. শিক্ষকতায় গ. বিজ্ঞান গবেষণায় ঘ. মানবসেবায় উত্তর:ক.কাব্য সাধনায় ১৪. কাদের জীবনের আশা-আকাঙ্খা হতাশার কথা শামসুর রাহমানের কবিতায় সার্থকভাবে বিধৃত হয়েছে? ক. উচ্চবিত্তদের খ. মধ্যবিত্তদের গ. নিম্নবিত্তদের ঘ. উচ্চ মধ্যবিত্তদের উত্তর: খ. মধ্যবিত্তদের ১৫. শামসুর রাহমানের কবিতায় কোন ধরনের কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশিত হয়েছে? ক. প্রাচীন কাব্যধারার খ. মধ্যযুগীয় কাব্যধারার গ. আধুনিক কাব্যধারার ঘ. অতি আধুনিক কাব্যধারা উত্তর: ঘ. অতি আধুনিক কাব্যধারা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়